নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

নারীর বুকে কাপড় বা ব্লাউজ রাখা ন্যাচারাল না!

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৭





"নারীর বুকে কাপড় বা ব্লাউজ রাখা ন্যাচারাল না, ২০ বছর আগেও ব্লাউজ পড়তো না নারীরা। এটা চাপিয়ে দেয়া পোষাক"

বুকে ভারী কাপড় চোপড় রেখে এসব তত্ব মানায় না পার্বতী পাল। আগে বুকের কাপড় ছাড়ুন তারপর মুক্তমনা চর্চা করুন!



আর হ্যাঁ, ২০ বছর আগের আপনার মা চাচি পিসির কয়েকটা উন্মুক্ত বক্ষের সামাজিক ছবি যদি দেখাতেন, বড়ই তৃপ্ত হত আমাদের নতুন প্রজন্ম!



আমাদের দেশে পার্বতী পাল নামের একজন ফোক সিঙ্গার আছে জানা ছিলো না। এসব আউলফাউল সিঙ্গাররা নিজেদের হিট খাওয়ানের জন্য অনেক কিছু করতে ব্যস্ত। আর এদেরকে টাইমলাইনে এনে দেয় একাত্তর টিভি!



তার ভাষ্যমতে ২০ বছর আগেও নারীরা বুকে কাপড় ব্যবহার করত না। ব্লাউজটা নারীদের নাকি জোর করে দিয়ে দেয়া হয়েছে। আসলে উনি কোন ২০ বছর আগের কথা বলছে সেটা আমার জানা নাই। আর বুকে কাপড় রাখাটা যদি ন্যাচারাল নাই হয়ে থাকে তাহলে আপনি খুলে রাস্তায় ঘুরুন। আর আপনার মত সেসব মেয়ে রাইজিং হতে চায় তারা করুক, সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা!



তাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি। বাদ বাকি কাম আমরা প্রজন্ম'রা করুম নে!



আসলে সব সময় না, মাঝে মাঝে বলতেই হয়,,,,



"যেই না আমার চেহারা

নাম রাখছে পেয়ারা

আবার করে কুয়ারা "

যেমনটা বলা যায় শামীমা মিতুর ক্ষেত্রে।

-লজ্জাশরম এমন একটা জিনিস যা সবার ক্ষেত্রেই প্রযোজ্য।



হায়রে লুল প্রগতিশীল নারীজাতি X#



বিঃদ্রঃ- প্রিয় ব্লগার ভাই-বোনেরা এই পোস্টের সকল ভুলক্রুটি ক্রমানুসারে দেখবেন!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৬

খেলাঘর বলেছেন:

আপনি লোহার আন্ডু পরবেন; হাজার হলেও চট্গ্রামে থাকেন!

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৫

চাটগাইয়া জাবেদ বলেছেন: প্রয়োজন হলে তো পরতেই হবে! হাজার হলেও চট্গ্রামে থাকেন না তো, মনে প্রানে খাঁটি চাঁটগাইয়া ;)

২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ২:০১

ট্রোল বলেছেন: কোন চু..(বি..প)...র বু..(বি...প)...র ছইল ত ন.......

এরে ......চট্টগ্রাম নিয়ে কোন কথা নয়।আমি চট্টগ্রামের বাসিন্দা এবং জন্মসুত্রে নারায়ণগন্জ হতে আগত। ১০ নং সিগন্যাল আমাদের আশেপাশেই। দৌড়া শামীম আইলো!!!!!!!!!

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: ঠিক কইছেন, এখানে কোন চুদুর বুদুর চইল ত ন!
শামীম মিয়া চট্টগ্রাম পারবে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আর শামীম উসমানের দৌড় নারায়ণগঞ্জ পর্যন্ত :D

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৩৮

ইউক্লিডের ব্লগ বলেছেন: চোখে পর্দা দে।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩০

চাটগাইয়া জাবেদ বলেছেন: চোখে পর্দা দিয়ে থাকতেই তো চাইলাম, কিন্তু থাকতে তো দেই না! :P

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৫

অপূর্ণ রায়হান বলেছেন: :|| :|| :|| :||

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৩

চাটগাইয়া জাবেদ বলেছেন: অপূর্ব ভাই, এমন করে আছেন ক্যান? কি হয়েছে?

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৮

ভিটামিন সি বলেছেন: আগে মানুষ কাপড়-চোপড়ই পড়তো না। তাইলে নন্দিনীরে বলুন পোষাক ছাড়া থাকতে। পোষাক তো ন্যাচারাল না। কলার খোল আর গাছের বাকল ন্যাচারাল।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৭

চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ, হাজার বছর আগের যুগের মানুষ কাপড়-চোপড় পড়তো না! তবে আমারতো মনে হয় ঠিক সেই সময়ে চলে যেতে চাই আমাদের নন্দিনী পাল! X(

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৫২

আশিক আহমাদ বলেছেন: আহা বিশ বছর কেন,,,!! আফ্রিকার গহীনে তো এখনো ব্লাউজ ছাড়াই মানুষের দিনকাল চলছে। ভদ্র(!)মহিলার চুলের স্টাইল দেখলে অবশ্য তাকে সেখানকার বাসিন্দা বলেই মনে হয়,,, :3

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৭

চাটগাইয়া জাবেদ বলেছেন: আশিক ভাই, হ্যাঁ, বলতে ভুলেগেছিলাম আফ্রিকার গহীনে এখনো শুধু ব্লাউজ ছাড়াই না কোন কাপড় পরিধান ছাড়াই মানুষের দিনকাল চলছে!

ঠিক বলিয়াছেন, ভদ্র মহিলার চুলের স্টাইল দেখলে অবশ্য তাকে সেখানকার বাসিন্দা বলেই মনে হয় ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.