নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
এবার মাছ চুরির অভিযোগে রবিউল নামে শিশুকে পিটিয়ে হত্যা!
দেশ কোন দিকে যাচ্ছে? সিলেটের শিশু রাজন হত্যার রেশ এখনো কাটেনি এরই মধ্যে গত সোমবার খুলনায় ১২ বছর বয়সী রাকিব নামে এক শিশুকে নির্মমভাবে মলদ্বারে কম্প্রেসার পাইপ ঢুকিয়ে পেটে বাতাস দিয়ে অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা। আজকে আবার (আজ বুধবার) বরগুনার তালতলী উপজেলার চোনাকাটা ইউনিয়নের আমখোলা গ্রামে মাছ চুরির অভিযোগে রবিউল আউয়াল নামে ১০ বছর বয়সী এক শিশুকে পিটিয়ে হত্যার করেছে মিরাজ নামের এক ব্যক্তি।
কিছুদিন আগে সিলেটে রাজন, গত সোমবার খুলনায় রাকীব, আজকে বরগুনায় রবিউল নামে আরেক শিশু, কালকে আরেক নামে আরেক শিশু... বাহ, বাহ, ভালো তো? ভালো না!
এভাবে চলতে থাকলে আমি মনে করি নই, নিশ্চিত বলতে পারি আমরা বিশ্বে শিশু নির্যাতনের শীর্ষে ১ম স্থান দখল করতে আমাদের আর বেশী সময় লাগবে না!!
কোন দেশে আছি আমরা? শিশু রাজন হত্যার বিচার এখনো হয়নি এবং হোক বা না হোক! একইভাবে কিন্তু শিশু নির্যাতন করে হত্যা!
দিন দিন শিশু নির্যাতন চলছেই, এভাবে চলবেই। যতদিন না অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়া না হয় ততদিন ঐ মানুষরূপী অমানুষগুলী শিশু নির্যাতন করে হত্যা করতে ভয় পাবে না! রাজনের হত্যাকারীদের যদি সাথে সাথেই শাস্তি দিয়ে দিত তাহলে আজকে এই দুইটা শিশু হয়তো লাশ হতে হত না!
হিসাব বরাবর করে বিচার চাই! মানুষরূপী অমানুষগুলোদের ফাঁসি চাই! চাইবো বা কার কাছে, দেশে কি আইন আছে?
এবার মাছ চুরির অভিযোগে শিশুকে হত্যা
©somewhere in net ltd.