নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
সরকার ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগের এ্যাপসগুলো ব্লক বন্ধ করলেও কিন্তু বিকল্প রাস্তা ফেসবুকবাসী ঠিকেই বের করে ফেলেছে। এতএব, বলতে হবে সরকারের কাছ থেকে বাংলার ফেসবুক জনতা একধাপ এগিয়ে
যাই হোক, হয়তো শিরোনামটা দেখেই বুঝে গেছেন মনে হয়? না বুঝলে বলছি শুনেন, আজকের কিছু হিট, লুলিয়, রোম্যান্টিক, ফ্যান ইত্যাদি টাইপের চোখের সামনে নিমিষে যা পেয়েছি পোস্ট পেয়েছি ফেসবুকে তা থেকে সামু ব্লগে তুলে আনলাম। কিন্তু ফেসবুকে আগের মত লাইক পাচ্ছে না সেলেব্রেটিরা! তাই কিছু সেলেব্রেটি আপাতত পোস্ট দেওয়া থেকে বিরত আছে এবং যে কয়জনেই প্রক্সি থেকে এফবিতে আসে তাদের ভাবসাবও কঠিন! যাই হোক, এখানে লাইক ও কমেন্টসহ তুলে ধরলাম। কিন্তু ফেসবুক আইডি ব্যবহারকারীদের সম্মানাতে নাম প্রকাশ করা থেকে বিরত থাকলাম!
তো, কথা না বাড়িয়ে এবার সামু ব্লগে ফেসবুকিং শুরু করলাম...
★সরকারের আদেশ অমান্য করে কারা কারা ফেসবুকে এসেছে তাদের লিস্ট বানাতে এসেছি! tongue emoticon
(Like 402 others like this. + Comments View 39 more )
★যে সরকার ইন্টারনেট অচল করতে পারে, সে সরকার দেশও অচল করতে পারে!
(Like 48 others like this. + Comments 2 of 6 View)
★নিউজফিডে অনেক দূর্নীতিবাজ দেখছি যারা সরকারের নিষেধ অমান্য অবৈধভাবে ফেসবুকে আসছে। দেশে একটাও সৎ মানুষ নাই।
(Like 115 others like this. + Comments View 4 more)
★ ওরা ভুলে গেছে, মুমূর্ষের রক্ত সংগ্রহের জন্যও ফেসবুক ব্যাবহৃত হয়। যা পৃথিবীতে আর কোথাও হয় না, বা আর কোন সাইডে করে না!
Like 323 others like this. Comments View 92 more comments)
★ অবৈধ আওয়ামী সরকারের জন্য একটা যুগান্তকারী আইডিয়া!
ধরে ধরে প্রক্সি দিয়ে বিভিন্ন দেশে ভ্রমণকারী আইন অমান্যকারী ফেসবুকারদের জেলে ভরলেই দেশ ঠান্ডা হয়ে যাবে ২০৪১ এর জন্য।
আইন মানুন , প্রক্সি দিয়ে প্রক্সবুকিং বন্ধ রাখুন। পছন্দ না হলে, পেয়ারা পাকিস্তান না হয় ভারতে চলে যান।
(Like 102 others like this. + Comments 12View)
★আমি মুক্তমনা নই, এমনকি খাঁটি নাস্তিকও নই, নই আমি সন্ত্রাসী। তবে আমি কেন স্বাধীন দেশে বাস করে অন্য দেশের লাইন ধরে আসি! ....হে বালের গণতন্ত্র নিবাসী... squint emoticon
(34 others like this. + Comments 4 of 10 View)
★ এই মুহুর্তে যারা ফেইসবুকে আছে তারাই প্রকৃত ফেইসবুকার। বিটিআরসি ও সরকার তাদেরকে ফেইসবুক থেকে সরিয়ে রাখতে পারে নাই।
(Like 169 others like this. + Comments 4 of 24 View )
★ কাহিনী হইলো গিয়া...
BTRC এর আইটি বিশেষজ্ঞরা "ফেসবুক" বন্ধ করে দিয়ে নিজেরাই যখন ফেসবুকে ঢুকতে পারতেছেনা তখন তারা ধরেই নিয়েছে যে আর কেউ ফেসবুক ইউজ করতে পারতেছেনা। ব্যাপারটা অনেকটা এইরকম, নিজের চোখে হাত দিয়ে মনে করা কেউ আমাকে দেখতেছেনা! লুল
( Like 169 others like this. + Comments 12View)
★ আজ অনেকে টর ব্রাউজার নিয়ে যুদ্ধে নেমেছে, আমি ভিপিএন, বা অনেকে প্রক্সি।
ইন্টারনেট সবার জন্য। এখানে গণতান্ত্রিক আইন চলে। তবে জোর যার, মুল্লুক তারও চলে। আমাদের সরকার চার পাঁচটা সোস্যাল ওয়েব সাইট বা সার্ভিস বন্ধ করেছে এই ধান্ধ্যায় যে তারা খবর গণহারে ছড়ানো আটকানো চায়। ব্যাপারটা খুব স্বাভাবিক।
কিন্তু সবাই মনে করছে, বোম্বিং টাইপের ব্যাপার আটকানোর জন্য এই ব্যাবস্থা।
আরেহ না রে ভাই, গভর্মেন্ট এত ভোঁদাই না! আর গভর্মেন্ট কেও বলছি, পাবলিক বা টেররিস্টরা এত ভোঁদাই না। ইম্পর্টেন্ট কাজ করবার জন্য আরও অনেক সাইট বা সার্ভিস আছে।
বাই দ্যা ওয়ে, YouTube খোলা থাকলে এই পোস্ট দিতে হতো না।
(Like 102 others like this. + Comments 3 of 12View)
★ মেয়েরা পিছিয়ে আছে! অনলাইনে ৮০ শতাংশই ছেলে! অথচ আগে এমন ঘটনা ঘটে নি।
( Like 198 people + Comments
3 of 33 )
★ খুবই cheap হইসে এভাবে ইন্টারনেট ডিজেবল করে দেয়াটা! মুখে ভাইবার ফেসবুক বলে প্র্যাক্টিক্যালি সকল ডেস্কটপ সাইট বন্ধ করে দেয়ার কি মানে! ফালতু!
আমার Prezi খুলে না, hotspot shield দিয়ে কিছুই খুলেনা, প্রক্সি সাইট দিয়ে প্রেজি অর্ধেক খুলে বসে থাকে! ফালতু ফালতু!
আমি পাওয়ার পয়েন্ট এ কাজ করতে চাই না!! তার ওপর এই ফালতু ওয়াইফাই যায় আর আসে।
(গালি দিতে জানলে প্রতিটা ফালতুর জায়গায় মন ভরে গালিগালাজ লিখতাম, রাগে দুঃখে আমার গা কাঁপতেসে!
(Like 23 others like this. + Comments 12View)
★বাংলাদেশে অনেক তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তা ফেবু বেইজড ব্যবসার মার্কেটিং, অর্ডার প্লেসমেন্ট, ইত্যাদি করে থাকে। ফেবুর কর্পোরেট পোর্টালে কোন অফিস যোগ দিয়েছে কিনা শিউর নই, তবে হতেও পারে। এ ব্যাপারে যথেষ্ট জানি না।
হাওয়ামী সরকার সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ব্লক করে দেয়ার আগে এগুলো নিয়ে ভেবেছে?? খালি তারা-নারা-নারে তারা-নারা-নারে গাইতে গাইতে নাচলে হবে??
(Like 36 others like this. + Comments 12View)
★আমার মত আর কে কে আছেন....যারা অন্ধকারেও চোখে দেখতে পারছেন।
মানে এফ,বি বন্ধ থাকার পরেও চালাতে পারছেন, আমি কিন্তু সব কিছুই চালাচ্ছি!
(Like 61 others like this. + Comments 4 of 12 View)
★নিজ রাষ্ট্রে ব্লক খেয়ে যে ব্যাক্তি অন্য রাষ্ট্রের শরনাপন্ন হয়ে VPN দিয়ে ফেবু গুঁতায় = ভার্চুয়াল শরনার্থী।
শাহবাগী শূয়োর'প্রধান ট্রাক্টর এম্রান এইডসে ছারখার বোধোয় VPN চিনে না। গতকাল থেকে হেতের পেইজ ঘুরতাছি, মাগার কুনু পুস্ট পাই না। এ বেলা শাহ্বাগীরা চুপ কেনু ভূপেন?
(Like 119 others like this. + Comments View 5 more)
★ গতকালকে এক জরিপে বাংলাদেশরে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ বলা হইছে। জরিপ শেষ হইতে না হইতেই দিনাজপুরে এক ইতালিয় নাগরিককে গুলি করেছে কে বা কারা??
(Like 94 others like this. + Comments 4 View)
★ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসএপ,ভাইবার..... ইত্যাদি বন্ধ করে আদৌ কি কোন লাভ হচ্ছে?????
আমার মতো একজন সাধারন মানুষ যে টেকনোলজি সম্পর্কে নিতান্ত অনভিজ্ঞ হয়েও এগুলো ব্যবহার করতে পারছে সেখানে অপরাধীরা কি এগুলো ব্যাবহার না করে বসে আছে ???
Like 43 people like this + Comments 19 view)
★কেও কি আছস বেগম ওয়াজেদ মানে শেখ হাসিনা কে গিয়ে বলে দে আমি বাংলাদেশে বসে ফেইসবুক চালাইর।
Like 88 others like this + Comments 26 View)
★মাননীয় সরাষ্ট্র মন্ত্রী বলেছেন খুব শীঘ্রই ফেচবুক, ভাইবার খুলে দেয়া হবে!!
এখন কথা হইলো মন্ত্রী সাহেব যদি ফেচবুক খুলে না দেয় তাহলে আমি তোমার খবরাখবর কেমনে নিব ফেরান্স?? wink emoticon
আমিতো ফেচবুকে আসতেই পারছিনা frown emoticon
(Like 34 people like this.)
★নিউজফিডের কোথাও কোন সরকারী চুলকানি নাই! পুরা নিউজফিড জুড়িয়া খালি শান্তি আর শান্তি! এমন ফেসবুকই তো চেয়েছিলাম ব্রো?
Like 68 people like this + Comments 2 of 6 View)
★ বাংলাদেশ সরকারের হিম্মত আছে বলতে হবে,,, উইসি ব্রাউজার দিয়ে ও বিন্দাস ফেবু চালানো যায় কেমন কায়দা করে পোলাপাইন গুলারে শিখিয়েই ছাড়ল!!
(Like 54 others like this. + Comments 2 View)
★ জয় হাসিনা, পারলে ফেইসবুক চালানো সামলা।
জামায়াতের সাথে না পাইরা এখন পরছে ফেইসবুক নিয়া।
কথায় আছে না "তোর সাথে না পারলে কি , তোর গু "থুক্কু " তোর পায়খানার সাথে পারমু। LoLzz
(Like 29 others like this. + Comments 9 View)
★সরকার ফেবু বন্ধ করছে চুলটা বন্ধ করছে। বহুত ডিজিটাল সরকার আমাদের তাই শুধু চুলটা ফালানি ছাড়া আর কিছু পারে না।
সরকারকে ওপেন চ্যালেঞ্জ নেট কানেকশন খোলা রেখে বাকি সব VPN ও বন্ধ করে দিক তারপর ও আমি ফেবু চালিয়ে দেখাব।
★ স্কাইপির মতো জনপ্রিয় সাইড তো দেহি এখনো চালু আছে। তাহলে সরকার বন্ধ করল কি?? না হেসে পারলাম না tongue emoticon
(Like 23 others like this. + Comments 9 View)
★ আজকে কিন্তু ফেসবুক আমরা প্রবাসীদের একক দখলে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দখল অব্যাহত থাকবে grin emoticon
যাক বাবা, আর পারুম না। এখানে শুধুমাত্র কয়েক মিনিটের করা পোস্ট। যদি ফেসবুকের এক ঘণ্টার পোস্ট সামুতে দিই, তাহলে আপনারা পড়তে পড়তে কান ব্যাথা হয়ে যাবে তো দিলাম না!
বিঃদ্রঃ এখানে কোন ফেসবুক সেলেব্রেটির স্ট্যাটাস বা পোস্ট নেই। সব সাধারণ ফেসবুকারের। আর এখানে সামু ব্লগারের কারো ফেসবুক আইডির পোস্ট আসলে বা থাকলে ক্ষমা সুন্দর চোখে দেখার অনুরোধ রইল। সকল ভুলভ্রান্তি ক্রমানুসারে দেখবেন।
[ আর, হ্যাঁ, কেউ এ পোস্ট'টা এতো সিরিয়াসলিও না নিলে চলবে। ধন্যবাদ ]
২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: যার কেউ নেই, তার ব্লগ আছে
২| ২০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩২
শাহাদাত হোসেন বলেছেন: ফেসবুক ফ্রেন্ডলিষ্টে বিদেশি যোগ করো তাহলে র্দুদিন চলে যাবে ।
২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: আমিও বিদেশে কিন্তু কয়েকজন প্রয়োজনীয় সহকর্মী ছাড়া তেমন কাউকে রাখিনি! তাছাড়া অনলাইনে বিদেশীদের নিয়ে আমার কোন কাজও নাই!
৩| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: "এতএব, বলতে হবে সরকারের কাছ থেকে বাংলার ফেসবুক জনতা একধাপ এগিয়ে।" ঠিক তাই । নিম্নোক্ত মন্তব্যগুলো বিনোদনের খোরাক মিটলো ।
২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: খোরাক না মিটে যাবে কই
৪| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২০
রক্তিম দিগন্ত বলেছেন: মজা পাইছি পোষ্টে।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫১
চাটগাইয়া জাবেদ বলেছেন: মজা হরেক রকমের আছে, কিরাম মজা পাইছেন হেইডা কন নাই কিন্তু
৫| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৬
আরণ্যক রাখাল বলেছেন: পোস্টে মজা পাইছি
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫২
চাটগাইয়া জাবেদ বলেছেন: ভাউ মজা হরেক রকমের আছে, কিরাম মজা পাইছেন হেইডা কন নাই কিন্তু
৬| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪
আরজু পনি বলেছেন:
রক্ত চেয়ে ব্লগে আগে অনেক পোস্ট আসতো ।
ফেসবুক সেই কাজটি সহজে করা যায় বিধায় এখন ব্লগে কেউ রক্ত চেয়ে পোস্ট দেয়না ।
কিন্তু ব্লগাররাও অনেক বেশি হেল্পফুল এসব ব্যাপারে ।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! আগে এওক্ত নিয়ে পোস্ট ভালোই আসতো। কিন্তু বর্তমানে রক্ত নিয়ে পোস্ট সিনও হয়না! যা অনন্ত দুঃখজনক! না! এখন ব্লগাররা ঐ সব পোস্টে মোটেও হেল্পফুল নয়, তা আমি নিজেই বেশ কয়েকবার প্রমান করেছি। তাই এখন আর দিই না! রক্ত নিয়ে বিভিন্ন কাজে ব্লগের চেয়ে ফেসবুক শতভাগ এগিয়ে এটা আমি নিঃসন্দেহে স্বীকার করি!
৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৭
ফেরদৌসা রুহী বলেছেন: একেকজনের একেক রকম ভাবনা।
কবে যে ফেসবুকের দরজা খুলবে মানে সবাই বৈধভাবে লগ ইন করতে পারবে?
২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: সরকারের যতদিন দরকার, ততদিন ফেসবুক বন্ধ থাকিবে। - তারানা হালিম
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: আবার সবাই ব্লগিং করো