![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছি!! তোমার নাম মুরগি কেন?? এখনো যে মানুষ হতে পারিনি। এখনো যে মিথ্যা বলি। এখনো আমি লোভি। মানুষ তো এরকম হতে পারে না!!
ইদানীং শিশুধর্ষণ প্রচুর পরিমান বেড়ে গেছে এদেশে। শিক্ষক, মাদ্রাসার হুজুর, মামা/চাচা/খালু কিংবা প্রতিবেশী কারও কাছে নিরাপদ নয় তারা। কি করা যেতেপারে তার সবটা আমি জানি না। কিন্তু আমার মাথায় কিছু পয়েন্ট এলো তাই বলছি।
দয়া করে শিশুদের যখন তখন অন্যদের ঘরে (প্রতিবেশী, বা আত্মীয়দের ঘরে) পাঠাবেন না। বিশেষ করে সন্ধ্যার পরে অবস্যই না।
অনেকে শিশুদের দিয়ে ভাত, পিঠা এসব পাঠান প্রতিবেশীর ঘরে। এগুলো নিজে পাঠান অথবা শিশুর সাথে নিজে যান।
আপনার শিশুর সাথে কেউ বেশি আলগা পিরিত দেখালে, তাকে মানা করে দিন।
ওরা কি ধরনের খেলাধুলা করছে একটু খেয়াল রাখুন।
যার তার কোলে শিশুকে বসতে দিবেন না। আপনার মেয়ে শিশুর বয়স যদি এমন হয় যে স্কুলে যাওয়া শুরু করেছে, অবস্যই তাকে কোন পুরুষের কোলে বসতে মানা করবেন।
ভাবি আমি ওকে একটু নিয়ে গেলাম পরে দিয়ে যাব। কিংবা অপরের বাসায় টিভি দেখতে যাওয়া। প্লিজ বন্ধ করে দিন।
ভাল স্কুলে দিন, মেয়ে শিশু হলে আনা নেওয়ার ব্যাবস্থা করলে সবচেয়ে ভাল হয়।
অপরের দেওয়া খাবার ও খেলানা নিতে মানা করে দিন। এটা অনেক মায়েরাই করে থাকেন। আমি নিজে দেখেছি অনেক বাচ্চারাই কোন ভাবেই মায়ের অনুমতি ছাড়া বাচ্চা খাবার যেমন চিপসও নিতে চায় না।
আপনার আশেপাশের অনেক প্রতিবেশী আপনার মেয়েকে মেলায় নিয়ে যেতে চাইলে সোজা মানা করে দিবেন।
আপতত এতটুকু মাথায় এল। শিশুরা ফেরেশতার মত পবিত্র। তাদেরকে পবিত্র থাকতে দিন। তাদের মত মেতে থাকতে দিন। মনে রাখবেন আপনারও একদিন ছোট্ট একটা শিশু হবে।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৬
আমি মুরগি বলেছেন: আমায় প্রধানমন্ত্রী বানান, দেখেন কি শাস্তি দেই।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৬
কামরুননাহার কলি বলেছেন: একটা মেয়ের বেলায় কেনো এটা হবে ভাইয়া এটাই আমার মাথায় আসে না। কেনো এই সমাজ এমন ভাইয়া? কেনো এই সমাজের পশু নামক পুরুষেরা মেয়েদের এমন ক্ষতি করতে চায়? কেনো এর কোন বিচার হয়না ভাইয়া? সত্যিই অবাক এই সমাজ মানুষ।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৪
আমি মুরগি বলেছেন: আসলে আমরা এরকম একটা দেশে জন্মগ্রহণ করেছি কি আর করার। আর বিচার হলেও যার সর্বনাশ হয়ে গেছে, তা তো আর ফিরে আসবে না। তবে হ্যা, সঠিক বিচার হলে কমে আসত। কিন্তু কি আর করার! আমরা যে স্বাধীন! যা ইচ্ছে তাই করব এ দেশে!!
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দোষীদের শাস্তি না হওয়ায় সমাজটা এত খারাপ হয়ে গিয়েছে যে, এখন আর কাউকে বিশ্বাস করা যায় না...