নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
সত্যি কথা বলতে কি, জিম্বাবুয়ের অহংকারহীনা, ভদ্র ও সহজ-সরল চেহারার খেলোয়াড়গুলোকে দেখলে খুবই মায়া লাগে! তাদের সাথে বাংলাদেশ খেলছে/খেললে তেমন বেশী অনুভূতি জাগে না। হারলেও তেমন বেশী কষ্টও লাগে না, মনকে বুঝাতে বেশী কষ্টও হয়না। (তাই বলে আমি বলছিনা তাদের কাছ থেকে বাংলাদেশ হারতে হবে! খেলায় হারজিত অবশ্যই আছে। যদি হেরে যায় তখনের কথা বললাম, কিন্তু সব সময় একটাই চাওয়া লাল-সবুজ জার্সিদের জয়!) কারণ কেমন জানি তাদের আপন আপন মনে হয়।
তবে হ্যাঁ! বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সত্যিকারের বন্ধু কিন্তু এ জিম্বাবুয়ে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অসময়ে তাদেরই পেয়েছিল বেশী। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে তাদের অবদান অনেক। এটা আমাদের কিন্তু স্বীকার করতে হবে।
যাই হোক, আজকের কথা বলি, এক দিকে আমাদের সিরিজ জয় নিশ্চিত হয়েছে আগের ম্যাচেই। অন্যদিকে প্রতিপক্ষ জিম্বাবুয়ে! আজকের ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। তবুও জয় লাল-সবুজের দিকেই হাতছানি দিচ্ছে
আজকে জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের তামিম-কায়েস ওপেনার জুটি তো ভালোই খেলতেছে। রানের পাহাড় হচ্ছে, জয় এগিয়ে আসছে।
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০
চাটগাইয়া জাবেদ বলেছেন: জানি অহংকার পতনের মূল!
তবে সম্ভাবনা আমাদের পক্ষে তাই নিশ্চিত ধরে নিলাম,
ইতিহাসে আজকে আরেকটি 'বাংলাওয়াশ' এর মালিক হবে বাংলাদেশ...
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২০
জারাহ বলেছেন: বাংলাওয়াশ নিশ্চিত চাই!