নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেখেয়ালে দু কলম লেখা এক হলদে পাতায় জড়ো করে যাই।

ইতল বিতল

ইতল বিতল › বিস্তারিত পোস্টঃ

ইতিকথা

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯

ভীড় পথে একদলা অবয়বে
নিঃশ্বাস
চোখ বুজে কথকতা
জড়ো গল্পে আর নেই কেউ,
হলদে বাড়ি খয়েরী জানলার
বোনা মাকড়শার ঘর
পষ্ট দেখি রোজ, কিম্বা নিশুতি রাতের বড্ড ভয়।
দুপুরের ভাতঘুমে
মাছের পদের স্বাদ হতাশার রোদে
কড়া হয়ে
কোটরে জ্বালা ধরায় ভীষণ,
কেউ আর নাছোড়বান্দা নই।
রোজনামচার মতোন সম্বোধনের ভোরবেলা
চায়ের পেয়ালাতে একটুকু তেষ্টা এবং
এলার্মের শব্দে বাজে
গোমড়ামুখো খুন।
জঙ্গধরা বিকেলে কবিতারা মৃতপ্রায়।
ঠিক তক্ষুনি
আমরা কতেক আবহ হারাই,
ওরা ভাসে জলের হাওয়ায়,অনাহুত পুঁথির মতোন,
মায়াঘোরে কিঞ্চিত
ক্লান্তিরা ফের
নিদারুন আঁকিবুঁকি ঠুকে দেয়
আহামরি চিত্রপুত্তলিকাতে।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫১

জাহিদ অনিক বলেছেন:


বাহ !
ঠিক যেন চায়ের তৃষ্ণা মিটালেন!

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৯

ইতল বিতল বলেছেন: হাঃহাঃ মন্তব্যের জন্যে ধন্যবাদ :)

২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩

বিজন রয় বলেছেন: কবিতা কিংবা মায়া অনাহুত নয়।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২১

ইতল বিতল বলেছেন: ঠিক।


ধন্যবাদ আপনাকে।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৭

জনৈক অচম ভুত বলেছেন: ভাল লাগল।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১১

ইতল বিতল বলেছেন: ধন্যবাদ। :)

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৫

আটলান্টিক বলেছেন: চমৎকার কবিতা।
++++++++

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১২

ইতল বিতল বলেছেন: আরেবাহ! এতোগুলিন প্লাস !!

ধন্যবাদ।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১২

ইতল বিতল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৬

সুমন কর বলেছেন: ভালো লাগল।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৩

ইতল বিতল বলেছেন: মন্তব্যের জন্যে আপনাকে ধন্যবাদ। :)

৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৮

খায়রুল আহসান বলেছেন: "জং ধরা বিকেলে কবিতারা মৃতপ্রায়" - চমৎকার! আবার এটাও ঠিক, অগ্রহায়নের বিকেলের পড়ন্ত রোদের আলতো ছোঁয়ায় অনেক মায়াবী কবিতার জন্মও হয়।
কবিতায় ভাল লাগা + +
আপনার প্রথম পোস্ট পড়েও একটা মন্তব্য রেখে এসেছি।

০৭ ই মে, ২০১৮ রাত ১০:৪৩

ইতল বিতল বলেছেন: প্রথম পোস্টের মন্তব্যও পেয়েছি।
অসংখ্য ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.