নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
গত কয়েকমাস ধরেও দেশে ভারতীয় গরু আসছিলো। ওদেশের কর্তারা বললো- জান দেবো তবু গরু মাতার ইজ্জত বিক্রি করবো না। আমাদের দেশের মানুষজন দেশীয় গরুর মাংশের বর্ধিত মূল্য এবং আগামী দিনের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে গরু উৎপাদন বাড়িয়ে দিলো।
প্রায় সবকিছু ঠিকঠাক মতোই চলছিলো। হঠাৎ দেখা যাচ্ছে- ঝাঁকে ঝাঁকে ভারতের গোমাতা, গো পিতা এবং গো পুত্রগন দলে দলে আসছে। উদ্দেশ্য বাংলাদেশের গরুর বর্ধিত বাজার মূল্য থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়া। অন্যদিকে, আগামী দিনে স্বয়ং সম্পূর্ন হবার লক্ষে যেসব খামারী কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিলো তাদেরকে পথে বসিয়ে দেয়া!
ভারতীয় গো দালালরা আরো একটি সর্বনাশ করছে। তারা বলছে বাংলাদেশের গরুকে মোটা তাজা করার জন্য ওষুধ খাওয়ানো হয়েছে। ফলে এদেশীয় গরুও মাংশে বিষ রয়েছে। কাজেই দেশীয় মোটা তাজা হৃষ্ট পুষ্ট গরুর মাংশ না খেয়ে ভারতীয় মৃত প্রায় হাড্ডিসার গরু খাও। ভারতীয় গরু সাধারনত ৩ কাজে ব্যবহৃত হয়। গাভী দুধ দেয়। বলদ হাল চাষ করে এবং মাল টানে । এগুলো যখন বুড়ো হতে হতে প্রায় মরতে বসে তখন একধরনের মেডিসিন পুশ করে মাস খানেকের জন্য উজ্জীবীত করা হয়। তারপর পাঠিয়ে দেয়া হয় সীমান্তের ওপর পাড়ের গো খাদকগনের নিকট।
কার্টেসিঃ- সাবেক এমপি গোলাম মওলা রনির ফেসবুক ফ্যান পেইজ থেকে।
- আসলে আমি ওনার ফ্যান পেইজের লাইকার না! ওনাদের ফলোও করি না! এক বন্ধু শেয়ার দেওয়াতে নজরে পরছে কিন্তু কথাগুলো একদম সত্যি ও বাস্তব কথা বলেছেন। তাই শেয়ার না করে পারলাম না! ভারত বাংলাদেশকে গরু না দেওয়া ও সীমান্তে কড়া নজর দেওয়া, গরুকে নিয়ে অমুক-তমুক, সব নাটক! তাছাড়া গত ১৭ই সেপ্টেম্বরে সামুতে গরু নিয়েই বাণিজ্যিক কৌশল নেয়াই ছিল বিজেপি সরকারের মূল লক্ষ্য! পোস্ট'টাতে তো বলেও ছিলাম যে- ভারতের বিজেপি দলের নেতা থেকে শুরু করে রাজনাথ সিং জানতেন ভারত থেকে গরু বাংলাদেশে আসা বিএসএফ দিয়ে বন্ধ করা যাবে না। গরু আসবেই বরং গরু আসতে দেয়া হবে না বলে ঈদের দিন কয়েক আগে আগের বছরের চেয়ে বেশী গরু ঢুকিয়ে দেয়ার এক বাণিজ্যিক কৌশল নেয়াই ছিল বিজেপি সরকারের মূল লক্ষ্য! কারণ যে গরু আগে পঞ্চাশ হাজার টাকা, এখন সে গরু সত্তর হাজার টাকা, লাভ কার? বুঝেন এবার বাণিজ্যিক কৌশলী বিজেপি সরকারের মূল লক্ষ্য!
ভারতীয় গরু আসছে, বাংলাদেশী কৃষক মরছে!
তাই বলবো, দেশী গরু খান, দেশের টাকা দেশেই রাখুন!
©somewhere in net ltd.