নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
বিয়ের আনুষ্ঠানিকতা প্রায় শেষ। শুধু বর-কনের মালা পরানো বাকি। এমন সময় আদর করে বরকে চুমু দিলেন তার বড় ভাবি। এ পর্যন্ত থেমে থাকলে হয়ত ওতো বড় অঘটন ঘটতো না। খেপাটে ভাবি দেবরকে নিয়ে ছুটলেন নাচের জায়গায়। দুজনে পা মিলিয়ে নাচও শুরু করে দিলেন। পুরাই জি সিরিয়াল ইস্টাইলে
ব্যাস, আর বেশী আগানো গেলনা, এতেই কিচ্ছা খতম!
দেবর ভাবির নাচ আর চুমুর এ দৃশ্য দেখে রাগে ফেটে পড়েন কনে ও তাঁর পরিবারের সদস্যরা!অতঃপর দুই পক্ষের মারামারিতে বিয়ে চিরতরে খতম হয়ে যায়
তারপর, বর-কনে পক্ষের ঝগড়া গড়ায় মারামারিতে। বরকে আটকে রাখে কনেপক্ষ। পরদিন পরিবারের লোকজন এসে বরকে উদ্ধার করে নিয়ে যায়।
-সম্প্রতি গত বৃহস্পতিবার ভারতের আলীগড় এ ঘটেছে এই ঘটনা।
অবাক হওয়ার কিছু নেই, আমার জানা মতে ভারতীয় জি সিরিয়াল এর অবস্থান আমাদের বাংলাদেশে দ্বিতীয়, এই ধরনের ঘটনা সামনে প্রতি নিয়তেই ঘটবে পারে আমাদের দেশে!
ঘটনাটা শুনার পরপরেই জি সিরিয়াল নির্মাতা পরিবারকে "বিশাল ধন্যবাদ" দিয়া দিলাম। আশা করছি এমন ঘটনা ভবিষ্যতে আমাদের দেশে ঘটার আগে বাংলার জমিন থেকে "জি সিরিয়াল" দূর হয়ে যাবে! না হলে আগামীতে আমাদের দেশে এই ধরনের ঘটনা নিত্যদিনের ডাল ভাতে পরিণত হবে! অবশ্যই ইতি মধ্যে ভারতীয় এসব জি সিরিয়াল দেখা দেখি নিয়ে আমাদের বাংলাদেশেও কম ঘটনা ঘটেনি!
গতকাল শনিবার দুপুরে যশোর শহরের ঘোপ বেলতলা এলাকায় একটি পরিবারে ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসার সিরিয়াল "কিরণমালা" দেখা নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে রক্তাক্ত হয়েছেন এক দম্পতি। জটিল আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।
তাহলে, দেখুন বাংলার অবস্থা? এই ধরনের ঘটনা ভারতে ঘটেছে কিনা আমার জানা নেই!
জি সিরিয়াল পাগলী আপুদের কইতাছি,
"জি সিরিয়াল দেখলেন তো, বিয়ার আসরে স্বামী হারাইলেন"
তো সময় থাকিতে ভারতীয় পচা জি সিরিয়াল দেখা বন্ধ কৈরা দিন, নিজের ও দেশের মঙ্গল হবে :
বিঃদ্রঃ আপুদের কইছি বলে ভাইয়েরা খুশী হইয়েন না, এই জি সিরিয়াল দেখা দেখিতে পুরুষও কম না, তো আপনারাইও "জি সিরিয়াল দেখলেন তো, বিয়ার আসরে হবু বউ হারাইলেন"
০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ, এই পোস্টে সেই নিউজটার অংশ বিশেষ তুলে ধরেছি। হয়তো নজরে পড়ে নাই।
বলেছেন,
-হাসপাতাল থেকে বের হওয়ার পর, গোলাগুলি করবে
-আর এই গুলাগুলিতে যে নিহত হবে, তাকে নিয়ে মানববন্ধন কর্মসূচি ও হরতালের ডাক দিমু আমরা
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০০
আহলান বলেছেন: যখন এসব কাহিনী আমাদের জীবনে প্রভাব বিস্তার করে তখন এটা স্পষ্ট ভাবেই প্রমাণ হয় যে, দেশে যে যৌন নির্যাতন বাড়ছে, তাতে সিনেমা নাটকের বড় একটি প্রভাব আছে ।
০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ, আমাদের ছিঃনামার কথা বলতে পারেন কিন্তু আমাদের দেশের নাটক গুলোর প্রভাব এখনো পড়ে নাই মনে হয়!
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৬
মনিরা সুলতানা বলেছেন: ভাই আপুরা জারা জি সিরিয়াল দেখে সে বাসার পুরুষ গুলি কি করে??? ক্যাবেল কানেকশন কেটে দিলেই পারে.
০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:২২
চাটগাইয়া জাবেদ বলেছেন: আপু, আমার আর কিছু বলার নাই, যা বলার তা আমার অপূর্ব ভাই বলে দিলেন...
অপূর্ণ রায়হান বলেছেন: @মনিরা আপু রে, জীবনের কানেকশনে যে কাটাকাটি লেগে যাবে তাহলে!
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৮
অপূর্ণ রায়হান বলেছেন: @মনিরা আপু রে, জীবনের কানেকশনে যে কাটাকাটি লেগে যাবে তাহলে!
০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪১
চাটগাইয়া জাবেদ বলেছেন: তখন হয়তো জীবনের কানেকশন এর আগে আপুদের হাতে কানের কানেকশনও কেটে যাবে
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৯
অপূর্ণ রায়হান বলেছেন: তাছাড়া, নারী অধিকার, সম অধিকার, নারী নির্যাতন ( মানসিক ) মামলা, নারী স্বাধীনতার উপরে হস্তক্ষেপের ব্যাপার স্যাপার তো আছেই !
০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: অপূর্ব ভাই, আপুদের বেলায় হয়তো এগুলো একটু কমই আসবে, তবে বউয়ের বেলায় কিন্তু ১০০% সিউর!
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০১
মনিরা সুলতানা বলেছেন: তাহলে রে ভাই ...
হাসপাতাল ই আপনাদের উভয়ের জন্য নিরাপদ যায়গা ।। আমার গভীর সমবেদনা রইল
আমি নারীর সম অধিকারেই বিশ্বাসী না
কারন দুইজনের প্রয়োজন পেক্ষাপট সমান না
আমি যার যার অধিকারে বিশ্বাসী
১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: তাহলে, এখন আমার শুধু হাসপাতাল ই ঠিকানা
আশা করি আপনার গভীর সমবেদনা আজীবন জারি থাকিবে
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৩২
খেলাঘর বলেছেন:
"গতকাল শনিবার দুপুরে যশোর শহরের ঘোপ বেলতলা এলাকায় একটি পরিবারে ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসার সিরিয়াল "কিরণমালা" দেখা নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে রক্তাক্ত হয়েছেন এক দম্পতি। "
-হাসপাতাল ঠেকে বের হওয়ার পর, গোলাগুলি করবে