নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

হায়রে বাংলাদেশ! এই মুহূর্তের খবর, গর্তের ভিতর জিয়াদ ছেলেটা নেই! X((

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৫৯

হায়রে বাংলাদেশ! এই মুহূর্তের খবর, গর্তের ভিতর জিয়াদ ছেলেটা নেই! X((
৩০০ ফুট গভীরে উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরায় শিশুদেহের সন্ধান মেলেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

কিছুক্ষণ আগে মানে রাত ২টা ৫০ মিনিটের দিকে সাংবাদিকদের তিনি বলেন, গর্তের শুধুমাত্র ডেবরিস (ময়লা-আবর্জনা) পাওয়া গেছে। কোনো শিশুর সন্ধান পাওয়া যায়নি! :-*

তাহলে, জিয়াদ ছেলেটা গেলো কোথায়?

এই যে মিডিয়াকর্মী সাংবাদিক ভাই-বোনেরা এখন আপনারা বলেন, "জিয়াদ" নামের ছেলেটা এখন নাই কেন? এতক্ষন ধরে মানে সেই সন্ধ্যা থেকে রাত ২টার পর পর্যন্ত তো আপনারাই সবার উপরে ছিলেন?

কোন জ্ঞানী ব্যক্তি বলেছিল "আবেগ" নিয়ে কোন সিদ্ধান্ত নিবেন নাহ! আমি আবেগে ফেসবুকে দুইটা স্ট্যাটাস দিয়েছিলাম "জিহাদ" কে নিয়ে! অবশ্যই শুধু আমি না, সারা বাংলার যত ফেসবুকার আছে সবাই জিয়াদ কে নিয়ে দোয়া ও জিন্দা তুলে আনতে পারে মত প্রাথনামূলক স্ট্যাটাস দিয়েছেন!

মনে হচ্ছে সন্ধ্যা থেকে এতোক্ষন পর্যন্ত একটা মুভি দেখেছি X(
যে মুভি দেখলাম ওইটার নাম হচ্ছে...
এই জিয়াদ তুমি কোথায় ?

বিঃদ্রঃ ইহা কি রাজনৈতিক নাকি সাংবাদিকদের ধর্ষন বা দর্শন এখনও বুঝতে পাচ্ছি না!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:২৫

খেলাঘর বলেছেন:


ছেলের মা-বাবা কি বলছে?

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪

চাটগাইয়া জাবেদ বলেছেন: ছেলের মা-বাবাকে গত রাতে সেই সময়েই পুলিশ থানায় নিয়ে গিয়েছে। কারো সাথে কথা বলতে দেইনি! এখনো থানায়!

সুত্রঃ চ্যানেল আই

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯

এমএম মিন্টু বলেছেন: বলেন কি ছেলে নাই হয়ে গেলো :| :|

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

চাটগাইয়া জাবেদ বলেছেন: হ ভাই, গতরাত ৩ টার দিকে বলা হয়েছে,

কিন্তু এখনো জানতে পারলাম না, জুস গুলো পাইপের ভিতরে কে খেয়েছে? পাইপের ভিতর থেকে "সাংগাতিক" সাথে কে কথা বলেছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.