নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশীদের গত দুই বছরেও ভিসা বন্ধ ও জটিলতার, এমনকি কর্মস্থল পরিবর্তনের সুযোগ থেকেও বঞ্চিত সোনার বাংলাদেশের প্রবাসীরা!
প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাতের তিন দিনের সফরে এসেছিলেন ভিসা খুলবে, এক মাস আগে থেকেই টিভি চ্যানেল নিউজ দিয়ে দিয়ে কানের চিদ্র ভরাট করে ফেলেছে!
আমার বেশ কয়েকজন এলাকার বন্ধু ও আত্মীয়রা এমনকি আমার আম্মাজানও ফোন করে বলেছেন, প্রধানমন্ত্রী তো তোদের সেখানে গিয়েছেন, তা টিভিতে দেখলাম ভিসা খুলতেছে, তা কবে খুলবে? তারপর ফেসবুকের বেশ কয়েকজন ভাইয়েরা সংযুক্ত আরব আমিরাতের ভিসা খোলার সম্পর্কে জানতে চেয়েছেন। যাদের মেসেজ পেয়েছি তাদেরকে মোটামুটি সান্ত্বনাসহকারে উত্তর দিয়েছি, ইনআশাল্লাহ খুলবে!
মুল কথা হচ্ছে,
প্রধানমন্ত্রীর আমিরাত সফরে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ব্যাপারে কোনো চুক্তি হয়নি। শুধু মহিলা গৃহকর্মী নেয়ার কথা হয়েছে, তাও মুখিকভাবে। এটা অবশ্যই আমিরাত সরকার আগে থেকেই নিত।
তবে আর কিছু হোক বা না হোক ১৫৪ জন সদস্যের টিম নিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুবু জনগনের টাকা দিয়ে খুব সুন্দরভাবে সফর করে গেছেন।
ও হ্যাঁ, প্রধানমন্ত্রীর যাওয়ার পরপর আর ৩ দিনের সফরে আসেন আমাদের রাষ্ট্রপতি আবদুল হামিদ। বর্তমান তিনি এখনো আমিরাতেই খুব আরামে আছেন!
হে প্রভু আপনি আমাদের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির এই সফরকে কবুল করে নিন! আমীন ।
২০১৩ সালের প্রথমদিকে ‘ওয়ার্ল্ড এক্সপো ২০২০-এর ভেন্যু নির্বাচনে প্রার্থী হয় আরব আমিরাত। তখন ভিসা দেয়ার কথা বলে বাংলাদেশের কাছে ভোট চায় আমিরাত সরকার। বাংলাদেশ আমিরাতকে ভোট দেয়ার প্রতিশ্রূতি দিলেও শেষ পর্যন্ত সেখান থেকে সরে আসে সরকার। ওই ভোট দেই রাশিয়া। এতে দারুণ ক্ষুব্ধ হয় আমিরাত। তাই নিষেধাজ্ঞা আর ওঠেনি
বাংলাদেশে বৈদেশিক মুদ্রা প্রেরণে সংযুক্ত আরব আমিরাতের অবদানেই দ্বিতীয় শীর্ষে!
৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: কথাটা নিচয়ই আমাকেই বলেছেন, তাই না?
যদি আমাকেই বলে থাকেন তাহলে বেশী দুঃখ পাওয়ার কথা কিন্তু একটু দুঃখ পাই নাই কারণ
"উপর দিকে থুথু দিলে নিজের মুখে পড়ে"
আশা করি বুঝে গেছেন, বুদ্ধিমানরে বেশী বুঝাইয়া বলতে হয় না।
২| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৪
খেলাঘর বলেছেন:
"শুধু মহিলা গৃহকর্মী নেয়ার কথা হয়েছ "
-বাস্টার্ড আরবেরা খেলার জন্য গৃহকর্মী নিটে চায়!
৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১০
চাটগাইয়া জাবেদ বলেছেন: ঠিক আপনার মতই করে ইন্ডিয়ান ও পাকিস্তানিরা বলছে!
তবে তারা "বাস্টার্ড আরবেরা" বলে নাই, বলেছে আরাবিয়ান রা তোদের দেশের খোর্মা পছন্দ করেছে!!
৩| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৫
বাংলার নেতা বলেছেন: ক্রীতদাস বলে গালি দিলেন, দিলে চোট লাগল!
৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: বাংলার নেতা ভাই, আপনি বলেছেন - ক্রীতদাস বলে গালি দিলেন, দিলে চোট লাগল!
জানি না কোন মন নিয়ে বলেছেন, তবে আপনার চোট খাওয়াতেই "উপর দিকে থুথু দিলে নিজের মুখে পড়ে" কথা প্রমান সাথে সাথেই পেলাম
৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৩৫
বাংলার নেতা বলেছেন: সকল প্রবাসীরা তাইতে দেশে যাও গিয়ে!
১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:২২
চাটগাইয়া জাবেদ বলেছেন: বলেছেন, "সকল প্রবাসীরা তাইতে দেশে যাও গিয়ে"
বর্তমান সময়ে বাংলাদেশের সচল চাকা কিন্তু এই প্রবাসীরাই ঘুরাচ্ছে,
আর সকল প্রবাসী যদি দেশে চলে যায়, তাহলে বাংলাদেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? সেইটা একটিবার ভেবে দেখলে নিশ্চয়ই সব বুঝে চলে আসবে!
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪২
বাংলার নেতা বলেছেন: তো করব টা কি? হাজার হাজার বঙ্গালী কি কষ্টে আছে দেইখা যান। হাসিনা আপা আইছিল তো, কিছুই তো করতে পারে নাই!
১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৩১
চাটগাইয়া জাবেদ বলেছেন: করতে পারতো কিন্তু হাসিনা আপা নিজেই জেনে শুনে সেই দরজা আগেই বন্ধ করে দিয়েছিল। কিন্তু এখন তিনি হাজারো চেষ্টা করেও সেই দরজা খুলতে পারবে না। সেই ক্ষমতা আর হাসিনা আপার নাই!
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৩
বাংলার নেতা বলেছেন: হ ভাই, গরীবের কষ্ট ছাড়া আর কি? তাই কষ্টই করে যাই.....
২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: গরীবের হয়ে জন্ম যখন নিলাম, তখন কষ্টকেই সঙ্গি বানিয়ে সাথী করে রাখতে হবে। তবে গরীবের জন্য আটখানা বেহেস্ত সর্বপরি খোলা
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০২
খেলাঘর বলেছেন:
সাট-আপ ক্রীতদাস!
নিজের বউকে দেশে রেখে ৫ বছর কাজ করে আসেন; আপনার ২ বচরের ছেলে পাবেন বোনাস হিসেবে।
বাংগালীদের জন্য দেশে কর্ম সৃস্টির জন্য প্রাইম মিনিস্টার ও প্রেসিডেন্ট করা হয়েছে; ওকে ক্রীতদাস!