নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

লতিফ সিদ্দীকির ভাগ্য ভালো!!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৯

লতিফ সিদ্দীকির ভাগ্য ভালো। সে আল্লাহর রাসুলের নামে কটুক্তি করেছে, পবিত্র হজ্ব নিয়ে কটুক্তি বা ধর্ম অবমাননা করেছে। তাই সে বেঁচে গেছে!



আজ যদি শেখ মুজিবের বিরুদ্ধে গিয়ে এমন কিছু বলতো, তবে বাল ধর্মের অনুসারী, বাল মিডিয়া, বাল সুশীল এবং বাল সরকার একযোগে শেখ মুজিব অবমাননার অপবাদে লতিফের প্যান্ট খুলে নিতো।



লতিফ্যা, তুই আসলেই বড় ভাগ্যবান কুলাঙ্গার!



সত্য কথা একটু তিতা হয় সেইটা জানি! তবুও শেয়ার না করে পাড়লাম না! আজকে যদি শেখ মুজিবকে নিয়ে কোন কটুক্তি করতো, তাহলে সরকার ও দলের চেতনা খাড়া হওয়া যাইত!



অবশেষে...

মুসলিম জাহানের পবিত্র হজ্জ নিয়ে, যে বাজে মন্তব্য করেছে তার কোন শাস্তি না হলেও কিন্তু শেখ হাসিনার পুত্র জয়কে নিয়ে কটূক্তি করায় টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রীসভা থেকে বহিষ্কার করেছে সরকার!



বাহ, ভালো তো! ভালো না?



আজ যদি শেখ হাসিনার পুত্র ‪জয়কে‬ নিয়ে কোন কটূক্তি না করতো তাহলে আমি সিওর যে ‪লতিফ্যা‬ আজকে আরো বড় একটা সরকারী পদবী পেয়ে যেত!



লতিফ্যা'রে তুই এই ভুলটা ক্যান করলি? মুসলিম জাহানের পবিত্র হজ্জ নিয়ে যে বাজে মন্তব্য করেছিস কোন সমস্যা নাই! কিন্তু ক্যান যে শেখ হাসিনার পুত্র জয়কে নিয়ে কোন কটূক্তি করে আইজকা এত বড় একটা সুযোগ হারাইয়া ফেলাইলি :/



আফসোস বড়ই আফসোস!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইটাতো হাম্বা শঅস্তি পাইছৈ...

আমজনতার টাতো জমা...

পরকালের কথা তো কইলামই না...............

আবার আরেকটা কানাঘূষাও মার্খেটে পাইলাম-- আমেরিকায় সেটেলড হওয়ার জন্য নাকি এই নাটক!!!!
আমেরিকারে কইব- দেখৌ আমার দেশে আমার জানের নিরাপত্তা নাই- তাই তোমার দেশে আশ্রয় চাই!!!!!!!!!!!!!!

কই যাইবেন??????????????????

সাড়্র তিনহাত সত্য ভূইলা-একি কান্ড!!!!! হায় মন-হুশ!!!!!!!!!!!!!

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২৩

চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ, আমিও তখন তাই শুনেছিলাম!

হায় মন-হুশ ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.