নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা জানালা

আমি খুবই সাধারণ টাইপের মানুষ সহজ সরল জিনিস গুলো ভালো লাগে । অন্যায় কিছু দেখলে সহ্য হয়না ইচ্ছে করে সব ভেঙ্গে গুঁড়িয়ে দিতে । কখনোও হাসি খুশি কখনোও খুব সিরিয়াস ।

শুভঙ্করের ফাঁকি

হাত নেহাতই কাঁচা তবু লিখতে ভালো লাগে

শুভঙ্করের ফাঁকি › বিস্তারিত পোস্টঃ

ওরা অশরীরী

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০০

এখানে ওরা বলতে কিন্তু তেঁনাদের কথা বলা হচ্ছে না, এরা একটু আলাদা প্রকৃতির | তেঁনাদের মতোই এদের ও দেখা যায়না তবে এদের উপস্থিতি ভীষণভাবে টের পাওয়া যায় "ওরা" পাশে এলেই কেমন একটা বোটকা গন্ধ আসে , সারাশরীরে কেমন একটা ঘিনঘিনে অনুভূতি চলে আসে |

ইদানিং যেন এদের আনাগোনা বেশ বেড়ে গেছে , প্রায় সবখানেই এদের টের পাওয়া যায় | সেদিন রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষা করছিলাম , তখনই অনুভব করলাম পেছন থেকে একটা শীর্ণ হাত শার্টে ধরে টানছে সাথে একটি কচি আওয়াজ বলে উঠলো-
" বাবু কিছু দেওনা বেতালা ক্ষুধা লাগসে "
পেছন ফিরে তাকাতেই দেখি কোত্থাও কেউ নেই , তবে কি ভুল শুনলাম ?
কয়েকদিন আগে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম হটাৎ করেই কে যেন বলে উঠলো-
" বাবু পোলাডার শরীর দুইডা টেহা দিবা ? "
মাথা তুলে তাকাতেই দেখি নেই কেউ নেই |
আরেক " ওরা " বলেছিলো ওর নাকি দুটো পা নেই সাহায্য করতে , ধুর ছাই কে বলে চোখেইতো পরে না |
সকালে একটু বেরিয়েছিলাম ,এগোতেই একটা বিশ্রী বিকট গন্ধ নাকে এলো দেখলাম ছোট ছোট সবুজ ডাস্টবিনের ময়লা আবর্জনা গুলো কোন না জানি জাদুবলে বড়ো ডাস্টবিনটায় গিয়ে পড়ছে | রাস্তার মোড়ে দেখলাম ড্রেইন থেকে করা যেন ময়লা গুলো তোলে উপরে রাখছে, কিন্তু করা রাখছে দেখা যাচ্ছে না এটা হয়তো সেই " ওরা " দেরই কাজ |

এধরণের কত " ওরাই " ঘুরে বেড়ায় আমাদের চারপাশে , শতাব্দীর উপেক্ষা ওদের ক্রমে বানিয়ে তুলেছে অদৃশ্য, অশরীরী | অথচ তাদেরও নাকি একটা জীবন(?!) আছে তারাও নাকি আমাদেরই মতো জন্ম নেয় আমাদেরই মতো মারা যায় তাদেরও নাকি অনুভূতি আছে ঠিক আমাদের মতো |
তারাও নাকি আমাদের মতো মানুষ ছিলো |

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.