![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছি!! তোমার নাম মুরগি কেন?? এখনো যে মানুষ হতে পারিনি। এখনো যে মিথ্যা বলি। এখনো আমি লোভি। মানুষ তো এরকম হতে পারে না!!
ছেলেটি গাড়ি চালিয়ে যাচ্ছে। এভরিল এর মিউজিক অল্প ভলিয়মে বাজছে, ওওও হোয়াট দ্যা হেল,,,। জাহাঙ্গীরনগর এর সামনে এই গভির রাতে একটা মেয়ে হাত নেড়ে দাঁড়িয়ে আছ।
গাড়ি থামিয়ে ছেলেটি বলল, "কোথায় যাবেন?"
"জী, আমি শ্যামলিতে যাব, আমায় ওভার ব্রিজের নিচে নামিয়ে দিলেই হবে"।
গাড়ি চলছে, ফাঁকা রাস্তা দু একটা হাইওয়ে বাস আর ট্রাক চলছে। ছেলেটা মিউজিক বন্ধ করে দিল। মেয়েটাকে বলল, কি নাম?
"আমি ইরা, আপনার নাম?"
"আমি রনি"
এর পরে অনেক্ষন চুপচাপ। গাড়ি বেশ স্পিডে চলছে। মেয়েটার পরনে কালো ফতুয়া আর জিন্স। আর চোখে মায়াবী কাজল। রনির মনে হল এই মেয়ে কোন ঝামেলা করবে না তো? এর পরেই মনে মনে হেসে নিল। ওর সাথে পিস্তল আছে। এত সহজ ঝামেলা করা!
রনি মেয়েটির দিকে তাকিয়ে বলল: তা কি করা হয়?
ইরা মায়াবী চোখে তাকিয়ে বলল: শপিং
রনি: কি?! শপিং? না মানে এ ছাড়া কি করা হয়?
ইরা: পার্টি!
রনি একটু ভেবে বলল, গুড! এই যে এত শপিং, পার্টি করেন টাকা আসে কিভাবে?
ইরা হেসে বলে, কেউ না কেউ ঠিকই দিয়ে দেয়।
গাড়ি শ্যামলি চলে আসে। মেয়েকে নামিয়ে দিবে এখন। গাড়ি সাইড করার সাথে সাথে গুলির আওয়াজ পায় ওরা।
রনি কোমর থেকে রিভলভার বের করে গাড়ি থেকে নামতে যাবে তখন ইরা বলে আচ্ছা, তুমি কি কর?
রনি: শপিং করি।
ইরা: টাকা কিভাবে আসে?
রনি: সরকারী টাকা, সরকার দেয়। এতেই শপিং, পার্টি আর গাড়ির তেল সব হয়ে যায়।
এটা বলে গুলির উৎসের দিকে যেতে থাকে ইন্সপেক্টর রনি।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১২
আমি মুরগি বলেছেন: কি বললেন বুঝিনি ভাই।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গল্পটা জমতে যেয়েও থমকে গেল!!
উৎস খুজেঁ পাওয়া গেল ?
১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১২
আমি মুরগি বলেছেন: আসলে গল্প আগেই শেষ। শেষের লাইনটা কেবল রনির পরিচর পাঠকের কাছে তুলে ধরার জন্যই লেখা।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
মানিজার বলেছেন: এর পরে কি হইলু?
১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
আমি মুরগি বলেছেন: উপরের কমেন্ট দেখুন।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০
চানাচুর বলেছেন: মিস মুরগি মেয়েটি কি আপনি নিজে?
১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
আমি মুরগি বলেছেন: চানাচুর আমি ছেলে! আপনি যেমন মেয়ে।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
চানাচুর বলেছেন: ছেলে হয়ে মেয়ে নিক নিছেন কেন, জানতে পারি?
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৪
আমি মুরগি বলেছেন: নাহ!
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৬
সাইন বোর্ড বলেছেন: একটা টান অাছে, পাঠককে শেষ পর্যন্ত নিয়ে অাসতে পারে ।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০০
আমি মুরগি বলেছেন: কতদিন পরে প্রশংসা শুনলাম!!
৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৪
লেখা চোর বলেছেন: ইরা তো কাজের মাইয়া আছিলো। এখন কি নায়িকা হইয়া গেলো? এরকম প্যাচগোচ লেখা কপি করলেতো আমার নিজের জনপ্রিয়তাই হুমকির মুখে পড়বো...
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০০
আমি মুরগি বলেছেন: ইরা এর পরের লেখায় অন্যকিছু হয়ে যেতে পারে। আমার মত মানুষের ছাইপাঁশ কেউ কপি করে নাকি? লজ্জা পেলুম!
৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৭
নূর-ই-হাফসা বলেছেন: অসমাপ্ত গল্প । এটার কি আরো পর্ব আছে ?
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১
আমি মুরগি বলেছেন: আসলে সমাপ্ত। শেষের লাইনটা লেখা যেন রনির পরিচয় পাওয়া যায়। না এর অন্য পর্ব নেই।
৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১০
কুঁড়ের_বাদশা বলেছেন: মুরগি আফা ভালা আছুন ক্যান?
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৩
আমি মুরগি বলেছেন: আপনি এত কুড়ে এত কুড়ে যে ভাই লেখতে আপনার কষ্ট হয়!! এত কুড়ে হলে তো চলবে না ভাই!
১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৮
কুঁড়ের_বাদশা বলেছেন: কি আর করমু ; কুঁড়েমি করার লাইগ্গা, আমার বউ চলিয়া গিয়াছে।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৫
আমি মুরগি বলেছেন: হাহাহাহাহা!!
১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৩
শ্রোডিঙ্গার বলেছেন: হা: হা: হা: আপনার নিকটা খুব মজার।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৯
আমি মুরগি বলেছেন: ধব্যবাদ। আর আপনার টা উচ্চারন করতে জান বের হয়ে যায়!! এত্ত কঠিন কেন?
১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নট বেড। আরো টুইস্ট দেয়া যেত...
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩০
আমি মুরগি বলেছেন: আপনার মত বড় লেখকের কাছে নট বেড পাওয়া অনেক কিছু। এর পরে চেষ্টা করব।
১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০২
সোহানী বলেছেন: হুট করেই শেষ করে দিলেন। অনেকভাবেই গল্পটিকে বাড়ানো যেত.......... যাহোক তারপরও নতুনত্ব যে মেয়েটি ভালো পুলিশের হাতে পড়েছে বদ পুলিশ বা ড্রাইভারের হাতে না। যা অন্তত আমাদের দেশে অসম্ভব।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯
আমি মুরগি বলেছেন: তা ঠিক বলেছেন তবে একেবারেই অসম্ভব নয়। ১৬ কোটির দেশে ১ লক্ষ ভাল মানুষ তো থাকার কথা!
মাঝে মাঝে দেখেছি বড় লেখা মানুষ কেন জানি পড়ে না। তাই একটু ছোট করে লেখলুম।
১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০
শ্রোডিঙ্গার বলেছেন:
হা: হা: হা: এটা কঠিন না । আরো কঠিন নিক আমি পয়েছি ।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮
মানিজার বলেছেন: এর হর কি হলু ?