![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিয়ানমারে মুসলিমবিরোধী দাঙ্গা চলছে। গত রাতে নতুন করে পুড়িয়ে দেয়া হয়েছে আরো অন্তত ৪৩টি মসজিদ ও বাড়ি। দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন।
মসজিদ ও বাড়ি পুড়িয়ে দেয়ার তথ্য জানিয়ে ইয়ামেথিন শহরের একজন স্থানীয় কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, পুড়ে যাওয়া বেশির ভাগ বাড়িই মুসলমাদের।
এদিকে, মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, দাঙ্গাকবলিত মেইকটিলা শহর থেকে ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মিয়ানমারের মুসলিমবিরোধী দাঙ্গাকবলিত মেইকটিলা শহরে জরুরি অবস্থা জারি করা হয়। রাজধানী নেপিডো থেকে ১৩০ কিলোমিটার উত্তরের ওই শহরে কয়েক দিনের দাঙ্গায় এ পর্যন্ত অন্তত ৫০ জন নিহত হয়েছে। এ ছাড়া, সেখানে দুটি মসজিদ, দুটি মাদ্রাসা এবং মুসলমানদের কয়েক শ ঘরবাড়ি ও দোকানপাট ধ্বংস করা হয়েছে।
উগ্র বৌদ্ধদের হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের প্রধান ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান হেমারাতুল ইসলাম মাদ্রাসা। ওই মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি ওয়াজিদসহ চারজন শীর্ষস্থানীয় আলেম নিহত হয়েছেন। এ ছাড়া, মাদ্রাসার ২৮ জন ছাত্রও নিহত হয়েছে।
সূত্র: রেডিও তেহরান।
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: নিজে যা সবাইরে কওন লাগব না।
তোর মত মানুষের লাইগা দেশের আজ এ অবস্থা (
২| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বাংলাদেশে হিন্দুবাড়ি পোড়ানো নিয়ে কোন পোস্ট দিয়েছিলেন? লিংক দিন।
৩| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
হেডস্যার বলেছেন:
এখনো বৈয়া রইছেন ক্যান??
মায়ানমার গিয়া জিহাদ করেন গা।
৪| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
সবুজ ভীমরুল বলেছেন: @দিকভ্রান্ত*পথিক: তুমি এইখানে কি কর চান্দু?? যাও যাও বস্তিতে গিয়া গালি প্র্যাকটিস কর!! তোমার মখে দেশের কথা মানায় না!!
৫| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
হতাশ মিজান বলেছেন: এখানে এক মুসলমান আর এক মুসলমানকে মারতেছে। সুতারাং এখানে আরো খারাপ।
৬| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
বিডিফয়ছল বলেছেন: আজব কারখানা
৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৪
রিফাত হোসেন বলেছেন: এডিট
৮| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৪
কাফের বলেছেন: এইটা মায়ানমারের ব্যাপার
মানবিক দৃষ্টিকোন থেকে এই ঘটনার নিন্দা জানানো যায়
এইখানে মুসলমান মুসলমান বইলা সাম্প্রদায়িকতা ছড়াচ্ছিস কেন ছাগলের বাচ্চা
আগে নিজের দেশের হিন্দু, বুদ্ধদের বাড়ি ঘর পোড়ানো বন্ধ কর
৯| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫১
মাজহারুল হুসাইন বলেছেন: উপরে কিছু ভারতীয় দাদা এসেছিলেন । লেখক এদের ইগনোর করুন ।
সকল মুসলমান ভাই । আর মুসলিম উম্মাহ একটি দেহের ন্যায় । দেহের কোন অংশের উপর আঘাত সমগ্র দেহকেই আক্রান্ত করে ।
বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আছে । দেশের সকল জনগণের দেখভাল ও নিরাপত্তার দায়িত্ব তাদের । আমারা জনগণ তাদের কাজের ব্যর্থ্যতার জবাব নেব । অন্য দেশের লোকদের তা চিন্তা করতে হবে না ।
১০| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৪
মূর্ধন্য বলেছেন: Bhai aage nijer uthan poriskar koren, tarpor Myanmar niya matha ghaman. Hindu-Muslim Bhai Bhai, aaj apnar Brattittobudh kuthai??!
Sojjo hochche na, ekhon ki korar khayes?
১১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৮
মূর্ধন্য বলেছেন: Majharul Bhai, apnei sudhu manus, apnar'i sudhu deho ache, oder nei?
To amra opekkha kori r mukh bujhe, chukh jure jalao purao kori, ja korbe sorkar, naki?
১২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪১
মূর্ধন্য বলেছেন: Jekono dhormer nam'e ottacharkarider mukhe THU THU THU... Toder jonno Jahannam r Norokeo jayga hobe na...
১৩| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৮
সবখানে সবাই আছে বলেছেন: ৪৩টা বাড়ি পুড়ানোর জন্য এত দরদ । ৩১৯ টা মন্দির ভাঙ্গা হয়েছে বাংলাদেশে। সেইটা নিয়ে কিছু বলেননা কেন? পড়েনতো আইইউটি নামক গাজীপুরের মাদ্রাসাতে। সেইখানে এইসব বালসাল লজিক শেখায় নাকি। এইসব মাদ্রসা ইউনি গুলো দিন দিন জঙ্গীবাদ ছড়াচ্ছে।
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৮
আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: মিয়া কে মন্দির ভাংসে সেটা সবাই জানে!! ৬০% জামাত আর ৪০%আওমীলীগ সবাই জানে। এই জন্য রাজনীতি ঘৃনা করি।
আর কই হিসাব পাইছেন ৩১৯ টা মন্দির ভাংছে, লিঙ্কটা দিয়েন .।
আর আইইউটি সম্প্ররকে এরকম বাজে মন্তব্য করবেন না। এটা একটা আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং ভার্সিটি। সবাইকে রেস্পেক্ট করতে শিখুন।
আপনার মত বালসালের জন্য আমার দেশের এই অবস্থা।। না জেনে শুনে যা ইচ্চা বলে বেড়ান।।
১৪| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৮
বাংলাদেশি বাংগালী। বলেছেন: ৩১৯ টা মন্দির ভাঙ্গা
কে ভাংছে?
আপনি?
১৫| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৫
সবখানে সবাই আছে বলেছেন: এই যা মাদ্রাসার ছাগল,
নিচের লিঙ্কে ক্লিক কর-
Click This Link
কৈলাম না পড়স আইইউটিতে, আর কত ভাল হবি????
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩১
আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: লিঙ্ক দিসোস তাও আবার প্রথুম আলু, অইটা তো ইন্দিয়ার দালাল। অইটার নামে কি কমু। তোর মত ছাগু-পাগু গুলো তো অদের হলুদ সাংবাদিকতায় বিশ্বাস করস!!
আমার দেশ আছে জামাতরে নিয়া আর প্রথম আলু আছে নাস্তিক আর ইন্দিয়া লয়্যা।।
তোর থেকে হাজার গুনে ভালা আছি। মানুষরে রেসপেক্ট করতে জানি তুই তো কিছুই জানোস না খালি চিল্লাস।।
১৬| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৬
সবখানে সবাই আছে বলেছেন: ৪০ পার্সেন্ট লীগ ভাঙ্গসে এইটা কৈ পাইসস, লিঙ্ক দিয়ে যা। আমারটার লিঙ্ক আমি দিয়ে গেলাম।
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৭
আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: আমার পাশের এলাকায় এক আওয়ামীলীগ নেতা রাতের আধারে মন্দিরে আগুন দিতে গিয়া পুরোহিতের কাছে ধরা খাইছে।। আর কোন লাগে না।।
শোন তুই মনে কর কইলি তুই একজন রে খুন করবি, সে যদই পরএ এমনি অন্য কোন কারনে মরে তয় পুলিশ কারে ধরবো, তোরেই কিন্তু ধরবো।। এইটুকু না বুঝলে তোর মাথায় কিচ্ছু নাই
১৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৩
মাহিরাহি বলেছেন: আল্লাহ মুসলমানদের সহায় হোন।
১৮| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৩
আলতামাশ বলেছেন: সবখানে সবাই আছে@ মাদ্রাসার ছাগল মানে?
মাদ্রাসা সম্পর্কে আপনার জ্ঞান শুণ্যের কোঠায়। মাদ্রাসায় শিক্ষা দেওয়া কোরআন-হাদিস, এটাকে অপমান করা মানে ইসলামকে অপমান করা। কমেন্টের স্ক্রিণশট নিয়া রাখলাম, পরে আলাপ হইব।
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৭
আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: ঠিক কইছেন। এগুলা যে কোন হান থেকে আহে
১৯| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:০৬
আফজালনবীনগর বলেছেন: এখানে দেখি ভারতের দালাল, হিন্দুদের দালাল গজাইয়া গেছে । ভারত বর্ডারে যে মারতেছে , আসামে, গুজরাট মারছে তখন্ এদের আওয়ায শুনা যায়না।
এ দেশে হিন্দুরা রাজার হালতে চলছে । এমন কি এদেশে থেকে ইসলাম ধর্ম এর বিপক্ষে কথা বলার সাহস করছে ।অথচ ভারতে হইলে পুড়াইয়া দিত ।
২০| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:১৪
সিস্টেম বলেছেন: এইখানে দেখি পুরাই খোঁয়াড়
২১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:১৪
লিন্কিন পার্ক বলেছেন:
তো আমাদের কি ???
২২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:১৮
সিস্টেম বলেছেন: বোকাচোদা! তুই কুন দেশে থাকস? বাংলাদেশ না মায়ানমার? সোগার বাংলায় ল্যাদাইতে না পাইরা দলে দলে সব সামুতে ঢুকসে
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:২৬
আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: কি রে কয় টাকা খাইছোস গালি দেয়ার জন্য,
তোর মত বেজন্মাদের গালিতে কারো কিছু আসে যায় না .।
তুই আবার বাংলাকে চেঞ্জ কইরা সোগার বাংলা করবি নাকি!!!
২৩| ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৮
সবখানে সবাই আছে বলেছেন: ওরে ছাগল, তোর পাশে কোন লীগ নেতা এরকম করসে সেইটা তুই পুলিশরে না জানায় এইখানে ছাগল পোস্ট দিসস কেন? আমিও কৈলাম আমার পাশে তুই রাতে মন্দিরে আগুন দিসিলি সেইটা আমারে কৈয়া গেসস। কোন প্রমান নাই কিছু নাই, আর ফাপর মারতাসস। যাই হোক থাকস লাল দালানে মেয়ে মানুষ ছাড়া। অসুস্থ পরিবেশে আর কি কি যা মাথায় ঘুরবে তোর সেইটা নাইবা বলি। শাহীনের দোকানে বসে সিঙ্গাড়া খা আর মাথা ঠিক কর। পারলে ফুটবল মাঠার পাশে লেকের পানিতে একটু মাথা চুবায় নে। নর্থ হল, সাউথ হল করতে করতে তোর মাথা ঠিক নাই। যেই ইউনির টিচার পিএইচডী স্টুডেন্ট অস্ট্রেলিয়া তে এসে পিজার দোকানে চিৎকার করে রাস্তায় পিজা বেচে সেই ইউনির কোয়ালিটি আর নাই বা বলি। আইইউটি কি জিনিশ সেইটা আমার কাছ থাইক্কা জাইন্না নিস। টিচারের নাম ধাম আর কৈলাম না , কৈলে লজ্জায় মাথা লুকাবি।
২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৮
আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: 'যেই ইউনির টিচার পিএইচডী স্টুডেন্ট অস্ট্রেলিয়া তে এসে পিজার দোকানে চিৎকার করে রাস্তায় পিজা বেচে সেই ইউনির কোয়ালিটি আর নাই বা বলি'
তুই যে কত বড় আবাল, এই একটা কথায় যথেষ্ট।। তোর মত কোন আবালের কোন প্রশ্নের উত্তর দেয়ার প্রয়োজন দেহি না
২৪| ২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সবাইরে ইন্ডিয়ার দালাল ট্যাগ দিলো যেই মাদ্রাসার দুই লম্বর প্রোডাক্ট (অনেকে ছাগলের বাচ্চা বলে থাকে), তারে কই, তুই কি তাইলে পাকিস্তানি দালাল?
এইসব মায়া কান্না বাদ দিয়া দেশ ছাইড়া পাকিস্তান যা, ওইখানে থেকে আফগান নামক "মুসলিম" উম্মাহকে হেলপ করতে কাফেলা যায়, যোগ দে গিয়া। একাত্তুরের রাজাকারদের আধুনিক রুপটা দেখতে পাচ্ছি। যাদের বাংলাদেশ নিয়া মাথাব্যাথা নাই জ্বলে ইরাক আর ফিলিস্তিন নিয়া।
২৫| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪২
রিফাত হোসেন বলেছেন: প্রথমে ভুয়া মনে হলেও , ডয়েচের খবর পড়ে নিশ্চিত হলাম, খারাপ খবর
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
সিস্টেম বলেছেন: বোকাচোদা ! বোকাচোদা !
আগে নিজের দেশের হিন্দুগো মন্দির ঘরবাড়ি পোড়ানো বন্ধ কর। তারপর মিয়ান্মার নিয়া চিন্তা কইরেন ভাইলোগ।
বোকাচোদা !