নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেখেয়ালে দু কলম লেখা এক হলদে পাতায় জড়ো করে যাই।

ইতল বিতল

ইতল বিতল › বিস্তারিত পোস্টঃ

জীবিকারা দ্রোহিতা

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩২

কতেক জীবন ন'টা পাঁচটা অফিস যায় না
জানতাম,

বিশিষ্টজনের জাপানিজ কফিকাপে এদের
হাতে খানিক আঁচ লাগে।
অনভ্যস্ততার বশে আর কাঁচুমাচু জড়তায়।

দুবেলার পেটপূজো হয় অপ্রাসঙ্গিক
অভ্যেস।
দুপুরের কড়া রোদে চিবুক বিশেষ বেগুনী
রং দেখায়।

কাঁচাবাজারের লিস্টিতে লাউ শাকের
ডগা
অবসন্ন পায়ে ছুঁইছুঁই।

সন্ধ্যারাত্তিরে হারিকেনের চিমনিতে
বাচ্চারা শতকিয়ার জোরে খানিক মূর্খতা
আড়াল করে।

মলাটের পরতে আধ ছটাক সুখ চোখবন্ধ অপেক্ষায়,
কিছুদিন বাদে ফানুসে বয়ে
উড়বে এজাতীয় ছোটগল্প।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ভালো লাগলো।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৮

ইতল বিতল বলেছেন: অসংখ্য ধন্যবাদ। :-)

২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৮

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ভাল লাগা রেখে গেলাম। B-) B-)

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৫

ইতল বিতল বলেছেন: :-D :-D

৩| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৪

রুদ্র জাহেদ বলেছেন: মোটামুটি লাগছে

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৬

ইতল বিতল বলেছেন: @রুদ্র জাহেদ,মন্তব্য পেয়ে ভালো লাগলো।

৪| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোই।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৭

ইতল বিতল বলেছেন: আচ্ছা!

৫| ১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭

হাসান মাহবুব বলেছেন: আটপৌরে রূপকথা। খুব ভালো লাগলো কবিতাটির নির্মাণ।

১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৮

ইতল বিতল বলেছেন: @হামা ভাই,আপনার মন্তব্য পড়ে বিরাট খুশি হয়ে গেলুম। :-D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.