নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
এ পর্যন্ত ৬২টি পৌরসভার নির্বাচনী ফলাফল ঘোষণায় ৫৩টিতেই আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী। আর ৮টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী এবং ১টিতে বিএনপি প্রার্থী বিজয়ী।
নির্বাচন কমিশন জানিয়েছেন, ফলাফল এখনো পুরোই বাকি আছে, স্বতন্ত্র প্রার্থীদের চিন্তার কোন কিছু নেই। দেখে শুনে আরো কিছু স্বতন্ত্র প্রার্থীদেরও বিজয়ী করা হবে। কিন্তু বিএনপিসহ অন্যান্য দলকে বিজয়ী করা সম্ভব হচ্ছে না, কারণ ভোট চোর জনগণ ও পুলিশ তাদের ভোট দেই নাই ভোট কেন্দ্রে।
এখন বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, পরবর্তী বাকি আসনের ফলাফল নিয়ে আসছি বিজ্ঞাপন বিরতির পর।
এতপর, চাটগাইয়া জাবেদ চ্যানেল এর সাথেই থাকুন
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: লীগ সরকার চালাতে পারলে পৌরসভাও চালাতে পারবে; তাহলে শুধু শুধু নির্বাচনটা দিয়ে এত গুলো টাকা ও মানুষ হত্যার কি প্রয়োজন ছিলও? নির্বাচন না দিলেই তো পারতো!
তার মানে আওয়ামীলীগ এখন সরকার থাকা অবস্থায় যে টাকা গুলো ডাকাতি হচ্ছে সব বিএনপি করছে? পদ্মা সেতুর টাকা ও বিশ্ব ব্যাংকের কোটি কোটি টাকা গুলোও? তাহলে শেখ হাসিনা কি নামে আওয়ামীলীগ, কামে বিএনপি, এটাই বুঝাতে চেয়েছেন?
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'র যে কয়জন জয়ী হবে, তাদের বিএনপি থেকে বের হতে হবে, বা ২ বছরের মাঝে সবগুলো জেলে যাবে।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! ঠিক বলেছেন, তবে জেলে যেতে ২ বছর লাগবে না, হয়তো শপথ গ্রহনের আগেই যাবে!
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৩
ব্লগার মুস্তাকিম বলেছেন: সাথেই আছি
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: ধন্যবাদ, পাছায় থাকার জন্য
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন:
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: ভৃগু ভাই, ফলাফল শুনে কাইত হইয়া গেছেন মনে হয়
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৬
কুঠিবাড়ী বলেছেন: this is just wastage of money, time and life . we dont require any vote for next 20 years . let bal to run
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১
চাটগাইয়া জাবেদ বলেছেন: ২০ বছর না আরো বেশী! তারা বলেছে আগামী ২০৪১ সাল পর্যন্ত!!
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৯
চাঁদগাজী বলেছেন:
৩ নং কমেন্টা আমার নয়, কোন হ্যাকার আমার নিকের মতো 'নিক' করে, কমেন্ট করছে।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনি না মানে বুঝলাম না? নাম ও প্রোফাইল পিকও সবই তো সেম? তাইলে এক নামে দুইটা কিভাবে সুযোগ পাইল?
৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১
চাঁদগাজী বলেছেন:
আমার নিক ও প্রোপিক ব্যবহার করছে কোন হ্যাকার।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২
চাটগাইয়া জাবেদ বলেছেন: ওহ বুঝছি! তাহলে হ্যাকাররা আপনের পিছনে লাগছে! তো চাঁদগাজী ভাই একটু সাবধানে থাকিয়েন, নাইলে কিন্তু সবখানে আজেবাজে মন্তব্য করে আপনার ইমেজের বারোটা বাজিয়ে দেবে!
৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২১
আহমেদ_১৯৭০ বলেছেন: একটা চাঁদগাজী আরেকটা ডট মানে .চাঁদগাজী. । হা হা হা
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম, কিন্তু নিক এ যাওয়া ছাড়া কোনটা আসল চাঁদগাজী তা চিনতে বড়ই কষ্ট হচ্ছে। তবে ডটটা আগে ফলো করি নাই, আপনের চোখে তো ভালোই পাওয়ার আছে
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১২
চাঁদগাজী বলেছেন:
আোয়ামী লীগ সরকার চালাতে পারলে পৌরসভাও চালাতে পারবে; বিএনপি শহীদ গণনা শেষ করুক আগে, পরে ভোট করতে সময় পাবে।
স্বাদীনতা বিরোধী বিএনপি ৪০ বছর ডাকাতী করেছে, এখনও ডাকাতী ঠিকই করছে, ভোটে না জিতেও ডাকাতী করতে পারবে, আওয়ামী লীগে ওদের পরিবারের লোকেরা আছে।