নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
গর্ব করার মত একটি ছবি। বুক ফুলে যাওয়ার মত একটি ছবি। নতুন যুগের সুচনার একটি ছবি।
শুধু কি অস্ট্রেলিয়া পারে? না আমরাও পারি
১৯৯৯/২০০০ সালের অস্ট্রেলিয়া -জিম্বাবুয়ে সিরিজে জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যানের জন্য স্লিপ এভাবেই সাজিয়েছিলেন তখনকার অজি অধিনায়ক। এবার ঠিক এমন ভাবেই স্লিপ সাজালেন টাইগার অধিনায়ক মাশরাফি। প্রতিপক্ষ কিন্তু সেই জিম্বাবুয়েই।
বিশ্বাস করেন বা নাইবা করেন এ দৃশ্য দেখে গর্বে এখনো ঘুম আসছে না!
ম্যাশু(ম্যাশরাফি) ভালোবাসি ভালোবাসি
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১২
চাটগাইয়া জাবেদ বলেছেন: এইতো শুরু, সামনে আরও অনেক কিছু হবে যা চিরকাল মনে রাখার মতই
২| ১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫২
নাবিক সিনবাদ বলেছেন: ম্যাশ ভাই সব পারে
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: ম্যাশ ভাই সব পারে কিন্তু সহজে হার মানতে পারে না
৩| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
গর্বে আমি গর্বিত
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: শুধু আমি/আপনি না, এ গর্বে পুরো বাংলাদেশী গর্বিত
৪| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫২
বাংলার জামিনদার বলেছেন: সাবাস, আমরাও পারি। এরপরে অষ্ট্রেলিয়া আসলে ওদের জন্য এমনি ফিল্ডিং সাজানো হইবে।
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম, তারা এমনি ভয়ে আছে, এটা দেখে হয়তো তারা আরও বেশী ভয় পাইছে
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪১
রুদ্র জাহেদ বলেছেন: সত্যি অসাম!!!চিরকাল মনে রাখার মতো