| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাটগাইয়া জাবেদ
প্রবাসী মন!
আজ আমার একজন বাল্যকালের বন্ধুর ইন্তেকাল!
এভাবে একে একে সব বন্ধুরা আমাকে ছেড়েই ইন্তেকাল করিয়াছেন। আর আমার ইন্তেকালের এখনো কোন হদিস নাই ![]()
আমার বাল্যকালের বন্ধুর সংখ্যা অগণিত, সব বন্ধুরা বিয়ে করলেও মাত্র আমরা সাত-আটজনই রয়ে গেছি বউ ছাড়া! বউ ছাড়া কিন্তু বেশ ফুরফুরে একটা জীবন, সেইটা কদিন পরেই বুঝবে তারা, বউ কারে কয় ![]()
আসলে, আমি ঐসব বিয়ে সাদিতে নাই, সে জন্যই তো ঐসবের ধারে কাছে যাচ্ছি না ![]()
ব্যাচেলর লাইফ কিন্তু খারাপ না, যুগে যুগে কালে কালে ব্যাচেলরদেরই জয় হোক ![]()
পরিশেষে, বন্ধু তোদের অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত, তোদের আত্মার শান্তি মাগফেরাত কামনা করছি!
০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! তাইতো বলি, ব্যাচেলর লাইফ খারাপ না।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটাই বিয়ে করে কে কবে প্রেম করেছে!!