নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

মাননীয় যুবরাজ সজিব ওয়াজেদ জয়!

১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৯

মাননীয় যুবরাজ সজিব ওয়াজেদ জয় এর আসলে ঠিক কোন জায়গায় সমস্যা বুঝতে পারছি না ! তাকে মানসিক রুগী বলাও অনুচিত। মাসিক লাখ লাখ টাকা অনারিয়াম পাওয়া সরকারের তথ্য উপদেষ্টা চিকিৎসাভাবে থাকবেন তাও তো অবিশ্বাস্য X(

সম্প্রতি তিনি বলেছেন,
যুদ্ধাপরাধীর বিচার করতে ৭৩ বছর লেগেছে আমাদের :|

এটা কি অনিচ্ছাকৃত ভুল, স্লিপ অব টাং!

তাহলে পূর্বের গুলি কি ছিল?
তিনি নানাকে দাদা ডাকেন, ভেবেছিলাম স্লিপ অব টাং। কিন্তু আসলে ওটা ছিল উইলিংলি স্লিপ অব ইন্টারেস্টেড টাং...
চেতনার এক্সট্রা খাতির আদায় করার ট্রিক্স আর কি?

শীত পাখির মত হুট করে উদয় হয়ে বলেন,
"আমার কাছে তথ্য আছে"
আবার বলেন,
জিন্দাবাদ পাকি শব্দ, যারা জিন্দাবাদ দেয় তারা পাকিস্তানী B-)

আর নব্য সানসিল্ক হেয়ার শ্যাম্পু বুদ্ধিজিবি বিশিষ্ট শমি কায়সার হাব্বি আরাফাত সাবের কুচিন্তা ফাউন্ডেশন কর্তৃক সেমিনারে এলাটিং বেলাটিং রাজনৈতিক ভ্যা ভ্যা সমগ্র বাদ ই দিলাম :P

শীত শুরুর সাথে সাথে সাইবেরিয়ান পাখি আসতে শুরু করেছে। শুনেছি গ্লোবাল ওয়ার্মিংয়ের কারনে আটলান্টিকের ওপার থেকেও নাকি পশ্চিমা পাখিরা ভিড় করছে এবার।
অথিতি পাখিদের কিচিরমিচির এবার শব্দ দূষনের পর্যায়ে চলে যেতে পারে।
তাই ত্বকের পাশাপাশি কানেরও যত্ন নিন ;)

এবার মূল কথায় আসি, গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন’ শীর্ষক এক সেমিনারে মাননীয় যুবরাজ সজিব ওয়াজেদ জয় বলেন...

"৭৩ বছর লেগেছে যুদ্ধাপরাধীর বিচার করতে"

একি শুনলাম মাইরি?
বাংলাদেশ যেখানে স্বাধীনই হয়েছে ৪৩ বছর সেখানে জয় তার বক্তব্যে নির্বিঘ্নে বলেন ৭৩ বছর লেগেছে যুদ্ধাপরাধীর বিচার করতে!

জয়ের সংখ্যা বিভ্রাট ভিডিও সহ এখানে দেখুন

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৫

রিফাত হোসেন বলেছেন: লোল

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

চাটগাইয়া জাবেদ বলেছেন: ৭৩ লোল =p~

২| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অথিতি পাখিদের কিচিরমিচির এবার শব্দ দূষনের পর্যায়ে চলে যেতে পারে।
তাই ত্বকের পাশাপাশি কানেরও যত্ন নিন ;)

=p~ =p~ =p~ =p~ =p~ =p~

আর বেতন এত কমাইয়া লিখছেন ক্যা!!!!

তিনি মাসে জনগণের ১ কোটি ২০ লাখ টাকা নেন বেতন হিসাবে!!!!! X(( X(( X(( X((

আর জাতির নতুন ইতিহাস বলেন তিয়াত্তর বছর :-/ :-/

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪১

চাটগাইয়া জাবেদ বলেছেন: বেশী লিখলে যদি রাজাকার ট্যাগ খাই! সেই ভয়ে আর কি ;)

সব ইতিহাস এই সরকারের আমলেই গড়া

জয় বাংলা

৩| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪

নীল আকাশ ২০১৪ বলেছেন: সজিব ওয়াজেদ জয় কি না বলে
হাসিনা কি না করে
আর ওনার মন্ত্রীরা কি না খায়!

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৩

চাটগাইয়া জাবেদ বলেছেন: ওরা যা বলে,
যা করে,
যা খায়,
সব চেতনার ভাই
তাদের কোন ভুল ক্রুটি নাই!

৪| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক কি হাওয়া হয়ে গেলেন!!!!???

জাতির নাতির ৪৩ আর ৭৩ এর পারথইক্য খানা নিয়া পোষ্ট লিক্যা উধাও ;)

ভুই দেখাইছে নিকি :P

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০২

চাটগাইয়া জাবেদ বলেছেন: জী না জনাব!
ভয় পাইলে তো আর পোস্ট দিতাম না! আর ভয়কে জয় করে ফেলাইছি সেই কবে ;)

প্রবাসী, তার উপরে বর্তমান একটু কাজের চাপ বেশী তাই ব্লগে বেশী সময় দিতে পারি না! পোস্ট দেওয়া মাত্রই চলে যায়!
আশা করি কিছুদিন ২৪/৭ পাইবেন

৫| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৬

মিজভী বাপ্পা বলেছেন: B:-) B:-) B:-) :(( :(( :((

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০৫

চাটগাইয়া জাবেদ বলেছেন: বাপ্পা স্যার, আপনার চোখে পানি? :(

তা সুখে নাকি ভোগে? ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.