নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
ছবিই যখন কথা বলে, তখন আর বলার বাকিই বা রইলো কি ?
উৎসর্গঃ শহীদ নুর হোসেন!
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: আছে বলেই তো, উৎসর্গ শহীদ নুর হোসেনকে করেছি!
২| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:০২
বেরসিক কথক বলেছেন:
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:১০
চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনে একটা রাদাকার! আপনের ফাঁসি চাই
৩| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:২৮
চাঁদগাজী বলেছেন:
জিয়া বেঁচে থাকলেও একই অবস্হা হতো। জিয়া এগুলো পথে খুলে দিয়ে গেছে।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫০
চাটগাইয়া জাবেদ বলেছেন: বেঁচে থাকলেই হতো, এখনতো বেঁচে নেই। আবার তার বিপরীতও হতো হয়তো। যিনি বেঁচে নেই তার কথা এখানে বলার কোন অর্থ খুজে পাচ্ছি না!!
তা, আপনি জিয়া বিষয়ক সম্পাদক কবে হয়েছেন?
৪| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৪১
মুজিব আলম বলেছেন: চাঁদগাজীর পাছায় already আগুন লেগে গিয়েছে। তাই জিয়াকে এই পোস্টে টেনে এনেছে। লোকটা আসলেই একটা খবিস।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: আওয়ামীলীগের জনাব ডঃ হাসান মাহমুদ খালেদা বিষয়ক সম্পাদক। তিনি যে কোন কিছুতেই খালেদাকে টেনে আনে। আর এদিকে চাঁদগাজী বোধহয় জিয়া বিষয়ক সম্পাদক! তাই এটাতে জিয়াকে টেনে আনছে!
৫| ১১ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৩২
মুজিব আলম বলেছেন: ওনি বিএনপি বিষয়ক মহা সম্পাদক। যে কোনো বিষয়েই লেখা হউক না কেন বিএনপিকে টেনে আনবেই। ব্লগে এই রকম ইতর দেখা যায়না।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: বাদ দেন ওনার কথা, আসলে ওনারও কোন দোষ নেই, কারণ ওনি তো শুধুমাত্র ওনার জব এর ডিউটি করার জন্যই ব্লগে আসে! তাই জব বাঁচাতে ওনি এসব করে থাকেন!
৬| ১১ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:১৩
ঘূণে পোকা বলেছেন: এই রাতে কি মাথায় ভীমরতি ধরছে নি ভাউ
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: ভীমরতি না, ঘূণে পোকা ধরছে ভাউ
৭| ১১ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৪
কমরেড ফারুক ২ বলেছেন: ভাল. বাপ বেটার টা ভাল লাগলো
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: এখানে তো বাপ-বেটার কোন ছবি নাই ভাউ?
৮| ১১ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৪
কমরেড ফারুক ২ বলেছেন: ভাল. বাপ বেটার টা ভাল লাগলো
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: ভাউ, এখানে তো বাপ-বেটার কোন ছবি নাই?
৯| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪১
মানবী বলেছেন:
সেদিন নূর হোসেন বুকে পিঠে লিখে এনেছিলেন
"গণতন্ত্র মুক্তি পাক, স্বৈর তন্ত্র নিপাত যাক"
আর ছবিগুলোর কারনে এই পোস্টটির শিরোনাম হতে পারতো "গণতন্ত্র নিপাত যাক, স্বৈরতন্ত্র মুক্তি পাক"
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! এখন সময়ের দাবী...
"গণতন্ত্র নিপাত যাক, স্বৈরতন্ত্র মুক্তি পাক"
১০| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৫
প্রামানিক বলেছেন: দারুণ কালেকশন
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: ধন্যবাদ দাদা, আরো ছিল কিন্তু দিই নাই।
১১| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' আর কত অপমানের পরে জাতী হবে নির্লজ্জ । ''
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:০৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: আমরা/আমাদের কাছে নির্লজ্জ বলতে কিছু নেই এখন! সব জাদুঘরে!
১২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৭
মোঃ ইয়াসির রহমান বলেছেন: ছবি কথা বলে, বলছে এবং ভবিষ্যতেও বলতেই থাকবে। কিন্তু আমি-আমরা বোধহয় বধির হয়ে গেছি। জানিনা আমাদের এই বধিরতা কবে কাটবে কিম্বা অদৌ কাটবে কিনা।
মানবী, আপনি খুব সংক্ষেপে সুন্দর করে অনেক কথা বলে ফেলেছেন। ভালো লাগলো।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:০৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: বোধহয় নয় সত্যিই আমরা বধির হয়ে গেছি। এখনো সময় আছে কেটে উঠার না হলে এই বধিরতা সহজে কাটবে না!
১৩| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২৪
প্রবাসী ভাবুক বলেছেন: নূর হোসেন বেঁচে থাকলে হয়তো লজ্জায় আত্মহত্যা করতেন৷
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:০১
চাটগাইয়া জাবেদ বলেছেন: তার আগে হয়তো নূর হোসেনকে গুমও করে ফেলত সরকার!
১৪| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৩২
মহিমা আজম হিমু বলেছেন: একটা স্বতন্ত্র লেখাতেও একে ওকে টানা খুব বিরক্তিকর। :-<
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৪২
চাটগাইয়া জাবেদ বলেছেন: তাই বুঝি! :-
১৫| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫২
মহিমা আজম হিমু বলেছেন: জি। :-)
১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:১০
চাটগাইয়া জাবেদ বলেছেন: আসলে আমরা এখন টানাটানির মধ্যেই বসবাস করছি, তাই আমাদের এ অবস্থা!
১৬| ১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:১৪
মহিমা আজম হিমু বলেছেন: তা অনেকাংশে ঠিক। ;-)
১৭| ১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:২৮
রুদ্র জাহেদ বলেছেন: হুম এটাই সত্যি!!!
১৮| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মনত হদে দুনোয়ারে কুঁইর দিয়রে...............
১৯| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গণতন্ত্র গণতন্ত্র আর গণতন্ত্র। আপনারা এত গণতন্ত্র দিয়ে কী করবেন যেখানে মানুষের জীবন কুত্তার জীবনের চেয়েও মূল্যহীন। ধন্যবাদ।
ভালো থাকবেন নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৩
আমি মিন্টু বলেছেন: ওরে ভাই গণতন্ত্র আছে বাংলাদেশে ।