| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাটগাইয়া জাবেদ
প্রবাসী মন!
আসসালামুয়ালাইকু / নমস্কার / আদাব
কেমন আছেন সবাই? আমি নতুন আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। এক প্রকার বলতে গেলে ব্লগ সম্পর্কে আমি কিছুই জানি/বুঝি না /![]()
আপনাদের কাছ থেকে কিছু শিখবো/জানবো বলেই আসলাম। তাই আপনাদের সহযোগিতা আমার অবশ্যই অবশ্যই প্রয়োজন। শুধু আজকেই নয় যতদিন এখানে থাকবো ততদিন আপনাদের সবার সহযোগিতা আমার প্রয়োজন হবে ![]()
যদি বন্ধু হও, হাতটা বাড়াও ![]()
আর একটা কথা, চট্টগ্রামের ভাই-বোন কেউ থাকলে 'এক্কানা ডর গরি চিক্কের দিয়্যুন' (একটু বড় করে আওয়াজ দিবেন) ![]()
আশা করি আপনাদের সবার সহযোগিতা আমি পাবো এবং সবসময় সাথে থাকবেন।
পরিশেষে সবাইকে ধন্যবাদ
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৭
চাটগাইয়া জাবেদ বলেছেন:
মিন্টু ভাই, অনেক অনেক ধন্যবাদ, আশা করি পাশে থাকবেন
২|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫২
এইচ আর খান বলেছেন: শুভ কামনা
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, আশা করি শুভ কামনা জারি থাকবে
৩|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৫
সাাজ্জাাদ বলেছেন: শুভ কামনা রইল। প্রবাসি মন ,কোথায় থাকেন।
আমি চট্টগ্রাম এর। ভালো থাকবেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: অনেক ধন্যবাদ, আমি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি তে থাকি।
তাই নাকি, তা সাজ্জাদ বদ্দার বাড়ি চট্টগ্রামের কোথায়?
৪|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৭
অপূর্ণ রায়হান বলেছেন: হ্যাপি ব্লগিং
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: রায়হান ভাই, অনেক অনেক ধন্যবাদ, আশা করি পাশে থাকবেন
৫|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৮
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: অভিনন্দন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: জুলিয়ান সিদ্দিকী ভাই, অনেক অনেক ধন্যবাদ, আশা করি পাশে থাকবেন
৬|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৪
সুমন কর বলেছেন: হ্যাপি ব্লগিং........
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: সুমন দাদা, নমস্কার _/_
ধন্যবাদ, আশা করি সবসময় পাশেই পাবো
৭|
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৮
মাহমুদ০০৭ বলেছেন: এক্কানা ডর গরি চিক্কের দিয়্যুন ?
দিলাম অয়া
গম আছন নি বদ্দা ?
আবার আইসসুম ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩১
চাটগাইয়া জাবেদ বলেছেন: মাহমুদ বদ্দা, আল্লার রমতে আই গম আচি, অনে ক্যান আচন?
বদ্দার বাড়ি হন জাগাত মিদ্দি?
এচ্ছে, আবার এসসুন, আইও অনর লাই অপেক্ষা গরির
৮|
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪
মাহমুদ০০৭ বলেছেন: আই হাটহাজারী , অনে ?
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪০
চাটগাইয়া জাবেদ বলেছেন: আর বোয়ালখালী! চিনন নাকি?
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫০
এমএম মিন্টু বলেছেন: শুভ ব্লগিং