নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের বিয়ে।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪৩




বাংলাদেশ ক্রিকেটের উজ্জল নক্ষত্র সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের বিয়ে আজ বিয়ে(শুক্রবার)
আর হ্যাঁ, আমাদের ভাবীর নাম হচ্ছে, তাসলিমা আনিসা অর্চি, তিনি ঢাকায় বিবিএ পড়ছেন। বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।

সাবেক এ প্রিয় খেলোয়াড় এর নতুন দাম্পত্য জীবন সুখের হোক এই শুভকামনায় রইল।

- অফ টপিকে বলে রাখা ভাল, ২০১৩ সালে বিপিএলে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন বস আশরাফুল। পরে শাস্তির মেয়াদ কমিয়ে তিন বছরে আনা হয়, যা শেষ হবে ২০১৬ সালের ১৬ আগস্ট।

আমি ভালো করেই জানি যে আশরাফুলকে দেখতে না পারার মতো মানুষ অভাব নেই! তবে বাংলাদেশ ক্রিকেট দলে সে সময়ে যদি সকল দিক দিয়ে ভালো একজন ক্রিকেটার থাকে তো সে ছিল আশরাফুল। সে যেরকম মাঠের চার পাশে খেলতে পারতো, অন্য কোন খেলোয়াড়ই তা পারে/পারতো না। তার খেলা আমার খুব ভালো লাগে, আর তার চেয়ে বড় কথা সে অনেক স্টাইলে শট খেলতে পারে যা অনেক বড় মাপের খেলোয়ারও পারে না।

ব্যক্তিগত ভালো লাগার কথা জানালাম,
তাই কেউ বিয়ের সাথে খেলার ভালো মন্দ মিশাবেন না :)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৫৩

গোধুলী রঙ বলেছেন: উপ্রের ছবিটা কিয়ের, আশরাফুলের নাকি বা পাশে যে কাপল ভ্যাটকাইয়া আছে অগো?

যাই হোক, বিবাহ উত্তর তাহারা সুখে শান্তিতে থাক।

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৪

চাটগাইয়া জাবেদ বলেছেন: সেলোফির যুগ বিয়ে কার বুঝা বড় দায়, আমারও তাই মনে হচ্ছে ;)

২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৯

blackant বলেছেন: MAY ALLAHA make THE COUPLE HAPPY.

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

চাটগাইয়া জাবেদ বলেছেন: নতুন দাম্পত্য জীবন সুখের হোক এই শুভকামনায় রইল :)

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

রাজীব বলেছেন: আমি এখনো আশরাফুলকে সাপোর্ট করি। আমি মনে করি আশরাফুল পরিস্থিতির শিকার।

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম! আশরাফুল পরিস্থিতির শিকার। যাই হোক আশা রাখি সাজা কাটিয়ে তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবে!

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

রাজীব বলেছেন: আইপিএলে অনিয়মের জন্য ২ টি দল নিষিদ্ধ হয়ে গেলো কিন্তু ধনি, জাডেজাদের কিছু হয়েছে কি?
আমাদেরও উচিৎ দেশের স্বার্থ আগে দেখা

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০০

চাটগাইয়া জাবেদ বলেছেন: আমরা কিন্তু বেশী ইমানদারি দেখাতে গিয়ে নিজেদের সর্বনাশ করে যাচ্ছি! তাই আমাদেরও উচিৎ দেশের স্বার্থ আগে দেখা!

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

সুমন কর বলেছেন: শুভকামনা রইলো....

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৩

চাটগাইয়া জাবেদ বলেছেন: আশরাফুল ভাইয়ের পক্ষ হয়ে আমার তরফ থেকে ধন্যবাদ গ্রহণ করিবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.