নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
এই শীতের রাইতে কোলবালিশ যার একমাত্র সম্বল, তার মত হতভাগা এ দুনিয়ার বুকে আর একটাও নাই...
বানীতেঃ- জনৈক হতভাগা
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: ভাই আমি! অবশ্যই আপনিও যোগ দিতে পারেন! আমরা তো আমরাই
আমি আগে দুবাইতে ছিলাম, বর্তমানে আবুধাবির "বেদা জায়েদ" আছি, আপনের মত একা!
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১২
আজাদ মোল্লা বলেছেন: আমি কিন্তু দুবাই তে না , ফুজিরাতে আছি ।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: ওহ! সেটা বলেন, তা সেখানে বিয়া একটা কৈরা ফেলান ভাউ
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৯
আজাদ মোল্লা বলেছেন: না না ।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: মজা করেছিলাম। এখানে বিয়ে করে কোন লাভ নাই। সে ভুল কখনো করবেন না আশা করি
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৭
ঘূণে পোকা বলেছেন: আরে ভাউ আমিতো ঢাকাতেই তারপরও একা
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: ঢাকা হইলো এখন ফাঁকা
তাইতো আপনি এখনো একা
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮
টোকাই রাজা বলেছেন: দুই ধরনের মানুষের জন্য শীত কষ্টের..
এক... দরিদ্র বস্ত্রহীন মানুষ
দুই... অবিবাহিত যুবক
তাই সবাই শীতার্থদের বস্ত্র দানে এগিয়ে আসুন
আর অভিভাবকদের অবিবাহিত যুবককে বিবাহ দিতে উৎসাহিত করুন।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: টোকাই রাজা সাহেব, আপনার মন্তব্যখানা পড়িয়া খুবি মজা পাইছি, তবে কিছু শিখলামও বটে
ধন্যবাদ, আপনার মন্তব্যটা কাজে লাগাবো
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৫
আজাদ মোল্লা বলেছেন: ভাই আপনি না আমি , দুবাইতে অনেক দিন হচ্ছে একা ।