নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
অনেক আশাবাদী ছিলাম আমরা জিতবো কিন্তু শেষমেশ হারছি।
তবে এজন্য আমি কিঞ্চিত দুঃখিত নয়, কারণ ভালো খেলে হারলে কোন দুঃখ নাই।
এশিয়া কাপের ফাইনালে(ক্রিকেটে) হেরেছিলাম একেবারে শেষ বলে। এবারও বঙ্গবন্ধু কাপের ফাইনালে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে হারলাম ফুটবলে
এই শালার কুফা কোন ভাবেই কাঁটল না!
কেটে যাবে অস্থির সময়
আশাবাদী বদলে যাবে গতিপথ,
ফিরে আসবে নব উদ্যম
ফুটবলে আসবে নতুন দিন।
আমি বিশ্বাস করি ফুটবলের এই ধারা অব্যাহত রাখলে, আমাদের বাংলাদেশও একদিন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহন করবে। এখন যেমন ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়ে, একদিন বাংলাদেশের পতাকাও এভাবে উড়বে বাংলাদেশ ফুটবলকে ঘিরে!
জয়-পরাজয় যাই হোক না কেন,বাংলাদেশ ফুটবলের জন্য অনেক অনেক শুভ কামনা রইল...
_লাভ ইউ বাংলাদেশ_
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম, অনেক ভালো খেলেছে, তাইতো বেশী দুঃখ করছি না!
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১০
চাঁদগাজী বলেছেন:
ভালো খেলেছে বাংলাদেশ।