![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছি!! তোমার নাম মুরগি কেন?? এখনো যে মানুষ হতে পারিনি। এখনো যে মিথ্যা বলি। এখনো আমি লোভি। মানুষ তো এরকম হতে পারে না!!
উৎসর্গঃ মাননীয় অর্থমন্ত্রী, আবুল মাল আব্দুল মুহিত
আমাদের দেশের মানুষ অন্যদের ঠকাতে খুবই পছন্ধ করে। কিছু ছোট খাট ব্যাপার থেকে অনেক বড় বড় ব্যাপারেও। আপনার যদি কোন গাছ না থাকে তাহলে আপনি টাটকা ফলমুল বা মেডিসিন ছাড়া ফলমুল পাবেন না। ফলওয়ালা ফল বিক্রি করে তার বাচ্চাদের জন্য ফরমালিন যুক্ত মাছ কিনে নেয়। আর মাছওয়ালা কেনে ফল। সবাই সবাইকে ঠকানো আরকি।
পানি আল্লাহর অনেক বড় নিয়ামত, সেই পানিতেও উনারা ভেজাল মেশান। তার ছেলে মেয়ে যে ওই পানি খাচ্ছে না তার গ্যারান্টি কি?? বাদ যায় নি ঔষধ, যা দিয়ে মানুষ সুস্থ হবে তাতেই ভেজাল। বাংলাদেশ এ সবই সম্ভব!!
ফেসবুকে আমাদের দেশের পেইজে যেগুলো দেখি, ভুয়া নিউজ আর সোবাহান আল্লাহ্ বলে মানুষের সাইকোলজি নিয়ে খেলা করে। কিছুদিন আগে একটা পেজে দেখলাম একজনের পাসপোর্ট পেয়েছে পেজের admin। সেখানে লিখাছিল, "নুরু মিয়া নামের একজনের পাসপোর্ট পাওয়া গেছে। আপনারা এই status শেয়ার করেন তাহলে হয়তো সে এই পাসপোর্ট পেয়ে যাবে।" আর admin এর নম্বর দেওয়া ছিল।
অনেকেই শেয়ার করেছিল। আমার লিস্ট এর একজন বিখ্যাত অভিনেত্রী আবার ওটা শেয়ার করেছিলেন তাই আমার নজরে ব্যাপারটা আসে। ব্যাপারটা হল, পাসপোর্ট আর ভোটার আইডি এমন একটা জিনিস যা পোষ্ট অফিসে অথবা থানায় জমা দিলে এমনিতেই ওই লোক পেয়ে যাবে। এই ব্যাপারটা পাসপোর্ট আর ভোটার আইডিতে লিখা থাকে। কিন্তু admin এই কাজটা কেন করল। শেয়ার করলে কিছু লাইক পাবে এই আশায়। ওরা আপনার সাইকোলজি নিয়ে খেলতে জানে।
গুজব আর ভুয়া নিউজ এর অভাব নাই আমদের দেশের পেইজ এ, কিছুদিন আগে দেখলাম কোন দেশে জানি মৃত জল পরি পাওয়া গেছে। আমার হাসি পেল। আরে এমন কিছু হলে bbc,cnn, এইগুলোতে কাপাকাপি লেগে যেত। এ ছাড়াও আমাদের দেশের টিভিতেও এই খবর প্রচার করত। কই সেখানে তো পেলাম না।
ইদানীং দেখি আর এক গুজব, মায়রমার এর বোদ্ধরা নাকি হাজার হাজার মুসলিম মেরে ফেলেছে। কিভাবে মেরেছে তার ছবিও পেজ গুলো দিচ্ছে। প্রথম আলো, যুগান্তর, কালের কন্ঠ বা টিভিতে এইসব নিউজ কি পেয়েছেন বা লাশের ছবি?? এর মানে এটা ফেইক। এটা ঠিক মুসলমান আর বোদ্ধদের ভিতর রেষারেষি চলছে। আমি যে সব লাশ দেখেছি ওগুলো সত্যি হলে কি জাতিসংঘ বসে বসে আংগুল চুষতো??
"এই ছবিতে লাইক দিয়ে পাচবার ক্লিক করুন তাহলে দেখবেন ছবিটা নড়ে গেছে।" আসলে ছবি জীবনেও নড়বে না। আমি হাজার হাজার কমেন্ট পড়ে নিজেই লজ্জা পেয়েছি। আরে ভাই এই ছবি নড়িয়ে আপনার লাভই বা কি??
উপরের সব কিছু বাদ,,, যে কথা আমি আসলে বলতে চাচ্ছি।
বিভিন্ন ব্যাংক এর মালিক জালিয়াতি করে, টাকা আত্মসাৎ করে এখন ব্যাংক ঋনের মুখে আছে। আর এর জন্য মাননীয় অর্থ মন্ত্রী বিভিন্ন ভাবে সেই টাকা গুলো সাধারন জনগনের কাছ থেকে উশুল করার উদ্যোগ নিয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তাই ওরা ১০% বেশি ভ্যাট নিবে। এর মানে আমাকে এখন থেকে ১০% বেশি বেতন দিতে হবে। আংকেল থামেন, যারা টাকা মেরে দিয়েছে তাদের বাড়িঘর বিক্রি করে টাকা আদায় করুন। তাদের জন্য আমরা কেন সাফার করব?? এটা কোন ভাবেই মেনে নিতে পারব না। যদি মেনে নিতে বাধ্য করেন তবে আপনি ব্যার্থ মন্ত্রী।
( ভাবছি এ দেশে আর থাকব না। এ দেশের সরকার কেন আমাদের ঠকাবে?? অথচ সব সরকারই আমাদের ঠকাই। দুই দলের সরকাই)
১৫/০৬/২০১৫
১৬ ই জুন, ২০১৫ রাত ১২:৪৪
আমি মুরগি বলেছেন: প্রতিবাদ হবে, অপেক্ষায় আছি!!
২| ১৬ ই জুন, ২০১৫ দুপুর ২:২৩
নীল আকাশ ২০১৪ বলেছেন: কোন প্রতিবাদ হবেনা। যা সরকার বাহাদুরের ইচ্ছে করবে, তাই হবে। পোষালে থাকেন, না পোষালে অন্য কোন দেশে গিয়ে রেমিটেন্স পাঠান - এতে সরকারের লাভ আর বেশি হবে।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৫ রাত ১২:৪১
সচেতনহ্যাপী বলেছেন: আর সেই সব সরকারকে আমি-আপনিই সমর্থন করি বলে তারা এসব করতে সাহস পায়।। প্রতিবাদ কোথায়??