নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

আমরা কি এমুন পাকিস্তান চেয়েছিলুম? ;)

১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৮

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। প্রায় এক মাসের সফরকালে পাকিস্তান ক্রিকেট দল আমাদের বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তার মধ্যে গতপরশু প্রথম ওয়ানডেতে আমরা বড় ব্যাবধানে জিতেছিলাম :)

দ্বিতীয় ওয়ানডের আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল পাকি। খেলার শুরু থেকেই ১ উইকেট দেখে গিয়েছিলাম, কিন্তু এখন ভাত খেয়ে এসেই দেখি পাখি থুক্কু পাকিরা ৪ উইকেট চলে গিয়েছিল =p~



তারপর, কয়েক মিনিটের মধ্যে আরো ১ উইকেটের পতন B-) তারপর অনেকক্ষণ কোন উইকেট যায়নি, কিন্তু বাংলার টাইগারদের কাছে ব্যাটিং এ পাত্তা পাইনি ও পাচ্ছে না পাকিরা। এখন পোস্ট'টা লেখা কালীন আরো একটা উইকেটের পতন ঘটেছে ;)



তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় নিয়ে ১-০তে এগিয়ে আছে আমাদের টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে আমাদের B-))



সর্বশেষ স্কোরঃ

পাকিস্তানঃ- ১৭০/৬

ওভার ৪১



ইনশা-আল্লাহ্‌ পাকিদের আজকে ২৫০ এর আগেই বুক করবে আমাদের বাংলার দামাল ছেলেরা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫০

নীল আকাশ ২০১৪ বলেছেন: ভাগ্যিস আমি জাতীয় দলের খেলোয়াড় না। হলে দুই একটা পাইক্কাকে লাত্থি মারার লোভ কিছুতেই সামলাতে পারতাম না। পাইক্কারা এমনই বেজন্মার জাত!

তবে বাংলাদেশ সফরে আসা এই পাকিস্তান দলকে দেখে কেমন যেন এক ধরণের করুণা অনুভব করছি!

২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৯

চাটগাইয়া জাবেদ বলেছেন: সেই জন্যই তো আপনাকে জাতীয় দলের খেলোয়াড় বানাই নি, কারণ লাত্তি মারলেই চলে যেত, আর চলে গেলে আজকে বাংলা ওয়াশ দিতাম ক্যামনে ;) =p~

২| ১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

তপ্ত সীসা বলেছেন: ভালো কইছেন ভায়া। এইরকম আবাল গুলা খেলতে আসুক আমরাও চাইনাই। ৩-০ স্কোরলাইন ডিক্লেয়ার দিলাম

২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২১

চাটগাইয়া জাবেদ বলেছেন: ভায়া, ৩-০ স্কোরলাইন ডিক্লেয়ার ;)

পাকি খাইল বাংলা ওয়াশ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.