নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

তোমাদের জন্য বাংলাদেশ মোটেও নিরাপত্তা নয়!

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৪

বাংলাদেশের সাথে সিরিজ শেষ করে দেশে ফিরে যাওয়ার সময় এয়ারপোর্টের মধ্যে জিম্বাবুয়ে ক্রিকেট টিমের এলটন চিগুম্বুরার সাথে অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড এর দেখা। এতএব জেমস সাদারল্যান্ড ও চিগুম্বুরার সাথে ক্ষণিক সময় কথোপকথন...

সাদারল্যান্ড– চিগুম্বুরা ভাই বাংলাদেশের নিরাপত্তা কেমন?
চিগুম্বুরা– ভালো না রে ভাই! বাংলাদেশ খালি বাংলাওয়াশ মাইরের উপর রাখছে! শেষমেশ কোন রকম জান বাঁচাইয়া আইছি!

সাদারল্যান্ড– আমরা আগেই জানতাম, সেজন্যই তো আমরা সফর বাতিল করে দিয়েছি। গড আমাদের বাচাইছে!
চিগুম্বুরা– আপনেরা আগে জানতেন মানে? :( তাইলে কি পাকিস্তান, ভারত ও সাউথ আফ্রিকারে মাইর দিতে দেইখা আপনেরা ডরাই গেছেন?

সাদারল্যান্ড– পাকিস্তান, ভারত ও আফ্রিকারে মাইর দিছে মানে? তাইলে বাংলাদেশে ঐ সময়ও নিরাপত্তা ছিল না? তারা কোন সাহসে গিয়াছে?
চিগুম্বুরা– দেখেন নাই কি মাইরটা না দিছে পাকি, ভারত ও আফ্রিকারে! অবশ্যই তারা যদি আগে জানত তাইলে হয়তো আপনাগো মতন যাইত না :P

সাদারল্যান্ড– ওহ! আপনার সাথে দেখা হয়ে ভালো হল, জানতে পারলাম নিরাপত্তা আছে, কারণ সামনে আমরা যাওয়ার জন্য চিন্তা করতাছি!
চিগুম্বুরা– নারে ভাই! জাইয়েন না, এ ভুল কইরেন না! আমরা তো কোন টি-টুয়েন্টি সিরিজ নিরাপত্তা লইয়া আইছি :) আপনেরা হইলে কিন্তু মোটেও নিরাপত্তা পাইবেন না মনে হয়, সোজা বাংলাওয়াশ। তাই বলছি জাইয়েন না, বাংলাদেশ আপনাগো লাগি মোটেও নিরাপত্তা নয়! (চিগুম্বুরা হাসতে হাসতে বলেছে :D )

কথোপকথন শেষ হয়নি কিন্তু চিগুম্বুরার কথা শুনে অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড চিগুম্বুরাকে কোন কিছু না বলেই হাটতে লাগলো, আর মনে মনে কই, তোর কাছে বলতে হবে না। এভাবে সবাইকে বাংলাওয়াশ মাইর দিছে। তা দেখার পরও যে আমাগো খেলোয়াড়দের বাংলাদেশ পাঠামু আমারে পাগল পাইছস নাকি!

-শুনেন অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড, চিগুম্বুরাদের জন্য নিরাপৎ হয়েছে কিন্তু তোদের জন্য বাংলাদেশ মোটেও নিরাপত্তা নেই! সব সিরিজেই বাংলাওয়াশ খাবে। ইনশা-আল্লাহ্‌

একটি চাটগাইয়া জাবেদ প্রযোজনা ও পরিবেশনায় সম্পূর্ণ কাল্পনিক কথোপকথন ;) B-) ]

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩

রুদ্রছায়া বলেছেন: ;)

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪২

চাটগাইয়া জাবেদ বলেছেন: মগা থুক্কু মজা পাননি মনে হয় ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.