নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
ব্লগার ভাইয়েরা, আপনেরা কি কেউ কিছু দেখতে পাচ্ছেন? আমি কিন্তু দেখতে পাচ্ছি
ছবিটা আবার কেহ ফটোশপ ভাববেন না, এটা আজকে বিপিএল ম্যাচ চলাকালিন তোলা। এতো দিন চুপ হয়ে থাকা সলীল, এ ছবি দিয়ে আবারো ফেসবুকে জলন্ত হয়ে উঠলো অনন্ত জলিল
বিঃদ্রঃ ইহা শুধুমাত্র ফান পোস্ট হিসাবে নিবেন।
তবে জলিলকে নিয়ে মজা করলেও আমি মানুষ অনন্ত জলিলকে পছন্দ করি।
২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: শরমের কিছু নাই, ওরা দেখাইছে আমরা দেখছি
২| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১
শাহাদাত হোসেন বলেছেন: স্ত্রীর ছেয়ে জামাই এরটা দেখি সরেস
২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: আমি তো তেমন কিছু দেখি নাই আপনি কি এমন দেখছেন যে বউয়ের চেয়ে জামাইয়েরডা সরেস ?
৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন: সাহাবী ভাই সরম পাইছে!!
২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
চাটগাইয়া জাবেদ বলেছেন: সাহাবী ভাই সরম পাইছে! আপনি পান নাই?
৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯
গোধুলী রঙ বলেছেন: বেটার বউও কি এই জিনিসটা দেখে নাই, দেখলেও ক্যামনে হেতের বর রে এইভাবে বাইরে আনলো!!!!
এই ছবিটা দেইখা আপ্নের ছবির সত্যতা বুঝতে পারছি!!!
২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: বেটার বউ তারে বাইরে ক্যামনে জানি না। তবে সেটা নিয়ে কোন প্রকার ফিলিং যে বউয়ের নাই সেটা কিন্তু বুঝতে পারি।
তার সব ছবি দেখলেই বুঝা যায়, তবে ইদানীং আগের চেয়ে বেশী বড় হইছে/দেখাচ্ছে
৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আয় হায়!! এইডা কি ফান দিলেন! মাথাতো ফ্যানের মতো ঘুরতাছে
তবে কি সে উভ লিঙ্গ
২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২
চাটগাইয়া জাবেদ বলেছেন: মেইন সুইচ বন্ধ কইরা দেন, তাইলের ঘুরা বন্ধ হইয়া যাইব
না, মনে হয় বুক জিম করে বারাইছে
৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২
অনিরুদ্ধ ১ বলেছেন: এটা অন্যায়!
২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: কিসের অন্যায়? কার অন্যায়? কেন অন্যায়? একটু খোলাসা বললে খুশী হতাম!
৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হেঈয়া তো মুই বুঝছি! মগর এইরাম বাড়ানি কেউ বাড়ায় যে অপজিশন কম্পিটিশনে হাইরা যায়
সুষম উন্নয়ন বইলা একটা কথা আছে না
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: 'সুষম উন্নয়ন' কিন্তু সরকারের অবদান
বিঃ দ্রঃ মি- 'সুষম উন্নয়ন' এর সাথে সরকার মিশাবেন না
৮| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
শাহাদাত হোসেন বলেছেন: মিয়া আপনে জুম কইরা দেইখা বলতেছেন কিছুই দেখেন নাই ।বাই দ্যা অনন্ত এর ছবিটা আমি ধার করলাম ।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: জুম কইরা দেখার দরকার নাইকা, দেখার মুঞ্চাইলে অটো সপটার আছে, খোলাসাও দেখন যায়
অকা, নেন
৯| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০
গেম চেঞ্জার বলেছেন: ছেঃ ছেঃ ছেঃ (এইরাম পোস্টু বুলুগে কেউ দেয়)
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: ছেঃ ছেঃ ছেঃ কুব কারাপ পোস্টু চলেন রিপেট কোরি
১০| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: অাপ্নের নজর তো মিয়া ভালো না! চক্ষের নজর এমনি কইরা একদিন ক্ষইয়া যাবে ।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২২
চাটগাইয়া জাবেদ বলেছেন: ভালো না বইলা চক্ষে চশমা লাগাইয়া দেখেছি চক্ষের নজর ক্ষইয়া যাইব বইলাইতো আগেভাগে দেইখা লইছি, তহন যদি দেহন না যায়
১১| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
অতঃপর হৃদয় বলেছেন: আমি কিন্তু তেমন কিছু দেখি নাই.!!!!!! তবে জলিলের বড়ি দারুণ।..!!!!!!
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: দেখার চেয়ে না দেখাই ভালো, আবার না দেখার চেয়ে দেখাই ভালো। তবে না দেইখা "জলিলের বড়ি দারুণ" ক্যামনে বলো?
১২| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
সাহাবী বলেছেন: Unpossi-bal ! Er karonai amra ektu moja niber partace
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: মজা বেশী নিয়েন না ভাউ, পরে আবার ভজা হয়ে যাবেন
১৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
মিথুন আহমেদ বলেছেন: অ বদ্দা কি ছবি দিয়্যুন!!! মাথা ত ঘুরের
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: মিথুন বদ্দা, মাথা বেশী ঘুরিলি ভাবিরে হন গরম পানি ডালি দিতু, দইলি ঠিগ অই জাইবু
যাক, বোত গম লাগের, সামুত ব্লগত মিদ্দি বোত দিন বাদে আর অজ্ঞ হাটি(খাঁটি) চাটগাইয়া বদ্দা পাই
১৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২
আরণ্যক রাখাল বলেছেন: মাশাল্লা! কানে কানে জিগাই, অনন্ত ব্রা পরে নাই কেন?
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: ভাউ, আপনের নজর তো বেশ ভালোই আপনে এত্ত দূরে ক্যামনে দেখছেন পড়ছে কিনা পড়ে নাই?
১৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০
কামাল - বলেছেন: bah! bah! khub sundor montobbo!!!, joto tuku samoy aamara ei montobbor jonno bey korechi Jodi ekta valo kajer jonno kortam tahole..........
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: আশা করি সবাই(আমি ছাড়া!) ভালোতেই সময় ব্যয় সবাই করে। তবে ভালোর পাশাপাশি একটু বিনুদনেও সময় ব্যয় করা দরকার। না হলে ভালোর ব্যয়ে সময়ের তৃপ্তি পাওন যায়না
[জানিনা আপনি সিরিয়াসলি বলেছেন কিনা! তবে আমার মন্তব্যটা অযোগ্য হলে ক্ষমানুসারে দেখবেন!]
১৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫০
মিলন হোসেন১৫৮ বলেছেন: ভাই জলিলের সবকিছু অামি ভালা পাই । জলিলের বক্ষবন্ধী দরকার
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম! আমারও তার সব কিছু ভালো লাগে। পোস্টের নিচে উল্লেখ্য করা আছে "জলিলকে নিয়ে মজা করলেও আমি মানুষ অনন্ত জলিলকে পছন্দ করি।"
১৭| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩
এসব চলবে না..... বলেছেন: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ.........এইডা কি দেখলাম !!!
অনেক দিন পর একটা পোষ্ট দেখলাম যে কি না সবগুলা কমেন্টের জবাব দিছে। ভালো লাগলো
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: যা দেখছেন ভুলেও আর কারো কইয়েন না
এসব চলবে না ভাই, আপনি হয়তো এ অদমের ব্লগে প্রথম এসেছেন। তাই হয়তো জানেন না যে, আমার ব্লগে যা পোস্ট হয়েছে সব পোস্টের কমেন্টের জবাব দিয়েছি এবং দিতে চেষ্টা করি। সেটা ভালো মানের পোস্ট হোক বা মজারু পোস্ট, তাতে কোন ফারাক রাখি নাই, সব গুলোরেই জবাব সাথে সাথে দিতে চেষ্টা করি। হয়তো বা সাথে সাথে দিতে না পারলেও পরে দিয়ে দিই।
আমার ব্লগে আপনার আসাতে আমারও ভালো লাগলো। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০
সাহাবী বলেছেন: Amio tho eki jinis daklam and sorom pailam :o