নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেখেয়ালে দু কলম লেখা এক হলদে পাতায় জড়ো করে যাই।

ইতল বিতল

ইতল বিতল › বিস্তারিত পোস্টঃ

নিশিছায়া

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৭

ভাবি এক বোতল সায়ানাইডে যদি
সবরকম বিষাদ খোঁজা যেত,
যদি একবেলা পেটপূজো হতো অনায়াসে।

এই ঘর,এই অবেলা
ফি বছর একটা অন্ধকার ধেয়ে আসে।

আচ্ছা,
দোয়েল চত্বরের মাটির গেলাসেও তো
রোদ ঝুলে থাকে,
পাশ দিয়ে রিকশাওয়ালা কেমন সুখী সুখী
ঘন্টা নাড়ে।

ভাবি গুহামানবী হয়ে পড়ি,
রহস্য কেটেকুটে একদিন ডানা ঝাপটাবো
ঠিক ঠিক।
মরা ক্যাকটাস তাতেই প্রাণ ফিরে পাবে।
কোন একদিন এভাবেই হোক সব।

যদি রণপায়ে তুলকালাম কান্ড হয়,
তবে হোক না,
ক্ষতি কি একজীবনে পাক খেলে
এইখানি দৈন্য।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

এইচ রহমান বাধন বলেছেন: খুব ভালো লাগল কবিতাটা। শেষের চার লাইন বুঝলাম না।

২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

ইতল বিতল বলেছেন: নিজের মতো করে বুঝে নিতে পারেন।সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। :-)

২| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। ভাবার মতো।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

ইতল বিতল বলেছেন: তা-ই ভাবুন না.. B-)

শুভকামনা :-)

৪| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল লাগলো কবিতা।
+
কবিতার সাথে শিরোনাম বেখাপ্পা লাগছে।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:০০

ইতল বিতল বলেছেন: @চন্দ্ররথা রাজশ্রী
কবিতার সাথে খাপ খাইয়ে শিরোনাম বসাতে বরাবরই আমি অপটু।

মন্তব্য পেয়ে ভালো লাগলো।ভালো থাকবেন। :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.