| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাটগাইয়া জাবেদ
প্রবাসী মন!
এরে এ প্যান্টডা খুইল্যা জাইঙ্গা পরাই দিলে কেমুন হয়?
![]()
২৪ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনে কি অন্য কিছু দেখছেন নাকি ভাউ? ![]()
২|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০১
সেলিম মোঃ রুম্মান বলেছেন: আমার তো মনে হয় বেটা জাইঙ্গা পইরাই ছিল, ছবি তোলার সময় টাইনা-টুইনা হাটুর নিচে নামাইতে গিয়া ছিড়া-বিড়া এই অবস্থা হইসে!
২৪ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: হাহাহাহাহা... আমারও তো তাই মনে হচ্ছে ![]()
৩|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:২৯
লালূ বলেছেন: সেলিব্রিটিরা রাজনীতিবিদরা তথা যারা মানুষের সামনে নানানভাবে চলে আসে নিত্যদিন তাদের সামান্য ভাল কাজই মানুষকে ভাল কাজ করতে উদবুদধ করে ! মানুষ পড়ে বা উপদেশ শুনে শিখে না মানুষ শিখে দেখে !
আমরা সমাজে অনেক রাজনীতিবিদ সেলিব্রিটি লেখক সিংগার পেয়েছি কিনতু মানুষকে মানবিক spirit এ উদবুদধ করার জন্যে কোন ব্যাকতিও্ব তেমন পাই নি !
২৪ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:০২
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! ঠিক বলেছেন,
বড়ই আফসোস! আমরা আমাদের সমাজে অনেক রাজনীতিবিদ সেলিব্রিটি লেখক সিংগার পেয়েছি কিনতু মানুষকে মানবিক spirit এ উদবুদধ করার জন্যে কোন ব্যাকতিও্ব তেমন পাই নি!
৪|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:০৬
চাঁদগাজী বলেছেন:
গরীব লোককে নিয়া তামাসা করেন?
২৪ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: ভুল হয়ে গেছে ভাউ, ক্ষেমা কৈরা দেন মোরে!
আসুন, হগলে মিলে গরীব লোকটারে সাহায্য করি। একটা প্যান্ট কিন্না দিই ![]()
৫|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাইলে আরিট্টু শালীন লাগতো।
আর দুই পাশের দুই বেহায়ারেও যদি..................
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: আরিট্টু শালীনতার জন্য, চলেন তাইলে ধরে জাইঙ্গা পরাই দিই! আর দুই পাশেরটারে তার এখন যেটা আছে সেটা খুইলা পরাইয়া দিলে ভালা অয় ![]()
৬|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩১
মানবী বলেছেন: মাঝের জন নারী না পুরুষ বুঝতে পারছিনা তবে পরনের সাদা প্যান্টটা মেয়েদের!
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: মাঝের জনকে পাশের দুইজনের জিফি মনে করতে পারেন
![]()
৭|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৩
ব্যাটম্যানঃ ডন অব জাস্টিস বলেছেন: সব নষ্টের অধিকারে গেল! ![]()
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: সব নষ্ট না, মমতাজ ও অপুদের অধিকারে চলে গেল! তা আপনে কি মমতাজ ও অপু রে নষ্ট মনে কৈরেন নাকি? ![]()
৮|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮
ডাঃ মারজান বলেছেন: যদি জোটে একটি পয়সা তবে প্যান্ট কিনিও তাহার লাগি! ![]()
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০
চাটগাইয়া জাবেদ বলেছেন: হাহাহা, প্রয়োজনে ইভেন্ট খুলুম একটা পয়সার লাগি ![]()
৯|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৪
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: উনার দোষ না। উনি সরাসরি শুটিং থেকে আসছেন। শুটিঙ্গের সময় যতবার "কাট"তে বলা হয়েছে ততবার উনি প্যান্ট কেটেছেন।
![]()
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: হাহাহা, আপনার মন্তব্যটা খুবই ভালো লেগেছে, হাসতে হাসতে এখন আমার প্যান্টও তার অবস্থা হয়েছে, "কাট" "কাট" ![]()
১০|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯
আজমান আন্দালিব বলেছেন: বাবু<বাবুয়া<বাবুই বলেছেন: উনার দোষ না। উনি সরাসরি শুটিং থেকে আসছেন। শুটিঙ্গের সময় যতবার "কাট"তে বলা হয়েছে ততবার উনি প্যান্ট কেটেছেন। হাহাহা. ..
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: ওনার, মন্তব্য পড়ে আমি হাসতে হাসতে এখন আমার প্যান্টও তার অবস্থা হয়েছে, "কাট" "কাট" ![]()
১১|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪১
শায়মা বলেছেন: হাহাহাহাহহাহাহহাহাহা
সবার কমেন্ট পড়ে আমি মরে গেছি।
আর জাবেদভাইয়া তুমি এই ছবি কই পেলে!!!!!!!!!! ![]()
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
চাটগাইয়া জাবেদ বলেছেন: আপা, আমি গরীব বাপের পোলা, আপনের মরনের জন্য আমাকে দায়ী করবেন না আবার! ![]()
আপা, ছোট ভাইয়ের মোবাইলে ছিল, তার মোবাইল থেকে চুরি করে নিয়ে ফেলেছি ![]()
১২|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩
শায়মা বলেছেন: রুদ্র জাহেদ বলেছেন: হাহাহা।এইটা কী দেখাইলেন ![]()
২৪ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১৪ ০
লেখক বলেছেন: আপনে কি অন্য কিছু দেখছেন নাকি ভাউ?
. ২৪ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০১ ০
েস িলম েমাঃ রুম্মান বলেছেন: আমার তো মনে হয় বেটা জাইঙ্গা পইরাই ছিল, ছবি তোলার সময় টাইনা-টুইনা হাটুর নিচে নামাইতে গিয়া ছিড়া-বিড়া এই অবস্থা হইসে!
২৪ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১৮ ০
লেখক বলেছেন: হাহাহাহাহা... আমারও তো তাই মনে হচ্ছে ![]()
৪. ২৪ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:০৬ ১
চাঁদগাজী বলেছেন:
গরীব লোককে নিয়া তামাসা করেন?
২৪ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৭ ০
লেখক বলেছেন: ভুল হয়ে গেছে ভাউ, ক্ষেমা কৈরা দেন মোরে!
আসুন, হগলে মিলে গরীব লোকটারে সাহায্য করি। একটা প্যান্ট কিন্না দিই ![]()
৮. ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮ ২
ডাঃ মারজান বলেছেন: যদি জোটে একটি পয়সা তবে প্যান্ট কিনিও তাহার লাগি! ![]()
৯. ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৪ ০
বাবু<বাবুয়া<বাবুই বলেছেন: উনার দোষ না। উনি সরাসরি শুটিং থেকে আসছেন। শুটিঙ্গের সময় যতবার "কাট"তে বলা হয়েছে ততবার উনি প্যান্ট কেটেছেন।
সব গুলা দেখেই মরে গেছি!!!!!!!!!! হাহাহাহাহাহাহাহা
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: আমিও মরে গেছিলাম, কিন্তু নিচে আপনার মন্তব্য গুলো পড়ে জিন্দা হয়ে গেছি
আপনি জিন্দা হবার জন্য নিচের আরও কিছু মন্তব্য যোগ হয়েছে, সেগুলো পড়তে পারেন ![]()
১৩|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬
রায়হান চৌঃ বলেছেন: বাঁশের পাঁকা কন্চি দিয়া, কন্চি থেরাপি দিতে পারলে মনে হয় কিছুটা শান্তি পাইত
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১২
চাটগাইয়া জাবেদ বলেছেন: ভাউ, হেতের পাশে দুইডা দেইখা হিংসা হয় নাকি?
![]()
১৪|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬
রানা আমান বলেছেন: তিন কন্যা একসাথে ।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: সাথে একটা নায়ক থাকলে বেশ ভালো দেখাতো তিন কন্যাকে, তাই না? ![]()
১৫|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪
গেম চেঞ্জার বলেছেন: আপনাদের জ্ঞানগর্ভ মন্তব্যের পরে আমি আর কিছু বলতে পারতাছি নাহঃ
আমার তো মনে হয় না এইডা একখান সেলিব্রেটি। একটা আবাল হি** ছাড়া আর কিছু না।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১০
চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনার অজ্ঞানগর্ভ মন্তব্য শুনে আমিও কিছু বলতে পারতাছি নাহ
![]()
১৬|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩
রিকি বলেছেন: ব্যাপুক বিনোদন
![]()
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: বিনুদন অফ দ্যা ইয়ার
![]()
১৭|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
![]()
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: হগলে এভাবে হাসিলে, মোরে তো ফাঁসি খাওন লাগব
![]()
১৮|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫
অগ্নি সারথি বলেছেন:
![]()
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: বেশী হাসিয়েন না, আবার হেতে মাইন্ড খাইব ![]()
১৯|
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮
সাহসী সন্তান বলেছেন: আমার কি কিছু কওন লাগবো? ![]()
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: সাহসী সন্তান কিছু কইলে মনে সাহস পাইতাম আর কি ![]()
২০|
২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৩
আহসানের ব্লগ বলেছেন: বেচারা গরীব কে হাসি ঠাট্টা ? পুশি চাই লেখকের
![]()
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: ভাউ, লেখক কিন্তু কোন প্রকার হাসি ঠাট্টা করে নাই, যা করেছে পাঠকেই করছে, সুতরাং পুশি চাইলে পাঠকের চাই
লেখক বরং বেচারা গরীব এর জন্য সহযোগিতার হাত বারাইছে, নিচের মন্তব্যখানা দেখিলেই বুঝিতে পারিবেন ![]()
চাঁদগাজী বলেছেন:
গরীব লোককে নিয়া তামাসা করেন?
২৪ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৭
লেখক বলেছেন: ভুল হয়ে গেছে ভাউ, ক্ষেমা কৈরা দেন মোরে!
আসুন, হগলে মিলে গরীব লোকটারে সাহায্য করি। একটা প্যান্ট কিন্না দিই ![]()
২১|
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৫
শায়মা বলেছেন: হা হা ভাইয়া সকালে এসে আবারও হাসলাম এবং মরলাম।
রোজ রোজ তোমার পোস্ট দেখে মরবো আবার কষ্ট করে জিন্দা হবো নাকি!!!!!!!
২৬ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: আপা, অন্য কারো কোন পোস্টে মরলে কিন্তু বাঁচার উপায় নাই! এ ছোট ভাইয়ের পোস্টে মরলেও কিন্তু বাঁচবেন নিশ্চিত! ভাই জিন্দাও করে আবার। হাজার হলেও বোন, আর বোনকে সহজে মরতে দেই না ভাই ![]()
যতবার মরবেন, ততবার বাঁচবেন
![]()
২২|
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৭
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: মমতাজের সাথে বসা এই দুইজনের মধ্যে সাকিব কোনটা?
২৬ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:২২
চাটগাইয়া জাবেদ বলেছেন: দুঃখিত জনাব! আপনি ভুল নাম্বারে ডায়েল করেছেন, এখানে সাকিব নাই! ![]()
এটাই হচ্ছে সাকিব, তো এ ছবির মানুষটার মত কি আপনি ঐ ছবিতে কাউরে দেখতেছেন? ![]()

২৩|
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @শায়মাঃ
হাত দুটি বাঁধা ছিলো
নাভীর উপরে;
প্যান্ট ছিড়ে ফালাফালা
লটকে কোমরে।
নায়কের হালে হাসে
নায়িকা গোমরে;
কোকিলও আসিয়া হাজির (হাসিতে পেট ফাটাইয়া দিলোরেএএএএএ.............)
মরার ভ্রমরে।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫২
চাটগাইয়া জাবেদ বলেছেন: বাহ, বাহ, আপনার মন্তব্যখানা পড়ে কি করি আজ ভেবে না পাই ![]()
২৪|
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৮
আরণ্যক রাখাল বলেছেন: চাঁদগাজি সাহেব ক্ষেপে গেছেন| তার মাথায় পানি ঢালে আসুন
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: চাঁদগাজি সাহেব ক্ষেপে যাওনের কারণ আছে, তিনি এ গরীব মাইনশের বন্ধু খাস বন্ধু ![]()
তই, পানি ক্ষেপার লগে লগে ঢালি দিছি, এখন ডাণ্ডা থুক্কু ঠাণ্ডা হইয়া গেছে ![]()
২৫|
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দুঃখিত ঘুমিয়ে পড়েছিলাম।
ওঠে এই ছবি এবং ব্লগারদের মন্তব্য পড়ে শুভ শুক্কুরবার শুরু করলাম ![]()
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: আশা করি আপনার শুক্কুরবার শুভ হইয়াছে ![]()
[দুঃখিত! বলার কিছুই নেই ভাই, এটা একটা মজারু পোস্ট, গুরুত্বপূর্ণ পোস্ট না যে সাথে সাথেই দেখতে হবে। তারপরও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ ![]()
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫৯
রুদ্র জাহেদ বলেছেন: হাহাহা।এইটা কী দেখাইলেন