নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মানুষ

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই

জাতি_ধর্ম_বর্ণ

জাতের নামে বজ্জাতি সব, মানি না, মানবো না

জাতি_ধর্ম_বর্ণ › বিস্তারিত পোস্টঃ

শিশু হত্যাকারী এরা কোন ধর্মের? উত্তর শুধু এই মহার ব্লগাররা দিবে!

০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯

নিষ্পাপ শিশু হত্যাকারী এরা কোন ধর্মের? উত্তর শুধু নিচের এই মহার ব্লগাররা দিবে!

কামরুল ইসলাম।

মো. শরীফ ও মিন্টু খান।

ময়না মিয়া, জাকির হোসেন ও তাজউদ্দিন।
........................
এবার উত্তর করুন হে মহান ব্লগারবৃন্দ...........................
০১. চলন বিল
০২. আলী আকবর লিটন
০৩. তপ্ত সীসা
০৪. হিনদোল শাহ
০৪. কথার_খই
০৬. আমি মিন্টু
০৭. তিথী ডোর
০৮. নৈশ শিকারী
০৯. ফাহাদ মুরতাযা
১০. সাদিকনাফ
১১. আমার ভাবনা
১২. সুফী বরষণ
১৩. ক্ষতিগ্রস্থ
১৪. দূর্বার শাওন
১৫. সীমান্তের ঈগল পাখি ( পরাজিত বীর )
১৬. আমি আবুলের বাপ।
১৭. জাতির গ্রান্ডপা
১৮. বিচার মানি তাল গাছ আমার।


ঠিক মতো উত্তর করলে তোমরা অমর হয়ে রইবে।

মন্তব্য ৩৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

অগ্নি সারথি বলেছেন: ভাগ্যিস মহান ব্লগার নই। বাইচ্যা গেসি।

২| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১১

নিমগ্ন বলেছেন: যদিও মহান বলেছেন তারপরও আপনার কুউদ্দেশ্যটা সুস্পষ্ট। নির্দিষ্ট ধর্মকেই আপনি টার্গেট করেছেন। এটা মানসিক সুস্থতার লক্ষণ না।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: অগ্নি সারথি বলেছেন- ভাগ্যিস মহান ব্লগার নই। বাইচ্যা গেসি।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৯

প্রফেসর সাহেব বলেছেন: অপরাধীর কোনো ধর্ম নাই।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

যোগী বলেছেন:
অপরাধী নিরঅপরাধী সবারই ধর্ম আছে। অপরাধীদের শাস্তির বিধানও ধর্মে আছে।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি সবসময় ফ্যাসাদ লাগানোর ধান্ধায় আছেন।

৭| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

তাল পাখা বলেছেন: একটু অনধিকার চর্চা করছি।

শিশু হত্যাকারী এই সব খুনিগুলো হত্যার সময়ে কোন ধর্মের দোহাই দেয়নি। সুতরাং অসত উদ্দেশ্য নিয়েএই প্রশ্ন এখানে করা অবাঞ্চনীয়।

৮| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমিও ডরে ডরে আছিলাম :P

যোগী বলেছেন:
অপরাধী নিরঅপরাধী সবারই ধর্ম আছে। অপরাধীদের শাস্তির বিধানও ধর্মে আছে।
+++
মোক্ষম বলেছেন,এটিই সার কথা।

৯| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

চলন বিল বলেছেন: জাতি ধর্ম বর্ণ,
আমায় এত ভালোবাসো কেন? গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হইছে ২ মাস আগে, সেও ত আমাকে এত ভালাবাসা দেয় নি।

১০| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০১

চলন বিল বলেছেন: দেখ তো সোনা ময়না টিয়া আমার, এরা কোন ধর্মের অনুসারি?

১)তিরিশ বছরেরও বেশি সময় ধরে শিশুদের ওপরে যৌননির্যাতন চালিয়ে অবশেষে ধরা পড়েছে এক ক্যাথলিক ধর্মযাজক।
http://www.independent.ie/irish-news/courts/justice-finally-catches-up-with-disgraced-paedophile-priest-81-26756598.html

২) ক্যাথলিক পাদ্রীদের যৌননির্যাতনের শিকার হয়ে অস্ট্রেলিয়ার এক ক্যাথলিক স্কুলে ঊনিশ বছরে আত্মহত্যা করেছে ছাব্বিশ জন। এই ভয়াবহ খবরের চেয়ে ভয়াবহতর খবর হচ্ছে চার্চের ঔদাসীন্য ও নির্লিপ্ততা। এই বিষয়ে তদন্ত শুরু হলে চার্চের বিশপ বলেছে, "আমার মনে হয় না, তারা নতুন কোনওকিছু জানতে পারবে... (এই ঘটনাগুলো থেকে) আমরা শিখেছি কোনটি সদাচরণ, আর কোনটি অসদারচরণ।"
www.heraldsun.com.au/news/more-news/church-sex-abuse-inquiry-not-needed/story-fn7x8me2-1226106928687

১১| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

চলন বিল বলেছেন: ক্যাথলিক চার্চে শিশুকামচর্চা শুরু হয় ৬০ সাল থেকে। না, ১৯৬০ নয়, ০০৬০ সাল থেকে।
"ষোলো বছরের বালকে আমার চলবে না। আমার চাই কম বয়সী। চোদ্দ বছরের। অভাবগ্রস্ত বালকদের খুঁজে বের করো, যাদের পারিবারিক সমস্যা আছে।" - কোনও বালকের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপনের ব্যবস্থা করে দেয়ার জন্য মোবাইল ফোনে মরক্কীয় ড্রাগ ডিলারকে এই কথাগুলো বলেছিল... কে?

শিশুকামী ক্যাথলিক ধর্মযাজকদের অগণ্য স্ক্যান্ডালে জর্জরিত ভ্যাটিকান প্রবল অনিচ্ছা সত্ত্বেও লোক দেখানোর জন্য হলেও কিছু উদ্যোগ নিয়েছিল। সংস্কার সাধনের ভান করার লক্ষ্যে গঠন করা হয়েছিল কিছু কমিটি। শিশুকামী ধর্মযাজক সম্পর্কীয় কমিটিতে খোদ পোপের উপদেষ্টা ছিলো ভ্যাটিকানের অত্যন্ত প্রভাবশালী কার্ডিনাল রিকার্দো সেপ্পিয়া। ওপরের কথাগুলো তারই বলা।

বোস্টনে সরকারপক্ষের এক উকিল সম্প্রতি প্রকাশ করেছেন ১১৭ ধর্মযাজকের তালিকা, যারা ৭৫০ জনেরও বেশি শিশুর ওপরে যৌননিপীড়ন চালিয়েছে।
http://in.reuters.com/article/2011/01/19/idINIndia-54268220110119

"আমার ধার্মিক জীবনে আমার যৌনতার শিকার হয়েছে ৫০ থেকে ১০০ জন শিশু। এই সংখ্যা দ্বিগুণ বা তার চেয়েও বেশি হতে পারে।" - এক ধর্মযাজকের স্বীকারোক্তি।
http://www.mirror.co.uk/news/world-news/brendan-smyth-paedophile-priest-told-5932125

১২| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

চলন বিল বলেছেন: মার্কিন নারীদের হাতে ধর্ষিত হচ্ছে ৪৩% কিশোর!
যৌন হয়রানির শিকার পুরুষদের ওপর এক সমীক্ষা চালোনো হয় যুক্তরাষ্ট্রে, যেখান থেকে উঠে তাদের ওপর যৌন হয়রানির বিচিত্র সব তথ্য। সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অনেক নারী সে দেশের ১৩ থেকে ১৯ বছর বয়েসী কিশোরদের, তাদের সঙ্গে যৌন মিলনে বাধ্য করে থাকেন।

মিসৌরি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ২৮৪ মার্কিন কিশোরের মধ্যে এ সমীক্ষা চালানো হয়।

কিশোর ও কলেজ পড়ুয়া সদ্য কৈশোরোত্তীর্ণ তরুণদের একটি বড় অংশ সমীক্ষক দলের কাছে যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা জানায়। তাদের ভাষ্য বিশ্লেষণ করে জানা যায়, শতকরা ৪৩ জন বালক এ ধরনের যৌন হয়রানির শিকার।

এদের মধ্যে শতকরা ১৮ জনকে সঙ্গমে বাধ্য করা হয়েছে, শতকরা ৩১ জন বালককে নির্যাতন করা হয়েছে, শতকরা ২৬ জনকে পরিবেশ সৃষ্টি করে বাধ্য করা হয়েছে।

আরও জানা যায়, শতকরা ৯৫ জন নারী বালকদের ওপর চড়াও হয়েছেন রীতিমতো আগ্রাসী ভূমিকায়। অবশিষ্ট শতকরা ৫ জন শারীরিকভাবে কষ্ট দেননি।

মার্কিন কিশোরদের কাছ থেকেই এ অভিযোগ বেশি পাওয়া যায়। এশীয় বংশোদ্ভূত মার্কিন বালকদের ক্ষেত্রে এমন ঘটনা তেমন একটা ঘটে না।

এ ব্যাপারে মিসৌরি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ব্রায়ানা এইচ ফ্রেঞ্চ বলেন, ‘পুরুষদের যৌন হয়রানির ঘটনাগুলো খুব বেশি আলোচনায় আসে না। কিন্তু এ ধরনের আচরণ শিশু নির্যাতনের পর্যায়ে পড়ে এবং এর প্রতিরোধের জন্যে অবশ্যই আলোচনায় নিয়ে আসা জরুরি।’
যুক্তরাজ্যে প্রতি বছর ৭২ হাজার পুরুষ ধর্ষণের শিকার হয়ে থাকে। যার অর্থ হল, দেশটিতে শতকরা ১২ ভাগ বা প্রতি দশজনের মধ্যে একজন বা তারও বেশি পুরুষ নিপীড়নের হচ্ছে। এবার পুরুষ নির্যাতন ঠেকাতে বিভিন্ন কর্মসূচি নিচ্ছে ব্রিটিশ সরকার। গত ইয়াওমুল আরবিয়া (বুধবার) প্রকাশিত এক সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
ওই পরিসংখ্যানে উল্লেখ করা হয়, গত বছর ব্রিটেনের ২১৬৪ জন পুরুষ ধর্ষণ ও নানা রকম নির্যাতনের শিকার হয়েছিলো। এদের মধ্যে ১৩ বছরের শিশু থেকে শুরু করে বেশি বয়সীরাও রয়েছে।
পুরুষদের বিরুদ্ধে নির্যাতন ঠেকাতে ব্রিটিশ সরকার আগামী অর্থ বছরে পাঁচ লাখ ইউরো বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। এসব অর্থ সোস্যাল কাউন্সিলিং, পরামর্শ এবং নিপীড়িত পুরুষদের সহায়তায় ব্যয় করা হবে বলে জানা গেছে। এক ঘোষণায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, নিপীড়নের শিকার পুরুষেরা এখন থেকে সহায়তা পাবে। মন্ত্রী ডেমিয়েন গ্রিন বলেছে, ‘আমরা অবশ্যই সকল নির্যাতিত পুরুষকে সহায়তা করবো,বিশেষ করে যারা ধর্ষণের শিকার হয়েছে।
সে আরো বলেছে, ‘সামাজিক নিষেধাজ্ঞার কারণে পুরুষেরা নির্যাতনের বিষয়টি প্রকাশ করতে চান না। তারা যাতে এই নিরবতা কাটিয়ে ওঠতে পারে এ ব্যাপারেও আমি তাদেরকে সাহায্য করবো।’

১৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০

আমি আবুলের বাপ বলেছেন: আমার উত্তর দেয়ার আগেই অনেকেই খুব যৌক্তিক উত্তর দিয়ে দিয়েছেন। সুতরাং নতুন কোনো উত্তর না দিলেও চলবে।
তবে মাত্র অল্প কয়েকদিন সামুতে লিখেই মহান ব্লগার লিষ্টে আমার নাম আসায় অত্যন্ত সন্মানিত বোধ করছি। :) তাই এই খুশিতে সামুর মডুদের নিকট আমার বিনীত আবেদন এই পোষ্টটিকে ষ্টিকি করা হোক এবং ২০১৫ সালের সেরা লেখা হিসাবে নির্বাচিত করা হোক। । :P যাতে সবাই বুঝতে ও দেখতে পারে কিরকম আবালরা সামুতে ব্লগিং করে।

১৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

নতুন বলেছেন: দুস্ট মানুষ অপরাধ করে ধমের` আশ্রয় খোজে...তাইবলে ধমের দোষ হয়ে যায়না।

একজন মুসলিম নামের মানুষ খুন করেছে বলে তাকে কি আপনি টুপি পড়া থেকে বিরত রাখতে পারবেন? রাসুল সা: কি কখনো বলেছেন এমন কথা?

ধম` কি বলেছে কখনো শিশু হত্যা করতে? খৃস্টান/হিন্দু/বৌদ্ধ/ইসলামে কোথায় কি দেখেছেন যে বলেছে শিশু হত্যা ভাল?? কোথায় নেই। দুস্ট মানুষ নিজের অপরাধ থেকে লুকাতে ধ`মের সাথে থাকে যাতে মানুষ তাকে ভাল মানুষ মনে করে।

এরা ভেড়ার ছাল গায়ে দেওয়া নেকড়ে... << তাই ধমের নামে যারা দূস্টকাজ করে তাতে ধম`কে দোষ দেওয়ার কিছু নাই।

১৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবচেয়ে বেশী মেয়ে ভ্রুণ হত্যাকারীরা কোন দেশের আর কোন ধর্মের? খামাখা ....

১৬| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

আমি মিন্টু বলেছেন: লন আমি খুশি হইয়া আপনার উপরে বকশিশ হিসেবে একখানা লাইকু দিলাম । তাছড়াও
এই খুশিতে সামুর মডুদের নিকট আমার বিনীত আবেদন এই পোষ্টটিকে ষ্টিকি করা হোক এবং ২০১৫ সালের সেরা লেখা হিসাবে নির্বাচিত করা হোক। :)

১৭| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪৯

saruar15 বলেছেন: সামু মডুরা এইটা স্টিকি করেন! এইসব আবালদের যাতে সবাই চিইন্না রাখতে পারে।

১৮| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫১

saruar15 বলেছেন: আবাল টা একটাও রিপ্লাই দেয় নাহ কেরে?

১৯| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৪২

ব্লগ সার্চম্যান বলেছেন: বুঝলাম না এরা কারা যাদের নাম দিয়েছেন ? এরাই কি এই শিশু হত্যাকারী । তাহলে তো এদের ফাঁসি হওয়া উচিত এরা আবার মহান ব্লগার হয় কি করে ভাই । একটু খুলে বলবেন ।

২০| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৪৪

গেম চেঞ্জার বলেছেন: :-P =p~ =p~ :-B

হাঃ হাঃ পঃ গেঃ ব্লগ সার্চম্যান

২১| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৭

মিন্টুর নগর সংবাদ বলেছেন: বাহ বেশ পোস্ট সত্যয়ই মনে সামুর ২০১৫ সালের সেরা লেখকের পুরুস্কার আপনার ঘরে যাবে । ভাই তাই আগে থেকে কিছু
খানাপিনির ব্যবস্থা করুন । :-<

২২| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১২

নৈশ শিকারী বলেছেন: শিশু হত্যা কি শুধু মুসলিমরাই করে? কিছুদিন আগে ইজরাঈলের নরপিশাচ সেনারা ফিলিস্তিনি শিশুদের উপর যেই বর্বরোচিত হামলা করেছিল তখন কোথায় ছিল আপনার চেতনা দরিয়ার পানি? বিভিন্ন ধর্মের মানুষের বিকৃত শিশু হত্যার হাজারটা উদাহরন দেয়া যায় তাদের নিয়েতো আপনার মাথা ব্যাথা দেখিনা। মুসলিমরা কি আপনার পশ্চাৎ দেশে আছোলা বাঁশ দিয়েছে নাকি আগুন দিয়েছে যে শুধু বেছে বেছে তাদের দোষ ত্রুটি গুলোই আপনার চোখে পরে? "বেহায়া বলে রাজ্যটাই আমার" আপনার অবস্থাও ঠিক সেরকম, কারন নুন্মতম লজ্জাবোধ থাকলে এমন আজাইরা+আবালিয় পোস্ট করে আমাদেরকে মেনশন করে নিজের মুসলিম বিদ্বেষী কুৎসিত আর নোংরা মনের পরিচয় দিতেন না। এখনো সময় আছে ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন আর এইসব ব্যাক্তিগত আক্রমন মূলক পোস্ট বন্ধ করেন।

২৩| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

আলেক্সান্ডার বলেছেন: কি রেসিস্ট লোকরে বাবা X(

২৪| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

আলেক্সান্ডার বলেছেন: আপনার রেসিস্ট পোস্টের জন্য আপনার ধর্মকে আমি কোন দোষ দেই না, কারন আমি জানি হিন্দু ধর্ম একটি মহান ধর্ম B-))

২৫| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

Jahirul Sarker বলেছেন: এ কোন দুনিয়ার বাসিন্দা রে আমি।

২৬| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

শ্রাবণধারা বলেছেন: হে হে হে হে ........পাগলায় আবার খ্যাপছে.............!!!!!

২৭| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭

আবু আবদুর রহমান বলেছেন: এই ছবিটা দেখুন ।

২৮| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

আবু আবদুর রহমান বলেছেন: এটা প্রতিদিনের অবস্থা । ফিলিস্থিনিরা অভ্যস্থ হয়ে গেছে । দখলদার ইয়াহুদিরা প্রতিদিন এভাবে স্থানীয়দের নির্যাতন করছে । বিশ্বের কেউ কিছু বলে না ।

২৯| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১০

আরণ্যক রাখাল বলেছেন: ভাবতেছি আমিও এমন একটা পোস্ট দিয়া ব্লগে হিট হয়ে যাব

৩০| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

জাতির গ্রান্ডপা বলেছেন: তেকেন্দ লাইত দিতি এই পান পুস্তে.।। তিন্তু আমাল নাম তই গাতি??????????? তই??????????? বল তই????? আমি তুমালে এতো বালবাতি আল তুমি আমাল নামই লিতলা না,.।।। এই তস্তে আলেত্তা দান দাইতে ইত্তা কলতেতে.।.।।।

এতি প্লেম নাতি বালবাতা নাতি তোমাল মনেল তোনো তুপ্ত বাতনা.।.।.।।। দানিনাআ.।.।.।আ আ আ আ আ .।.।।।;);););)


৩১| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত হয়ে এক ক্রিকেটার হাজি হয়ে গেছে, কিছু রাজাকার বাঁচার জন্য অাওয়ামীলীগে যোগ দিয়েছে (রেহাই পাওয়ার সম্ভাবনা কম), খুনী কামরুলও সাধু হয়ে গেছে । জগতে কত বিবর্তন!

৩২| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০

চলন বিল বলেছেন: জাতির গ্র্যান্ডপা, কোথায় ছিলেন এত দিন? আপনাকে খুব মিস করছিলাম। পাগলাটার ব্লগ ইদানিং বেশ জমে এসেছে

৩৩| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮

হামিদ আহসান বলেছেন: তাতে কী বা এসে যাবে

৩৪| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮

গোধুলী রঙ বলেছেন: ধর্ম নিয়া আপনার এত চুলকানি কেন বুঝি না। কেউ দাড়ি রেখে, টুপি পরে শিশু হত্যা, বলাতকার এসব করলে ইসলামের দোষ কিভাবে হয়!!! ইসলামের দোষ হতে পারে যদি সেটা ইসলামের মূল গ্রন্থগুলোতে সেরকম কোন ডিরেকশন থাকে।

ভাইজান, আপনাকে একটা সুপরামর্শ দেই, লাফানোর আগে চিন্তা করেন কই লাফাইতেছেন, লাফানোর পরে সেটা যদি কাটা ভরা গর্ত হয় আর উঠতে পারবেন না।

৩৫| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৬

মেহেদি হাসান নয়ন বলেছেন: আইনের কাছে মিনতি ওদের কেও ওই ভাবে মারুন যেভাবে ওরা বাচ্চা দুটোকে মেরেছে।

৩৬| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: এখানে মন্তব্য করছে দুটো পক্ষ। একটি পক্ষ হলো আমি যে ১৮ জনের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছি তাদের ভিতর কয়েকজন আর অন্য পক্ষ হলো ওই ১৮ জনের বাইরের ব্লগার।

দুই পক্ষের মন্তব্য বিশ্লেষণ করলে সহজেই বোঝা যায় কোন পক্ষ খারাপ আর কোন পক্ষ ভাল। ১৮ জনের ভিতর যারা উত্তর করেছে তাদের ভাষা আর বিষয় কি কি আর ১৮ জনের বাইরের যারা তাদের ভাষা আর রুচি কিরকম। এই জন্যই তো আমি ওই ১৮ জনকে মহান ছাগল ব্লগার বলে থাকি।

সে যাই হোক, এখানে কেউ আমার প্রশ্নের উত্তর করে নাই, মানে উত্তর করতে সাহস করে নাই। এই জন্যই তো আমাদের মুসলমানরা এ ভিতু জাতি। তাদের সত্য বলার সাহস আসলেই কম। কাপুরুষ আর কি। খালি পিছন দিক দিয়ে বোমা মারে আর চুরি করে চাপাতি চালায়।

কেন, অত প্যাঁচাল করার দরকার কি??
আমার প্রশ্ন ছিল...........শিশু হত্যাকারী এরা কোন ধর্মের?
সোজা কথায় উত্তর হবে ওরা মুসলমান।
ঠিক এইভাবে হিন্দু হলে উত্তর হবে হিন্দু, খৃষ্টান হলে, বৌদ্ধ হলে সেভাবেই উত্তর করতে হবে।
লজ্জা কিসের, ভয় কিসের??


কিন্তু উপরে মন্তব্যকারীদের কেউ সে সৎ সাহস দেখাতে পারে নাই। সে দোষ কার??
আমরা জানি কেন তাদের এত লজ্জা, এত ভয়।

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: এখানে মন্তব্য করছে দুটো পক্ষ। একটি পক্ষ হলো আমি যে ১৮ জনের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছি তাদের ভিতর কয়েকজন আর অন্য পক্ষ হলো ওই ১৮ জনের বাইরের ব্লগার।

দুই পক্ষের মন্তব্য বিশ্লেষণ করলে সহজেই বোঝা যায় কোন পক্ষ খারাপ আর কোন পক্ষ ভাল। ১৮ জনের ভিতর যারা উত্তর করেছে তাদের ভাষা আর বিষয় কি কি আর ১৮ জনের বাইরের যারা তাদের ভাষা আর রুচি কিরকম। এই জন্যই তো আমি ওই ১৮ জনকে মহান ছাগল ব্লগার বলে থাকি।

সে যাই হোক, এখানে কেউ আমার প্রশ্নের উত্তর করে নাই, মানে উত্তর করতে সাহস করে নাই। এই জন্যই তো আমাদের মুসলমানরা এ ভিতু জাতি। তাদের সত্য বলার সাহস আসলেই কম। কাপুরুষ আর কি। খালি পিছন দিক দিয়ে বোমা মারে আর চুরি করে চাপাতি চালায়।

কেন, অত প্যাঁচাল করার দরকার কি??
আমার প্রশ্ন ছিল...........শিশু হত্যাকারী এরা কোন ধর্মের?
সোজা কথায় উত্তর হবে ওরা মুসলমান।
ঠিক এইভাবে হিন্দু হলে উত্তর হবে হিন্দু, খৃষ্টান হলে, বৌদ্ধ হলে সেভাবেই উত্তর করতে হবে।
লজ্জা কিসের, ভয় কিসের??


কিন্তু উপরে মন্তব্যকারীদের কেউ সে সৎ সাহস দেখাতে পারে নাই। সে দোষ কার??
আমরা জানি কেন তাদের এত লজ্জা, এত ভয়।

৩৭| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

চলন বিল বলেছেন:

ওরে শুয়োর, ধর্ম নিয়ে কাউকে আঘাত করতে চাই নি, তুই আমাকে বাধ্য করলি। এবার বল নারীনির্যাতন এই পুরুষগুলি কোন ধর্মের?

৩৮| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

চলন বিল বলেছেন:

হিন্দুধর্মের গুরুর চিকিৎসাপদ্ধতি
এবার বল এরা কোন ধর্মের?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.