নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
আমি বেশী কিছু লিখছি না বা লিখবো না, শুধু মাত্র একটা কথায় বলতে এসেছি। জাফর ইকবাল স্যার সম্পর্কে আমি অনেক আগেই অবগত ছিলাম। কিন্তু এবার যারা ওনার ছাত্র বা ওনাকে যারা শ্রদ্ধা করে, ভালোবাসে, সম্মান করে এবার এবার তাদের মধ্যেই অনেকে অবগত হয়েছে জাফর ইকবাল কে?!
আসলে, বিশ্বাস করার মত না হলেও এটা সত্য যে, আমার দেখা অনেক ভাই-বোন ও এতদিন ধরে যে সমস্ত মানুষ জাফর ইকবাল স্যারকে মন থেকে সম্মান শ্রদ্ধা ও ভালোবাসতো, আজ তারা অপদার্থ, পল্টিবাজ, ধান্দাবাজ, লেজুরবৃত্তি ও কলুষিত দলকানা বলে ধিক্কার দিচ্ছে!
কারণ তারা এতদিন না জানলে বা না বুঝলেও, তারা এবার ঠিকেই চিনতে ও বুঝতে পেরেছে জাফর ইকবাল কে, কি তার লক্ষ্য ও উদ্দেশ্য? কোন পথে হাঁটেন তিনি! আর এতদিন লোক মুখে বলাবলি শুনতো জাফর ইকবাল অমুক-তমুক কিন্তু এখন ওনার কাজেই প্রমান করে দিয়েছেন তিনি সত্যি কে, কি করেন!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২০
চাটগাইয়া জাবেদ বলেছেন: তাহলে এতদিন আপনিও সে না বুঝার দলে ছিলেন! থাক দেরীতে হলেও বুঝেছেন। এবার স্যারকে সঠিক পথে ফিরানোর চেষ্টা করতে পারেন।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭
অর্ধ চন্দ্র বলেছেন: অন্যরা না পারলে ও আপনি কিন্তু ঠিকই বুঝেছেন !!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২১
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! অবশ্যই কিছুটা ঠিকেই বুঝেছি, কারণ আক্কেলের চেয়ে হাতি কখনো বড় হতে পারে না!
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার তো মন চাইতেছে তাঁর অনুসারীদের স্ট্যাটাস কী হয় সেটা এখন দেখার জন্য। তাদের কি এখন গলায় দড়ি দিয়ে মরা উচিত না? স্যারের এই ডাবল স্ট্যান্ডার্ড-এর জন্য?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: ধিক্কার জানাই জাফর স্যারের এই লেজুরবৃত্তিকে!
আমরা ছাত্র সমাজ আপনার কাছ থেকে এটা প্রত্যাশা করিনি। আপনার প্রতি আমার এত দিনের শ্রদ্ধা ভালোবাসা সবকিছুকে অস্বীকার করতে ইচ্ছে করছে খুব।
তালগাছ ভাই, এটা আমার মন্তব্য বা লেখা নয়, আপনি বলেছেন "আমার তো মন চাইতেছে তাঁর অনুসারীদের স্ট্যাটাস কী হয় সেটা এখন দেখার জন্য"
তাই আপনার জন্য মাত্র একজন ছাত্রের আংশিক লেখা দিয়েছি, সামুতে চোখ মেলে দেখুন তার ছাত্রের অনেক পোস্ট পাবেন ধিক্কার পোস্ট!
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০১
কলাবাগান১ বলেছেন: ক্লাশ এইট পাশ দের কাছ থেকে ক্যালটেকে পোস্ট ডক করা লোক কে এখন শিখতে হবে কিভাবে জামাত-রাজাকার দের বিরুদ্ধে আর কিছু যাতে না লিখা হয়
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪১
চাটগাইয়া জাবেদ বলেছেন: কলাবাগান ভাই, আমি কিন্তু এইট পাস না, ফোর পাস
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৬
কর্পোরেট পাপী বলেছেন: এক হিসেবে তাদের শাস্তি দেওয়া অন্যায় হয়েছে। তারা জাদের কাছ থেকে এ সব কাজ করার জন্য সাহস পায় আগে তাদের বিচার করতে হবে। তার মানে এই নয় তারা ছাড় পাবে" এটা ছিলো জাফর স্যারের কথা। পুরো কথা না শুনে/না বুঝে আজাইরা লাফাইয়েন না। ধন্যবাদ
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: বুঝেছি ভাই বুঝেছি,
বুঝেছি বলেই তো আজাইরা হয়ে গেলাম!
আপনাকেও ধন্যবাদ...
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫২
মোহাম্মদ জামিল বলেছেন: লেখক ভাই - কলাবাগান এর মতে - যুদ্ধআপরাধীদের বিচাল বানচাল করার জন্য জাফর ইকবাল স্যার এর বিরুদ্ধে এ ষড়যন্ত্র। উনি মানুষ না আওয়ামীলীগ---
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: না, উনি মানুষ না, আওয়ামীলীগ না, উনি মুক্তিযোদ্ধা!
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬
বাড্ডা ঢাকা বলেছেন: হুম বুঝতে দেরী হয়ে গেছে ।