নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
ওয়াসফিয়া নাজরিন, বাংলাদেশের ২য় নারী এভারেস্ট বিজয়ী। ২০১২ সালের ২৬ মে তিনি মাউন্ট এভারেস্ট জয় করেন। এবার ওয়াসফিয়া অর্জন করেছেন আরেক কৃতিত্ব। “অ্যাডভেঞ্চারারস অফ দ্যা ইয়ার ২০১৪-১৫” এই তালিকায় স্থান করে নিয়েছেন ওয়াসফিয়া। ন্যাশনাল জিওগ্রাফির প্রকাশিত তালিকায় অ্যাক্টিভিস্ট শ্রেণীতে তিনি স্থান পেয়েছেন।
এই তালিকায় থাকা ১০ জন থেকে যে কাওকে ভোট করা যাবে তাদের ওয়েব সাইটে গিয়ে, সেখান থেকে নির্বাচিত করা হবে পিপলস চয়েস অ্যাওয়ারডের জন্য।
উল্লেখ্য, বাকি নয়জন অন্য দেশী থেকে ইতি মধ্যে আমাদের বাংলাদেশী ওয়াসফিয়া নাজরিন ভোটে এগিয়ে আছে(সুত্রঃ ন্যাশনাল জিওগ্রাফি তালিকা) তাই আমাদের কাজ আমরা প্রতিদিন অন্তত একটা করে ভোট দিয়ে আরো এগিয়ে নেব ওয়াসফিয়াকেই।
গতকালকে ফেসবুকে একটা ইভেন্ট খুলেছিলাম বাংলাদেশী ওয়াসফিয়া নাজরিনকে প্রতিদিন একটা করে ভোট দিন নামে দুঃখের বিষয় ইভেন্টে গোয়িং খুবই কম!
আসলে ফেসবুক যে সেলেব্রেটি মুখী সেইটা আগে থেকেই জানি, জানার পরেও এই ইভেন্ট করেছি! আজকে যদি ইভেন্টটা একজন সেলেব্রেটির হাত দিয়ে জন্ম নিত তাহলে শুরুতেই হাজার হাজার গোয়িং হত!
তবে কথা সেইটা না, এখানে 'গোয়িং' কিংবা 'মে বী' যেটায় হোক না কেন কিছুই যায় আসে না! এমনকি ইভেন্টে গোয়িং না দিলেও প্রতিদিন একটা করে অয়াসফিয়াকে ভোট করলেই হবে। আর এই ইভেন্টের লক্ষ্য হচ্ছে, ঠিক প্রতিদিন একটা করে ভোট করতে সবাইকে মনে করিয়ে দেওয়া। আর কোন কিছু নয়!
কিভাবে ভোট করবেন,
ভোট করুন এখানে
উপরের সবুজ রঙের লেখা "ভোট করুন এখানে" ক্লিক করে সেখানে গিয়ে দেখবেন ১০ জন প্রতিযোগী আছে সেখানে ২য় নাম্বারে আছেন আমাদের বাংলাদেশী Wasfia Nazreen পাশে সবুজ রঙের #Vote লেখা আছে সেই ভোটে ক্লিক করলেই আপনার কাজ শেষ! এক কথায় আপনি উপরের লিংকে গিয়ে "ওয়াসফিয়া নাজরিনের" নামের পাশে Vote এ একটা ক্লিক করলেই হবে ভোট দেওয়া। আর এভাবেই প্রতিদিন ভোট করতে পারবেন। জানুয়ারি ৩১, ২০১৫ পর্যন্ত প্রতিদিন ভোট দেয়া যাবে যত খুশি তত
ভোট করতে সময় লাগবে খুব বেশী হলে ৩০ সেকেন্ড, তাহলে প্রতিদিন কি এই ৩০ সেকেন্ড সময় আমরা দেশের পতাকে কে বিশ্বের মাঝে আরেকবার তুলে ধরতে ব্যয় করতে পারবো না?!
আমি প্রতিদিন ভোট করি, প্রিয় ব্লগার ভাই-বোনেরা আপনিও প্রতিদিন ৩০ সেকেন্ড সময় ব্যয় করে একটা ভোট করুন
#VoteWasfia #VoteBangladesh
#VoteEveryday #empowerwomen
২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২২
চাটগাইয়া জাবেদ বলেছেন: ধন্যবাদ, ভোট করেছেন জেনে খুব ভালো লাগলো
অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন একটা করে ভোট দিতে এবং বন্ধুদেরও ভোট দিতী বলবেন!
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৯
মোঃ আবুল হোসেন (হাবিব) বলেছেন: আমিও আজ ভোট দিলাম, হাতে সুযোগ থাকলে প্রতিদিনই দিবো, এটা আমাদের দায়িত্ব...
#VoteWasfia #VoteBangladesh
#VoteEveryday #empowerwomen