নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
খবরঃ একুশে টিভির(ইটিভি) সম্প্রচার বন্ধ করা হয়নি। একুশে টিভি দেখা যাচ্ছে না কেন তা খতিয়ে দেখা হবে। -বলেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আচ্ছা, বন্ধ করা না হলে, হঠাৎ করে একুশে টিভির সম্প্রচার বন্ধ হবার কারণটা কি? আর বন্ধ করার দিনেই একুশে টিভির চেয়ারম্যান সালামকে গ্রেফতার তার কারণটাও কি?
মামলা হয়েছে অনেক আগে, কিন্তু এর আগে চাইলে গ্রেফতার করতে পারতো কিন্তু তা করে নাই, হঠাৎ গতকাল
নাকি একুশে টিভি গতকালকে আপনাগো তেল মারে নাই বলে এই আকামটা করেছেন তা জাতি বুঝেছে! জাতি মাল পানি খাইনা, আর খাইলেও সব বুঝে!
আসলেই এই সরকারের আমলে তো কোন কিছুই করা হয় না, সব আপনা আপনিতেই হয় বা ভালোর জন্যই করে
যেমন...
-কাউকে আটক করলে বলে,
ওনাকে আটক করা হয় নাই, হাসপাতালে নেওয়া হয়েছে!
-কাউকে অবোরোদ্ধ করে রাখলে বলে,
ওনাকে অবোরোদ্ধ করা হয়নি, নিরাপরত্তা দেওয়া হচ্ছে!
-কোন টিভি চ্যানেল বন্ধ করে দিলে বলে,
অমুক চ্যানেল বন্ধ করা হয় নাই, সেইটা দেখা যাচ্ছে না কেন তা খতিয়ে দেখা হবে।
চলবে...
আর বললাম না, এভাবে আরো কত্ত কি, এরা মনে করে জাতি এগুলোর কিছুই বুঝে না! আসলেই কি জাতি কিছুই বুঝে না ?
বিঃদ্রঃ জানি এই পোস্ট'টার লিখা সম্পূর্ণ আওয়ামীলীগের বিপক্ষে হয়েছে, তাই বলে আমি আবার রাজাকার হয়ে গেলাম না তো? :-&
০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: হা হা, ভাই, আওয়ামী লীগ জীবনে বলে নাই সত্য কথা, আজকে বলবে নাকি মিথ্যা কথা
বুইঝেন কিন্তু...
২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৮
নীল আকাশ ২০১৪ বলেছেন: রাজনৈতিক আগাছা ইনুর কাজ হল আকথা কুকথা বলে সবাইকে আন্দোলনে উৎসাহিত করা। আমার দেশ পত্রিকা বন্ধের পরে বলল, "আমার দেশ প্রকাশে কোন বাধা নেই, তারা চাইলে অন্য কোথাও থেকে ছাপিয়ে নিতে পারে।" এই আশ্বাস শুনে অন্য প্রেস থেকে পেপার ছাপাতে গেল, পুলিশ গিয়ে সেই প্রেসও তালাবদ্ধ করে এল।
দিগন্ত আর ইসলামিক টিভি বন্ধের সময় বলেছিল "এদের সম্প্রচারে সরকার কোন বাধা দিচ্ছেনা। যেকোন সময় তারা সম্প্রচার শুরু করতে পারে"
একুশে টিভির সময়ও একথা বলবে - এটাই তো স্বাভাবিক, নয় কি?
০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: আমি বলবো, আওয়ামীলীগের ধ্বংসের কারণ এই আগাছা ইনুরা! এই ইনুরাই কিন্তু চাই আওয়ামীলীগের শেষ! তা কিন্তু আমাগো হাসিনা মাডাম বুঝে না, বুঝবে হয়তো একদিন কিন্তু তখন বুঝেও লাভ হবে না, জনতা কাউকে রেহাই দেবে না!
এইটা তো ওনারা বলার আগেই আমরা বলে ফেলি, যেমন ওনাদের আগে এখন আপনি বলে দিয়েছে.... "এদের সম্প্রচারে সরকার কোন বাধা দিচ্ছেনা। যেকোন সময় তারা সম্প্রচার শুরু করতে পারে"
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০
সাদা মনের মানুষ বলেছেন: কিন্তু আমি তো একুশে টিভি আজকেও দেখলাম
০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১০
চাটগাইয়া জাবেদ বলেছেন: আজকে কয়টার সময় দেখেছেন?
গতকালকেই সম্প্রচার বন্ধ করে দেই এবং রাতে একুশে টিভির চেয়ারম্যানকে গ্রেফতার করে নিয়ে যায়!
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৪
আহলান বলেছেন: চরম থিওরী এপ্লাই করছে আওয়মিলীগ .... তবে থিওরীগুলো যদি কোন এক সময় বুমেরাং হয়ে ফিরে আসে, তখন বুঝবে কেমন লাগে!
০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১১
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ, তখন হয়তো বুঝবে কিন্তু তখন কিছুই করার থাকবে না! তবে তার আগেই বুঝলে দেশ নিজেদের জন্য মঙ্গল!
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১২
পৃথিবীর আলো বলেছেন: আপনি স্বাধীণতার বিপক্ষের শক্তি, যুদ্ধাপরাধের বিচার যাতে না হয় তার জন্যই BAL এর বিপক্ষে কথা বলছেন..........
০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: সত্য কথা বলে বর্তমান স্বাধীণতার বিপক্ষে থাকলেই ভালো!
তো চলেন, স্লোগান দিই.....
চাটগাইয়া জাবেদ এর ফাঁসি চাই
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: বন্দুকের নলের মূখু ক্ষমতায় কেউ থাকতে পারেনি পারবেও না।
বাংলার জনতা আবেগী! জাগতে সময় লাগে কিন্তু জাগলে কাউকে ছাড়ে না।
মিথ্যাবাদীতায় বিশ্ব সেরার পুরস্কারে গোয়েবলসের বদলে তারাই বেশী হকদার
০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩০
চাটগাইয়া জাবেদ বলেছেন: বলেছেন, বাংলার জনতা আবেগী! জাগতে সময় লাগে কিন্তু জাগলে কাউকে ছাড়ে না!
হ্যাঁ, তখন যেদিকে বাঁশ ডুকবে না, সেদিকে কুড়াল ভরে দিবে বাংলার জনতা
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৯
নতুন বলেছেন: এই ভাবে কতদিন জনগন মিথ্যা সহ্য করে যাবে??
সবাই জানে কিন্তু তার পরেও কি সুন্দর করে এরা মিথ্যা বলে যাইতেছে...
০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: যতদিন দেশের মানুষ অন্ধ সমর্থন ছেড়ে জেগে না উঠবে ততদিন এই মিথ্যা সহ্য করে যেতে হবে!
মানুষ সত্য কোনটা মিথ্যা কোনটা সব জানে কিন্তু হয়রানির ভয়ে কেউ মুখ খুলে না, তবে তার জন্য প্রয়োজন আমাদের একত্বতা! একত্বতা ছাড়া না হলে এদের রুখে দেওয়ার কোন শক্তি নাই,
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫১
চলতি নিয়ম বলেছেন: লেখক বলেছেন: আজকে কয়টার সময় দেখেছেন?
গতকালকেই সম্প্রচার বন্ধ করে দেই এবং রাতে একুশে টিভির চেয়ারম্যানকে গ্রেফতার করে নিয়ে যায়!
দেখেন তো এইটা কয়টার সময়? আবার বৈলেন না যে কবেকার?
০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২২
চাটগাইয়া জাবেদ বলেছেন: আমি ইউ.এ.ই সময় রাত ৩ টায় দেখেছি,
একুশে টিভির সম্প্রচার বন্ধ ও একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালামকে ডিবি পরিচয়ে একটি গাড়ি করে উঠিয়ে নিয়ে যায়।
সুত্রঃ চ্যানেল আই এই মুহূর্তের খবর!
একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালামকে গোয়েন্দা পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
সুত্রঃ চ্যানেল আই এই মুহূর্তের খবর!
সুত্র দিয়েছি যদি আমারটা মিথ্যা হয়ে থাকে তাহলে একুশে টিভির ওয়েবসাইটে গিয়ে জিজ্ঞাস করে দেখতে পারেন!
তাছাড়া মাননীয় মন্ত্রি হাসানুল হক ইনুর কাছে জিজ্ঞাস করেন, তাহলেই বিস্তারিত জানতে পারবেন।
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
চলতি নিয়ম বলেছেন: লিঙ্কে ক্লিক করে কি দেখলেন? একুশে খোলা না বন্ধ?
০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: পর্নোগ্রাফি মামলায় আটকের পর বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে কারাগারে পাঠানো হয়েছে৷ তবে এর সঙ্গে খালেদা-পুত্র তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে
ইটিভির চেয়ারম্যান কারাগারে, সম্প্রচারে বিঘ্ন
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
নয়ন01 বলেছেন: কিছু কিছু এলাকায় সম্প্রচার বন্ধ। কিন্তু সারা দেশব্যাপী না
০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:১১
চাটগাইয়া জাবেদ বলেছেন: আমি শুনেছি বাংলাদেশে সম্প্রচার বন্ধ, তবে বাংলাদেশের বাহিরে চালু আছে...
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৩
মতিউর রহমান মিঠু বলেছেন: গুলশান ১ ও ২, যাত্রবাড়ী, ধানমন্ডি, ঝালকাঠি, বরিশাল সহ আরো অনেক জায়গায় এখনো একুশে টিভি এখনো দেখা যাচ্ছেনা
০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: গতকাল থেকেই এখনো পর্যন্ত চট্টগ্রামের কোন থানাতেই এমনকি চট্টগ্রাম বিভাগে কোথাও দেখা যাচ্ছে না।
১২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২১
সাদা মনের মানুষ বলেছেন: একুশে টিভি কন্টিনিও চালু আছে.....যারা বলে বন্ধ তারা মিথ্যে বলছে, কারণ আমি এখনো দেখছি
০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: আচ্ছা মানলাম যারা বলছে তারা সবাই মিথ্যা বলছে কিন্তু তথ্যমন্ত্রী হাসানুল হোক ইনু সাহেবও কি মিথ্যা বলছেন?
একুশে টিভির(ইটিভি) সম্প্রচার বন্ধ করা হয়নি। একুশে টিভি দেখা যাচ্ছে না কেন তা খতিয়ে দেখা হবে। -বলেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
কন্টিনিও চালু থাকে কি তিনি বলতেন, একুশে টিভির(ইটিভি) সম্প্রচার বন্ধ করা হয়নি। একুশে টিভি দেখা যাচ্ছে না?
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২২
সাদা মনের মানুষ বলেছেন: মতিউর রহমান মিঠু বলেছেন: গুলশান ১ ও ২, যাত্রবাড়ী, ধানমন্ডি, ঝালকাঠি, বরিশাল সহ আরো অনেক জায়গায় এখনো একুশে টিভি এখনো দেখা যাচ্ছেনা
......আমাদের নরসিংদীতে দেখাযাচ্ছে
০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:২১
চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনাদের নরসিংদীতে দেখা যাচ্ছে, কিন্তু আমাদের চট্টগ্রামে এখনো দেখা যাচ্ছে না! তাহলে কি বন্ধ করা হয় নাই, আর আজকেও অন্য চ্যানেল গুলো তে ইটিভির সম্প্রচার বন্ধের কারণ নিয়ে রিপোর্ট দেখলাম। তাহলে কি তারাই মিথ্যা বলছে?
১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৩
মতিউর রহমান মিঠু বলেছেন: থাকতে পারে সাদা মনের মানুষ ভাই।
০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম, মিঠু ভাই, আপনার সাথে আমিও একমত "থাকলেও থাকতে পারে"! @সাদা মনের মানুষ ভাই
১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: পুরাই তেলেসমাতি কারবার
১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:২৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম, পুরো দেশটাই আজ তেলেসমাতি!
১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৭
ক্ষতিগ্রস্থ বলেছেন: এরশাদ শিকদাররাও ধরা খায়, খাবে
১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৫২
চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম, হাসিনা-খালেদাও একদিন ধরা খাবে জনতার হাতে!
১৭| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:২০
নিয়েল হিমু বলেছেন: চার কিংবা পাঁচ নম্বর মন্তব্যে আহলান সাহেব বলেছেন আওয়ামীলীগের থিউরি গুলো বুমেরাং করে ফিরে এলে তখন বুঝবে....
আচ্ছা চাটগাইয়া ভাই সাহেব আপনার কি মনে হয় না বিএনপি এখন বুমেরাং এ পড়ছে ? তাদের থিউরি তাদের উপর দিয়ে যাচ্ছে ?
আর এখন পর্যন্ত শেষ কমেন্ট ক্ষতিগ্রস্থের ১৬/১৭ নম্বরে যে রিপ্লাই দিয়েছেন সেটার প্রেক্ষিতে আমি কি আপনাকে জামাতি ছাগু বলে ডাকতে পারি ?
১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: বিএনপি এখন বুমেরাং এর উপরে আছে সেইটা আর বলতে হয় নাকি, জাতি দেখতেও পাচ্ছে।
"হাসিনা-খালেদাও একদিন ধরা খাবে জনতার হাতে"
বুঝতে পেরেছি, হাসিনা-খালেদার নাম উল্লেখ্য করাতে ভাবছেন আমি জামাতি! তাই না?
অন্য কিছু বলে ডাকেন, তই জামাত বলে ডাকিয়া আমাকে ছোট করিবেন না!
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, ভাই, আওয়ামী লীগ কিন্তু কখনো মিথ্যা কথা বলে না ! বুইঝেন কিন্তু...