নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

গনতন্ত্র মুক্তি ... ?

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৮

ছবিই যখন কথা বলে, তখন আর বলার বাকিই বা রইলো কি ?
উৎসর্গঃ শহীদ নুর হোসেন!






মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৩

আমি মিন্টু বলেছেন: ওরে ভাই গণতন্ত্র আছে বাংলাদেশে । :) B-) :-/

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৯

চাটগাইয়া জাবেদ বলেছেন: আছে বলেই তো, উৎসর্গ শহীদ নুর হোসেনকে করেছি!

২| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:০২

বেরসিক কথক বলেছেন:

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:১০

চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনে একটা রাদাকার! আপনের ফাঁসি চাই ;)

৩| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:২৮

চাঁদগাজী বলেছেন:

জিয়া বেঁচে থাকলেও একই অবস্হা হতো। জিয়া এগুলো পথে খুলে দিয়ে গেছে।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫০

চাটগাইয়া জাবেদ বলেছেন: বেঁচে থাকলেই হতো, এখনতো বেঁচে নেই। আবার তার বিপরীতও হতো হয়তো। যিনি বেঁচে নেই তার কথা এখানে বলার কোন অর্থ খুজে পাচ্ছি না!!

তা, আপনি জিয়া বিষয়ক সম্পাদক কবে হয়েছেন?

৪| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৪১

মুজিব আলম বলেছেন: চাঁদগাজীর পাছায় already আগুন লেগে গিয়েছে। তাই জিয়াকে এই পোস্টে টেনে এনেছে। লোকটা আসলেই একটা খবিস।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৬

চাটগাইয়া জাবেদ বলেছেন: আওয়ামীলীগের জনাব ডঃ হাসান মাহমুদ খালেদা বিষয়ক সম্পাদক। তিনি যে কোন কিছুতেই খালেদাকে টেনে আনে। আর এদিকে চাঁদগাজী বোধহয় জিয়া বিষয়ক সম্পাদক! তাই এটাতে জিয়াকে টেনে আনছে!

৫| ১১ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৩২

মুজিব আলম বলেছেন: ওনি বিএনপি বিষয়ক মহা সম্পাদক। যে কোনো বিষয়েই লেখা হউক না কেন বিএনপিকে টেনে আনবেই। ব্লগে এই রকম ইতর দেখা যায়না।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৪

চাটগাইয়া জাবেদ বলেছেন: বাদ দেন ওনার কথা, আসলে ওনারও কোন দোষ নেই, কারণ ওনি তো শুধুমাত্র ওনার জব এর ডিউটি করার জন্যই ব্লগে আসে! তাই জব বাঁচাতে ওনি এসব করে থাকেন!

৬| ১১ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:১৩

ঘূণে পোকা বলেছেন: এই রাতে কি মাথায় ভীমরতি ধরছে নি ভাউ

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৬

চাটগাইয়া জাবেদ বলেছেন: ভীমরতি না, ঘূণে পোকা ধরছে ভাউ :P

৭| ১১ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৪

কমরেড ফারুক ২ বলেছেন: ভাল. বাপ বেটার টা ভাল লাগলো

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: এখানে তো বাপ-বেটার কোন ছবি নাই ভাউ?

৮| ১১ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৪

কমরেড ফারুক ২ বলেছেন: ভাল. বাপ বেটার টা ভাল লাগলো

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: ভাউ, এখানে তো বাপ-বেটার কোন ছবি নাই?

৯| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪১

মানবী বলেছেন:

সেদিন নূর হোসেন বুকে পিঠে লিখে এনেছিলেন

"গণতন্ত্র মুক্তি পাক, স্বৈর তন্ত্র নিপাত যাক"



আর ছবিগুলোর কারনে এই পোস্টটির শিরোনাম হতে পারতো "গণতন্ত্র নিপাত যাক, স্বৈরতন্ত্র মুক্তি পাক"

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫৫

চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! এখন সময়ের দাবী...
"গণতন্ত্র নিপাত যাক, স্বৈরতন্ত্র মুক্তি পাক"

১০| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৫

প্রামানিক বলেছেন: দারুণ কালেকশন

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫৭

চাটগাইয়া জাবেদ বলেছেন: ধন্যবাদ দাদা, আরো ছিল কিন্তু দিই নাই।

১১| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' আর কত অপমানের পরে জাতী হবে নির্লজ্জ । ''

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:০৩

চাটগাইয়া জাবেদ বলেছেন: আমরা/আমাদের কাছে নির্লজ্জ বলতে কিছু নেই এখন! সব জাদুঘরে!

১২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৭

মোঃ ইয়াসির রহমান বলেছেন: ছবি কথা বলে, বলছে এবং ভবিষ্যতেও বলতেই থাকবে। কিন্তু আমি-আমরা বোধহয় বধির হয়ে গেছি। জানিনা আমাদের এই বধিরতা কবে কাটবে কিম্বা অদৌ কাটবে কিনা।
মানবী, আপনি খুব সংক্ষেপে সুন্দর করে অনেক কথা বলে ফেলেছেন। ভালো লাগলো।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:০৭

চাটগাইয়া জাবেদ বলেছেন: বোধহয় নয় সত্যিই আমরা বধির হয়ে গেছি। এখনো সময় আছে কেটে উঠার না হলে এই বধিরতা সহজে কাটবে না!

১৩| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২৪

প্রবাসী ভাবুক বলেছেন: নূর হোসেন বেঁচে থাকলে হয়তো লজ্জায় আত্মহত্যা করতেন৷

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:০১

চাটগাইয়া জাবেদ বলেছেন: তার আগে হয়তো নূর হোসেনকে গুমও করে ফেলত সরকার!

১৪| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৩২

মহিমা আজম হিমু বলেছেন: একটা স্বতন্ত্র লেখাতেও একে ওকে টানা খুব বিরক্তিকর। :-<

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৪২

চাটগাইয়া জাবেদ বলেছেন: তাই বুঝি! :-

১৫| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫২

মহিমা আজম হিমু বলেছেন: জি। :-)

১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:১০

চাটগাইয়া জাবেদ বলেছেন: আসলে আমরা এখন টানাটানির মধ্যেই বসবাস করছি, তাই আমাদের এ অবস্থা!

১৬| ১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:১৪

মহিমা আজম হিমু বলেছেন: তা অনেকাংশে ঠিক। ;-)

১৭| ১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:২৮

রুদ্র জাহেদ বলেছেন: হুম এটাই সত্যি!!!

১৮| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মনত হদে দুনোয়ারে কুঁইর দিয়রে...............

১৯| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গণতন্ত্র গণতন্ত্র আর গণতন্ত্র। আপনারা এত গণতন্ত্র দিয়ে কী করবেন যেখানে মানুষের জীবন কুত্তার জীবনের চেয়েও মূল্যহীন। ধন্যবাদ।




ভালো থাকবেন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.