![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বোকা কিসিমের কল্পকথার
আজ বেশ মন খারাপ হল
ফসিলস কানে গুঁজে তাই
আনমনে প্রলাপ আওড়াই।
ডায়েরীর মাঝের চারটে পাতা
বোধহয়
বেনামে সঁপেছিলাম ক'বার।
আনাড়ি আঙ্গুল চাপে আঁকতে গিয়ে
তোমাকে,
কর্কশ মায়ায় জড়াতাম বারবার
আর বারবার।
সেই ছেলেমানুষি সংলাপ গিলে
নিয়েছে নিঁখুত মূকাভিনয়।
টুকটাক গল্পগুলি অবশ্যি গদ্যপাঠ হতো বটে,
একজন মনোযোগী শিষ্য বনে যেতাম।
নাবোধক প্রখরতা খোলস পাল্টেছে
অসংখ্যবার,
ঘড়ির কাটায় প্রশ্রয় ঝুলতো বলেই
গল্পের সুতো আদৌ কেটে যায়নি।
হঠাৎ কোন প্রসঙ্গে গল্প ভেঙে
শব্দ হয় আজো,
ভারী হয় শব্দের শবদেহ।
২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৬
ইতল বিতল বলেছেন: @ধন্যবাদ :-)
২| ০১ লা মে, ২০১৬ রাত ১:৩৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল লিখেছেন।
প্লাস
০১ লা মে, ২০১৬ সকাল ৭:০৪
ইতল বিতল বলেছেন: @চন্দ্ররথা রাজশ্রী
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
৩| ১৪ ই মে, ২০১৬ সকাল ৮:৪৩
চাঁদগাজী বলেছেন:
কঠিন, হীরার মত কঠিন
১৪ ই মে, ২০১৬ সকাল ৮:৫৯
ইতল বিতল বলেছেন: পানির মতো তরল হলে ব্লগ ভেসে যাবার সমূহ সম্ভাবনা থাকে :-D
মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৮
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।