নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
এরাই আইন করে নিজেদের সুবিধার জন্য। আবার সেই আইনও ভঙ্গকরে নিজেদের প্রয়োজনের বেলাই! একদম ডিজিটাল সিস্টেম
একটা ব্যাপার ভেবে খুব হাসি পাচ্ছে- সরকার নাশকতা এড়াতে ফেসবুক, ওয়াটসাপ, ভাইবার সব বন্ধ করে দিল। অথচ সবাই সেই আগের মতই এসব ব্যবহার করে যাচ্ছে। আমাদের কথা নাহয় বাদ-ই দিলাম। সরকার দলের এমপি মন্ত্রীরাও তাদের সরকারকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। এ কেমন জাতি! কেমন দেশ! কেমন সরকার! আর কেমন তার এমপি মন্ত্রী!
এমন ডিজিটাল বাংলাদেশ কি জাতি চেয়েছিল?
মানলাম, নাশকতা সৃষ্টিকারীরা এসব মাধ্যম ব্যবহার করে নাশকতা ছড়াতে পারে তাই সরকার এগুলো বন্ধ করেছে। আচ্ছা, নাশকতা সৃষ্টিকারীরা কি গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক, রবি, এয়ারটেল এগুলো ব্যবহার করতে পারে না?
যাগ্গে, কোন বিষয়ে বেশি মাতামাতি করলে সে বিষয়ে মজা তো থাকেই না, বরং বিরক্তি ধরে যায়। অনেক ঘুরাঘুরি করেছেন। এবার সেই আগের নিয়মেই যারযার মত ফেসবুক ব্যবহার করুন।
যার কেহ নাই, তার প্রক্সি আছে
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:২৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম, কিন্তু সে জাতির শিক্ষিত রক্ষক যারা আইনটা বানাচ্ছে তারা নিজেরাই মানছে না, তাতে শিক্ষিত জাতিই মেনেই বা কি আর হবে! যার নমুনা এ একটা!
২| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১
অতঃপর হৃদয় বলেছেন: সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং আরো কিছু বন্ধ করেছে, আমি না করব না বন্ধ করতে তবে একটা জিনিস লক্ষ করে দেখেন এগুলা বন্ধ করার পর ও দিব্বি চালাচ্ছে এগুলা তাহলে বন্ধ করে কি হলো যদি বিকল্প মাধ্যম গুলাই যদি না বন্ধ করে।
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:২৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: জানি না বন্ধ করে দেশের কি হয়েছে বা হবে। তবে একটা জিনিস দেখতে পাচ্ছি সরকারের সমালোচনা ব্যাপক হারে কমেছে! কিন্তু কমের মধ্যেও যে বেড়ে গেছে তা সরকার দেখতে পাচ্ছেন মনে হয়!
৩| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১
মাধব বলেছেন: সব জায়গায় ২ নাম্বারি চালু হয়ে গেছে।
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৩০
চাটগাইয়া জাবেদ বলেছেন: চালু সে তো অনেক আগেই হয়েছে। এখন সব জায়গায় ২ নাম্বারি প্রাধন্য পেয়েছে। যেন ২ নাম্বারি ছাড়া বিকল্প নেই!
৪| ২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
রেজিস্টারড বলগার বলেছেন: ভালো তো
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৩১
চাটগাইয়া জাবেদ বলেছেন: ভালোই চেয়েও ডাবল ভালো!
৫| ২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
আমার স্পর্শ বলেছেন: এখন যেমনি ফরমালিন-বিষ গুলোতেও ভেজাল তেমনি সরকারদলীয় লোকদের ভেজাল ঢুকে গেছে...!!
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৩৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: তাতোই দেখি, তবে এ ভেজাল তাড়াতে একদিন হয়তো সরকারও তাড়া হয়ে যাবে। যেমন দশটা ভেজাল ফলের ভেতর একটা ভালো ফল থাকলে সেটাকেও ভেজালের কাতারে পড়ে যায়, এতএব ফেলে দেওয়া!
৬| ২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
খোলা মনের কথা বলেছেন: লেখক বলেছেন : যার কেহ নাই, তার প্রক্সি আছে সহমত
২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
চাটগাইয়া জাবেদ বলেছেন: খোলা মনের কথা বলেছেন, সহমত
৭| ২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
আরণ্যক রাখাল বলেছেন: ঘরশত্রু বিভিষণ! দারুন পোস্ট
২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: ঘরশত্রু বিভিষণ! কিন্তু এদের বেলাই কিছু করবে না সরকার, যত্ত দোষ শুধু নন্দ ঘোষদের!
৮| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৪
রাউল।। বলেছেন: অপেরা মিনি দিয়ে প্রক্সি ভিপিএন ছাড়াই ফেসবুক চালানো যায় ।
২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম! কিন্তু সেটা সরকার বাহাদুর জানত না। আর জানার পর কুদনা হয়ে গেছে
৯| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭
অগ্নিবীণা! বলেছেন: বেপাক বিনুদুন!
পোলাপাইন কিন্তু সরকারের চেয়ে এক চামচ বেশি বুঝে!
২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: বুঝে লাভটা বা কি ? সরকার এর তো লজ্জা শরম নাই!
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
জাতির শিক্ষিত অংশ আইন মানছে না; এদের জন্য খারাপ ভবিষ্যত অপেক্ষা করছে।