নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আন্তর্জাতিক ব্র্যান্ড নেইম বিবেচনা করা হয় যাকে, তিনি আমাদের সাকিব আল হাসান। ২০১৫ সালের জানুয়ারিতে টেস্ট, ওডিআই ও টি২০ প্রত্যেক ক্রিকেট সংস্করণে এক নম্বর অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন এবং প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৪,০০০ করার গৌরব অর্জনকারী এই ক্রিকেটার ও বাংলাদেশের ক্রিকেটকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া এই প্রতিভাবান খেলোয়াড় আজ পা দিলেন আটাশ বছরে।
সাকিব আমাদের মাথা উঁচু করেছেন অনেকবার, সেই বাংলাদেশের একজন হয়েও পৃথিবীর এক নম্বর অল রাউন্ডার ক্রিকেটের তিন ফরমেই। তিনি আমাদের অনেক গৌরবের মুহূর্ত উপহার দিয়েছেন, অনেক দিতে পারবেনও আশা রাখি।
সামহোয়্যার ইন ব্লগ পরিবারের সকল ব্লগারের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেটের নক্ষত্র সাকিব আল হাসান'কে আটাশ তম জন্মদিনের শুভেচ্ছা ও আগামীর জন্য শুভ কামনা রইল!
“শুভ জন্মদিন সাকিব আল হাসান”
পরিশেষে... আমাদের শিশির ভাবী, ইয়ে মানে আমাদের সাকিব ভাইয়ের স্ত্রী শিশির ফেসবুকে ওনার পেজে শুভেচ্ছা জানিয়েছেন তা দিয়েই শেষ করলাম
“সমালোচকরা তোমার সমালোচনা করবেন, যারা ঘৃণা করার তারা ঘৃণা করবেন, ভালবাসবেন যারা ভালবাসেন, সমর্থকরা সমর্থন দেবেন। আর আমি জীবনের শেষ সময় পর্যন্ত থাকবো তোমার জন্য। তোমার হাজারো সাফল্যের মাঝে যদি কখনো ব্যর্থতা আসে, সেদিনও আমি ঠিক এভাবেই পাশে থাকবো; একেই তো ভালবাসা বলে। শুভ জন্মদিন, আমার ভালবাসা, আমার বন্ধু আমার স্বামী। ভালবাসি তোমায়, তোমার অভাব বোধ করছি। জানি, এ মুহূর্তে তোমার পাশে নেই আমি, কিন্তু তোমার পেছনে আছি সবসময়”।
২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: অবশ্যই আশা রাখি, আরো ভালো দায়িত্বশীল আচরণ এবং টিম গেম উপহার পাবে।
হাছান ভাই আপনাকেও ধন্যবাদ।
২| ২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৭
মোজাহিদুর রহমান ব বলেছেন: সাকিব মনে হয় বাংলাদেশের ১ নং অহংকারি এবং দায়িত্ব জ্ঞান হিন ক্রিকেটার , পাইসে একটা ডিস্কো বউ ওটা নিয়েই খুশি । তার থেকে মুশফিক এবং মাশরাফিকে মনে হয় তারা খেলে দেশের জন্য
২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: আমি মনে হয় হয়না বলবো না, আমি বলবো সাকিব বাংলাদেশের ১নং অহংকারি, কারণ তার মত যদি অন্য দেশের কোন খেলোয়াড় হল তাহলে সেইত মানুষকে মানুষই মনে করতো না! নমুনা ভারতের কলি ও রায়নাকে দেখতে পারেন, তাদের চেয়ে আমাদের সাকিব হাজার গুণ কম আছে!
কিন্তু দায়িত্ব জ্ঞান হিন ক্রিকেটার সেইটা কিভাবে বুঝলেন?
৩| ২৪ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০২
আবুল হাসেম রায়হান বলেছেন: ^মোজাহিদুর ভাই,
এক নম্বর অহংকারী দেখেই একনম্বর অলরাউন্ডার।বিশ্বসেরা।আসলে সুন্দরী বউ পাইসে দেখেই আমাদের জ্বলে।
২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: রায়হান ভাই, খেলার সাথে বিবিকে জড়ান ক্যান?
৪| ২৪ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
মোজাহিদুর রহমান ব বলেছেন: হা ভাই আবুল হাসেম রায়হান
ওর বউ অনেক কিউট
২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২০
চাটগাইয়া জাবেদ বলেছেন: আস্তাগফিরুল্লাহ,
মোজাহিদ ভাই, আরেকজনের বউরে কিউট কইতে আপনের শরম লাগে নাই?
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০০
রুপম হাছান বলেছেন: সাবিক আল হাসানের জম্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয় আগামী দিনগুলোতে বাংলাদেশ ক্রিকেট টিম তার কাছ থেকে আরো বেশি দায়িত্বশীল আচরণ এবং টিম গেম উপহার পাবে।
ধন্যবাদ ভাই জাবেদ আপনি লেখাটি শেয়ার করার জন্য।