নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

আমার জটিল মারাত্মক অভ্যাস বা নেশা এত দ্রুত সময়ে কোন কারণ ছাড়াই পরিবর্তন দেখেই আমি নিজেও চিন্তিত!

৩০ শে মে, ২০১৫ ভোর ৫:০৭

দুনিয়ার কম বেশী সব মানুষের একেকজনের একেক রকমের একটা অভ্যাস বা নেশা থাকে/আছে। কারো এটা, কারো ওটা, ঠিক তেমনি আমারও একটা খুব খুবই জটিল মারাত্মক অভ্যাস বা নেশা ছিল, আর সেটা হচ্ছে- "রাত জাগা" নেশা। কারণে অকারণে রাত জাগতাম(নেশা বললাম এ জন্য যে, রাত জাগাটা আমার কাছে নেশার মত ছিল! রাত না জাগলে তখন আমার ভালো ঘুম লাগতো না!)

এমন একটা সময় ছিল, কোন কারণ ছাড়াই অনেক রাত(এমনকি সারারাত) পর্যন্ত অযথা জেগে থাকতাম। সেইটা অবশ্যই সেই সময়ের সকলের জানা, সময়টা বেশী দিন না, এইতো ৭/৮ মাস আগেও। তখন আমাকে কম বেশী সবাই বলতো/বলেছেন- "তুমি/আপনি কি ঘুমান না? দিনের বেলা ও রাতের বেলা যখনই ফেবুতে আসি, আপনাকে দেখা যায়"

কিন্তু কয়েক মাস আগে দেশ থেকে আসার পর এখন আর রাত জেগে থাকি না। না ঘুমিয়ে রাত জেগে থাকতে ভাল লাগে না, এখন রাত ১২টা বাজার সাথে সাথে কম্পিউটার অফ করে বিছানায় শুয়ে পড়ি, আর এখন রাত ১২টা হলেই আর জেগে থাকতে ভালো লাগে না, চোখে ঘুম আসুক বা নাইবা আসুক শুয়ে পড়ি বিছানায় :)

হ্যাঁ! এইটা আমার ছোট বেলা থেকেই অভ্যাস ছিল, বিশেষ করে প্রাইমারী স্কুল পাড়ি দিয়ে হাই স্কুলে ওঠার পরপর থেকেই এই রাত জাগা অভ্যাস হয়েছিল! যে রাত জাগার জন্য মায়ের কত বকুনি ও মাইর খেয়েছি :(( এমনকি কয়েকমাস আগেই দেশে গিয়েছিলাম, তখনো মা বকা দিত আর বলতো "জাবেদ তোর এই রাত জাগা বদ অভ্যাসটা এখনো বদলাতে পারলি না!" দেশ থেকে আসার পর এত অল্প সময়ের মধ্যে রাত জাগার অভ্যাস বা নেশাটার এমন আশ্চর্য পরিবর্তনের কথা শুনে আমার মা অভিভূত হয়ে গেলেন। এবং আমার রিয়েল বন্ধু মহলের সকলেই শুনে অবাক হয়ে গিয়েছে।

অনেকে আমাকে বলেছে- কেন বা কি কারণে ও কিভাবে এত পরিবর্তন? হয়তো আপনারাও একই প্রশ্ন রাখতে পারেন? তাদের বলেছি আপনাদেরও বলবো- সত্যি বলতে কি, আসলে কেন বা কি কারণে ও কিভাবে সেইটা আমি নিজেও জানি না! তবে কয়েকমাস আগেই দেশ থেকে আসার পরপরেই আমার এই পরিবর্ত :) সত্যি আমার এত পুরানো এ অভ্যাস বা নেশাটা এত দ্রুত সময়ে কোন কারণ ছাড়াই আমার রাত জাগার পরিবর্তন দেখেই আমি নিজেও চিন্তিত!

তবে কথায় আছে না,
মানুষ বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়। ঠিক আমিও তাই, তবে রাত জাগা ভালো না ভাই :P :)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৫ ভোর ৫:৩০

চাঁদগাজী বলেছেন:



যাদের রাতে ঘুম হয় না, তাদের বিদেশ চলে যেতে হবে।

০২ রা জুন, ২০১৫ দুপুর ২:১৫

চাটগাইয়া জাবেদ বলেছেন: তাইতো আপ্নে বলার আগেই আমি চলে আইছি B-)

২| ৩০ শে মে, ২০১৫ সকাল ৭:৪৭

হার্ড নাট বলেছেন: কালকে রাত থেকে এখন প্রযন্ত ঘুমাই নাই। রাতজাগা সত্যিও নেশা।

০২ রা জুন, ২০১৫ দুপুর ২:১৬

চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! সাধারণত আমরা নেশা বলতে মাদককেই বুঝি কিন্তু রাত জাগাটাও একটা নেশা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.