নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
ত্রিশ দিন লাগবে একটা মুভি দেখতে। তাও আবার না ঘুমিয়ে
হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি। ইতি পূর্বে নেট ঘাটাঘাটি করতে করতে কিছু তথ্য জানলাম তাই তুলে ধরলাম। আমরা মুলত যে মুভি দেখি তাঁর পরিধি হয় বড় জোর ২-৩ ঘন্টা। কিন্তু এই মুভি দেখা শেষ করতে হলে আপনাকে টানা না ঘুমিয়ে ৩০ দিন ধরে দেখতে হবে
মুভিটার নামঃ Ambiancé
Duration: ৪৩২০০ মিনিট (৭২০ঘন্টা/৩০ দিন)
মুভিটার নির্মাণ কাজ নাকি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এটি আগামী ২০২০ সালের মধ্যে মুক্তি পাবে বলে আশা করা যায়।
আমার জানা মতে সময়ের দিক দিয়ে এর আগেও এই ধাঁচের কিছু মুভি বের হয়েছিল। কিন্তু সেগুলির দৈর্ঘ্য এত বেশী ছিলনা। আর এইটাতো অবিশ্বাস্য!
মুক্তি প্রাপ্ত ছবির দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে দীর্ঘকালীন মুভি হচ্ছে, 'Modern Times Forever' এটার দৈর্ঘ্য ছিল ১০ দিন। আর ২য় স্থানে আছে 'Cinématon' এটার দৈর্ঘ্য ৭ দিন বাইশ ঘন্টা।
শেষমেষ মজার একটা প্রশ্ন,
আচ্ছা, ৩০ দিন যদি লাগে মুভিটা দেখতে, তাও আবার না ঘুমিয়ে একটানা! তাহলে মুভিটার ফাইল কত জিবি হতে পারে? আমি হিসাবটা মিলাইতে পারি নাই!
#বিঃদ্রঃ আহা! এই মুভি দেখতে শুরু করলে কিছু লোককে হয়তো শেষ না করেই ওপারে যেতে হবে
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১০
চাটগাইয়া জাবেদ বলেছেন: সব কিছুর শুরু থেকে শেষের কাহিনী দেখাই, কিছুই বাদ পড়ে না
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:১৩
সুমন কর বলেছেন:
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: সুমন দা, কি হয়েছে ? অমন করে মুখ গুমরা করেছেন ক্যান?
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:১৬
মিজভী বাপ্পা বলেছেন: তাই নাকি এত দীর্ঘ মুভি আছে আমি তো জানতামই না যাই হোক ঐসব মুভির কাহিনী কি পৃথিবীর শুরু থিকা শেষের কাহিনী দেখায় নাকি