নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
চিত্রনায়িকা হ্যাপি কোন দেশের নায়িকা সেইটা আমি জানি না, আমি কখনো এই নায়িকার একটা সিনেমাও দেখেনি, দেখার কথা দূরে থাক হ্যাপি নামে যে আমাদের ঢালিউডে একটা নায়িকা আছে সেইটা আমি আগে কখনো শুনি নাই!
তবে হ্যাপি বলিউডের নায়িকা হলে তাহলে আমার জানার বাহিরে থাকবে সেইটা সিউর, কারণ বলিউডের নায়ক-নায়িকাদের সম্পর্কে আমার একদম জানা নাই বললেও চলে কিন্তু আমাদের ঢালিউডে নায়ক-নায়িকাদের সম্পর্কে আমার বেশ ভালো জানা ছিল/আছে(বর্তমান কিছুটা ভুলে গেছি কারণ এখনের নায়িকাদের ছবি দেখলে আমার কান্দন চলে আসে )!
বর্তমানে নায়িকা যে দিনে দিনে পয়দা নেই সেইটা জানতাম না! আজ রুবেলের কারনে হয়তো জানতে পারলাম ঢালিউডে হ্যাপি নামের একটা সুন্দরী পর্দাশীল নায়িকা আছে
আচ্ছা সামুর ব্লগার ভাই-বোনেরা হ্যাপির অভিনীত কোন সিনেমা আছে নাকি? থাকলে নামটা বলেন সিনেমাটা দেখে একটু আমি হ্যাপি হইয়া যায়
আচ্ছা, সেই প্রসঙ্গে আর যাচ্ছি না, তাই এবার মূল প্রসঙ্গে চলে যাচ্ছি...
চিত্রনায়িকা হ্যাপির দেওয়া ব্যক্তিগত মামলায় রুবেল আটক, আর আদালত বলেছে "রুবেল দেশের বাহিরে গেলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে"
গতকাল বেশকিছু বিদেশী অনলাইন নিউজে রুবেলের খবর প্রকাশ করেছে। আর প্রতিটি নিউজ পোর্টালই রুবেল কে ধর্ষক হিসাবে উল্লেখ করেছে।
মাননীয় আদালত,
এখনো কি বলবেন আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়নি? অতিতের পাতা উল্টোলেই দেখবেন অনেক দেশের ক্রিকেটারের এই ধরনের মামলা আছে। আরে মিয়া অতিত বাদ দেন? বর্তমানে ভারতের ক্রিকেট দলের বিরাট কুলি(ভিরাট কোহলি) নর্তকি অনুস্কা শার্মার লগে প্রতিদিনই যৌন মিলনে ব্যস্ত আছে। আর তাদের মিলনে দুজনেরই মতামত আছে। তেমনি হ্যাপি রুবেলের যৌন মিলনেও দুজনেরই মতামত ছিলো।
এখানে রুবেলের অপরাধ "বিয়ে কেন করলো না" আর হ্যাপির অপরাধ "বিয়ের আগে দিলো কেন"
যেহুতু অপরাধী দুজনই,তাহলে রুবেল কেন একা শাস্তি পাবে?
মাননীয় আদালত, বর্তমানে রুবেল কে কারাগারে পেরন করা আদালতের স্মরণকালের শ্রেষ্ঠ ভুল করেছেন!
আদালত চাইলেই হ্যাপির করা মামলায় রুবেল কে মার্চ মাসে কারাগারে পাঠাতে পারবে। সে পর্যন্ত রুবেল কে জামিন দেয়া হোক।
শফিউলের চেয়ে রুবেল ভালো বল করে তাই আসন্ন বিশ্বকাপে মাশরাফির পাশে রুবেলকে প্রয়োজন বলে আমি মনে করি।
১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩০
চাটগাইয়া জাবেদ বলেছেন: তেলেসমাদি যুগে ভালোর মূল্য খুবই কম
- আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৭
মাঝিবাড়ি বলেছেন: জটিল লিখেছেন ভাই, মারহাবা!