নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

ভোটার তার বাপের নামও জানেন না =p~ (ভিডিওসহ)

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

সুষ্ঠু নির্বাচন লইয়া সংশয় প্রকাশ করিবে যেই জন
কে বলে কে বলে মানুষ তারে? 'রাগাকার' সেই জন!

গতকল্য রজনী হইতে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করায় সরকারকে প্রাণ ঢালা অভিনন্দন!
পুনশ্চ: নির্বাচন এক্কেরে কিলিয়ার ভাবে হইয়াছে। বিশ্বাস না হইলে বিটিভি দেখেন যান।
সবাইকে বিটিভি দেখিতে বলিয়াছেন, হাসান আব্দুল্লাহ ভাই ;) :D

যাই হোক, এবার আপনাদের নিয়ে যাচ্ছি বাপের নাম জানে না সে কেন্দ্রে...
সাংবাদিকঃ আপনার বয়স কত?
ভোটারঃ আডার (১৮)
সাংবাদিকঃ আপনার আইডি কার্ড আছে?
ভোটারঃ জী না! আইডি কার্ড হয় নাই এখনো।
সাংবাদিকঃ আইডি কার্ড হয় নাই, তা কিভাবে ভোট দিতে আসছেন?
ভোটারঃ মানুক মিয়া!
সাংবাদিকঃ মানিক মিয়া আপনার নাম, তা আপনার বাবার নাম কি?
ভোটারঃ আমার বাবার নাম, গিয়া...
সাংবাদিকঃ বাবার নাম মনে নাই?
ভোটারঃ গিয়া... গিয়া... গিয়া...

যমুনা টিভির একটা আজকের পৌরসভার নির্বাচনী ভোট কেন্দ্রের প্রতিবেদন, বাকি অংশ নিজেরাই দেখুন মজা পাবেন।
ভোটার তার বাপের নামও জানেন না

ভিডিও টা দেখার পর আমি নিজেও আমার বাবার নাম ভুলে গিয়েছি :P BTW নির্বাচন কিন্তু সুষ্ঠ হয়েছে ;)

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

স্বপ্নীল পরান বলেছেন: আমাকে একটি অবৈধ সরকার দাও; আমি তোমাদেরকে অনেক অনেক অনির্বাচিত এমপি, মন্ত্রী, মেয়র ও কাউন্সিলর উপহার দেব।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

চাটগাইয়া জাবেদ বলেছেন: অবৈধ সরকার কাকে বলে? ইম্মান সরকারকে নাকি? ;)

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

রোষানল বলেছেন: হাহাহা বিনুদুন :-B

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

চাটগাইয়া জাবেদ বলেছেন: ব্যাপক বিনুদুন, গত কয়েক বছর ধরে বাংলাদেশের যে কোন নির্বাচন আমাদের ব্যাপক বিনুদিত করে যাচ্ছে :D

এত্ত বিনুদুনের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ ;)

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

© ইমদাদুল আজাদ বলেছেন: তো আমি কিতা কইয়াম .

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

চাটগাইয়া জাবেদ বলেছেন: কিছু কহিতে হইবেক না, গিয়া ভূত থুক্কু ভোট দিয়া আহেন। দেইখেন আবার বাপের নাম ভুলিয়া জাইয়েন না ;) :P

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন: ভালো তো, ভালো না? বাবা বিহীন সন্তান? কয়দিন পর নিজেরে যীশু দাবী না করলেই হয় ;) =p~ =p~

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

চাটগাইয়া জাবেদ বলেছেন: ভেরী গুড = ভালোই চেয়েও ডাবল ভালো ;) :D

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৩

আম আদমি বলেছেন: নিরপেক্ষ নির্বাচনের নমুনা। পিতৃপরিচয়হীন ভোটার।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১০

চাটগাইয়া জাবেদ বলেছেন: এ জন্য সরকারকে ধন্যবাদ এর চেয়ে বড় কিছু দিয়ে আমরা সম্মান জানানো উচিৎ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.