| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাহাঙ্গীর আলম আকাশ
Jahangir Alam Akash Editor "Euro Bangla" http://www.eurobangla.org/ [email protected] http://penakash.wordpress.com/ http://youtube.com/user/jaakashbd
নাস্তিক অর্থ যদি ইশ্বর, খোদা, ভগবান, গড, আল্লাহতে অবিশ্বাস বোঝায় তাহলে বলবো আসলে নাস্তিক কেউ নন। কারণ যারা নিজেকে নাস্তিক বলে দাবি করেছেন তারা কিন্তু আবার অন্য নামে কিছু একটাকে স্বীকার করেছেন।
যেমন ন্যাচার, প্রকৃতি, সুপার পাওয়ার ইতাদিকে স্বীকার করে পরোক্ষভাবে ক্রিয়েটর হিসেবে কাউকে না কাউকে স্বীকার করা হয়েছে। সুতরাং নাস্তিক আসলে কে?
আমি শুধু যুক্তিতর্ক উপস্থাপন করলাম মাত্র।
২|
১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:২৬
আমার জন্য লেখা বলেছেন: কিছু আবাল
৩|
১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৪
লুকার বলেছেন:
হ। আকাশে অনেক জ্ঞান ঘুরাফিরা করতাছে।
৪|
১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৪০
ফারুক আহসান বলেছেন: ঈশ্বর , খোদা , ভগবান, গড , আল্লাহ এইগুলা দিয়া আপনি কি বুঝাইতে চান সেটা আগে বলেন । আমি এরকম কিছুর সাথে পরিচিত না ।
৫|
১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৫
ফারুক আহসান বলেছেন: সব নাস্তিক কিন্তু আপনার উপরোক্ত সংজ্ঞায় পড়ে না । সেটা যদি ঠিক না করে দেন,তাহলে আপনার যুক্তি স্ট্র ম্যান ফ্যালাসি তে পড়ে
Click This Link
৬|
১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১১
কালিদাস পন্ডিত বলেছেন: দাবী করিবার বিষয় নহে ইহা বরং বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব।
৭|
১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৮
শেরিফ আল সায়ার বলেছেন: নাস্তিক-আস্তিকতায় পার্থক্য হলো এরা দুটি ভিন্ন বিশ্বাসে বিশ্বাসী। আর কিছুই না। আর, আস্তিক- নাস্তিক ব্যাপারটা এতো বেপরোয়া যে এরা সব সময় নিজেদের যুক্তিকেই শ্রেষ্ঠ ভাবে। সমস্যাটা এখানেই। কিন্তু দুটো বিশ্বাসীদেরই উচিত, উভয়েরই যুক্তি শোনা।
৮|
১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৩
রুহুল্লাহ বলেছেন: ব্যাপারটা বেশী সরলীকরণ হয়েছে। যারা আস্তিক তারা একজন বা বহুজন স্রষ্টায় বিশ্বাস করেন। আর যারা নাস্তিক তারা এরকম ফিক্সড কোন কিছু আছেন বলে ভাবেন না। তারা কোন ঘটনার যুক্তি যুক্ত ব্যাখ্যা খুঁজেন। আস্তিক অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারেন। নাস্তিক কিন্তু ওরকম নিশ্চিন্ত নন, তার কাছে ঘটনার ব্যাখ্যা একেক দিন একেক রকম হতে পারে যা ক্রমশ পলিশড হতে থাকে। আস্তিক তার কাজের দায় স্রষ্টার ঘারে চাপিয়ে দিতে পারেন কিন্তু নাস্তিক তার কাজের জন্য নিজের কাছেই দায়ী, তার ভেন্টিলেট করার কোন জায়গা নাই। আরও অনেক পার্থক্য এবং ব্যাখ্যা আছে। জ্ঞানী ব্যক্তিরা দিতে থাকুন।
৯|
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪৯
প্রশ্নোত্তর বলেছেন: ধুর! মাইনাস।
১০|
১৮ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:১৭
শয়তান বলেছেন: লুকার বলেছেন:
হ। আকাশে অনেক জ্ঞান ঘুরাফিরা করতাছে।
১১|
১৮ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:১৮
আরিফুর রহমান বলেছেন: এইটা কিরাম লজিক হৈলো গো?
যে বিশ্বাস করে না সে তো 'বিশ্বাসই' করে না। কোন কিছুতেই না!
তাইলে সে 'অন্য কোন কিছু' একটায় বিশ্বাস করিবার কথাটা আসিলো কুন গাছের থাকি?
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:১৮
পলাশমিঞা বলেছেন: নাস্তিক অর্থ যদি ইশ্বর, খোদা, ভগবান, গড, আল্লাহতে অবিশ্বাস বোঝায় তাহলে বলবো আসলে নাস্তিক কেউ নন।
এক মত।