![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধুরছাই এর দখলে সব,
গুটিয়ে নিয়েছে তরতাজা ক্লেশ,
নভেম্বর রেইন দেখা হলোনা তাই।
আহ্লাদী শখ করতলে চাপ খেয়ে মরে
আছে।
অশনি সংকেত ইকো হয়ে ঘিরে ধরে,
বিশাল ঘূর্নিপাকে গোত্তা খেয়ে
নিথরপ্রায়।
চোখ বুজে দুহাতের তর্জনী আর বুড়ো
আঙ্গুলের মেলবন্ধন হয় না।
তবে গানস 'ন রোজেসই সই।
১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২
ইতল বিতল বলেছেন: ধন্যবাদ :-)
২| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।
১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬
ইতল বিতল বলেছেন: ধন্যবাদ হাসান ভাই :-)
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৯
মাহবুবুল আজাদ বলেছেন: আহ্লাদী শখ করতলে চাপ খেয়ে মরে
আছে। চমৎকার