![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাঙ্গালী নই ভ্রান্ত
আমি সেইদিন হব শান্ত
যবে ঘৃণ্যখুনীরা মাথা নত করে
ঝুলবে ফাঁসিতে জ্যান্ত।।
আমি টগবগে নই ক্লান্ত
আমি হব না হব না শান্ত
যতদিন না পিশাচগুলো’র
জানগুলা হবে ক্ষান্ত ।।
মুখ বুঁজেছিনু শতশত দিন
মনেপ্রাণে (হয়ে) অ-শান্ত
বুড়োখোকাদের মনগড়া সব
ইতিহাসে উদ্ভ্রান্ত।।
সত্যের কল বাতাসে নড়ে
শেখাতে হয় না বলে
আজ দেখ ঐ সত্যের জয়
জনমানুষের ঢলে।
সফেদ দাঁড়িতে রঙ মাখিয়ে
ঐ পিশাচ দেখায় ঈমাণ
তবে জেনে রাখ বোকা নই -
মোরা ‘বাঙ্গালী’ ‘শান্ত’ ‘ধীমান’।
স্পষ্ট মোরা – ধর্মেই আছে
“হুব্বুল ওয়াতান মীনা’ল ঈমান”
লেবাছে ধর্ম অন্তরে তোরা
সাক্ষাৎ শয়তান।
বিকৃত সব ইতিহাস গিলে
শৈশব হয়েছে পার
অতসব করে লাভ হয়নি
চিনি মোরা রাজাকার।।
পারবেনা কেউ থামাতে আজকে
জনতার চিৎকার
ফাঁসির কাষ্ঠে ঝুলাও ঝুলাও
আর নয় হাহাকার
এক প্রজন্ম পারেনি পারবে
পরেরটা এইবার
নিঃশেষ হোক ঝুলুক ফাঁসিতে
নরপশু রাজাকার ।।
আমি বাঙ্গালী নই ভ্রান্ত
আমি সেইদিন হব শান্ত
যবে ঘৃণ্যখুনীরা মাথা নত করে
ঝুলবে ফাঁসিতে জ্যান্ত।।
—- দিপু, ফেব্রুয়ারী ০৯, ২০১৩, টরণ্টো, কানাডা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪
আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: আসলেই
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৬
মুন্তাসীর আর রাহী বলেছেন: অসাধারন কবিতা...