নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
হে স্কুল কলেজের ছাত্রীরা তোমরা ইন্টারনেটে ছেলে বন্ধুর সঙ্গে প্রেম করে সময় নষ্ট করো না! কলেজের স্বাধীন জীবনকে হেলায় নষ্ট করে রাষ্ট্রের বোঝা হয়ো না। দেশকে ভালোবাসতে হবে, দেশের কল্যাণে কাজ করতে হবে।
ইন্টারনেট ব্যবহার বেড়ে যাওয়ায় অপমৃত্যু দিন দিন বেড়েই চলেছে! যতই সুন্দরী বা কালো হও না কেন ভালোভাবে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হতে পারলে জাতি তোমাদের স্মরণ করবে। তোমাদের মধ্যে আনন্দ থাকতে হবে।
কি ভাবছেন এই কথা ও পরামর্শ গুলো আমি দিয়েছি তাই না?
আরে না, এই কথা ও পরামর্শ গুলো বলেছেন আগে বেশ কয়েকবার স্কুল ছাত্রদের সামনে মঞ্চে বসে ধূমপান, সংবাদকর্মীদের অশ্রাব্য গালিগালাজ, মঞ্চে ঘুমিয়ে পড়া ইত্যাদি ঘটনার জন্মদাতা বর্তমান সরকারের সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী। এবার কলেজ ছাত্রীদের ইন্টারনেটে প্রেম না করার পরামর্শ দিলেন
এই রকম মন্ত্রী আছেই বলেই আমরা বেশ ভালোই বিনুদন পাচ্ছি! তবে কথা গুলা কিন্তু মিছা কই নাই =D
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩১
চাটগাইয়া জাবেদ বলেছেন: মন্ত্রী মিথ্যা কিছু বলে নাই, তবে মূল বক্তব্যটা আমার কাছে কেমন জানি বিনুদন এর মত লেগেছে!
তবে, কেন সেইটা আমিও জানিনা!
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১
সাহাদাত উদরাজী বলেছেন: গুন আগে নিজে অর্জন করতে হয়, এটা হয়ত ভুলে গেছেন!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: গুন আগে নিজে অর্জন করতে !
সহমত ...
তবে কথা কিন্তু মিথ্যে বলে নাই! প্রেম করা মানে সময় নষ্ট করা!
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
অপূর্ণ রায়হান বলেছেন: ছাত্ররা কি তাইলে 'উহা' করিতে পারবে ? হাহাহাহা জাতীয় বিনোদন
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: ভাউ, এখনো প্রেমের ধারে কাছেও যেতে পারি নাই! 'উহা' আবার কিতা?
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৫
মিজভী বাপ্পা বলেছেন: এই ছাগলটারে কেনু যে মন্ত্রি করে রাখছে আমলীগের বড় ছাগল গুলা ঐ টাই চিন্তা করি!!! বাই দ্য ওয়ে এই ছাগল কি খালি প্রলাপই বকে নাকি সারাদিন??
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: আসলে তিনি আমার মত গ্রামের মানুষ তো তাই কোন সময় কোথায় কি বলবে সেইটা হয়ত কম বুঝে!
আফসুস, তিনি বারবার ভুল করেও মন্ত্রিত্ব হারাই না, আর আমি একবার ভুল করে চাকরির পদবী হারিয়ে ফেলি
বাই দ্য ওয়ে বিনুদন নিয়ে যান!
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৮
নিকষ বলেছেন: কথা তো খারাপ কয় নাই, তবে কেমন জানি লাগতেসে ... এই আর কি!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: বক্তব্য শেষের পরে মন্ত্রী নিজেকে গানের ভক্ত হিসেবে উল্লেখ করে মঞ্চে গান ধরলে পুরো ক্যাম্পাস গানে গানে মুখর হয়ে ওঠে। সবাই মুখে মুখে গান গেয়ে উঠলেও ছাত্রীরা মন্ত্রীকে ‘পাগল’ বলে হৈ চৈ শুরু করে দেই
কি বিনুদন রে বাবা
©somewhere in net ltd.
১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
হেডস্যার বলেছেন:
মন্ত্রী মিথ্যা কি কইলো বুঝলাম না !!