নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

ইসির ইমেজ ও সানি লিওয়নের ইজ্জত দুটোই ফিরে পাওয়া অসম্ভব!

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

এ মাত্র চ্যানেল আইয়ে রাত আঁটটার সংবাদে দেখলাম, নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এবং এ পৌরসভা নির্বাচনের মাধ্যমে হারানো ইমেজ ফিরে পেতে চায় ইসি।

তো, পৌরসভা নির্বাচন কি পরিমান যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে তা আমরা বাংলার আবাল জাতি দেখতে পেয়েছি! আমাদের আর বলতে হবে না জনাব ইসির কমিশনার সাব X((

তই, বিনুদিতভাবে ইসির ইমেজ নিয়ে একটা কথা না বললে হয় না! অতীত এবং এ পৌরসভা নির্বাচন দেখে গ্যারান্টি দিয়ে বলিতে পারি বর্তমান ইসির "ইমেজ" আর সানি লিওয়নের "ইজ্জত" দু'টোই ফিরে পাওয়া অসম্ভব!

অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের পক্ষেও সম্ভব না :P :D

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তূলনায় সানির ইজ্জতেও কিছুটা পিউরিটি আছে,মাগার................

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫০

চাটগাইয়া জাবেদ বলেছেন: মাগার... আমাদের ইসির নাই" এই বলতে চেয়েছেন তো? ;)

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

জল ফড়িং বলেছেন: বর্তমান ইসির "ইমেজ" আর সানি লিওয়নের "ইজ্জত" দু'টোই ফিরে পাওয়া অসম্ভব!

অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের পক্ষেও সম্ভব না

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭

চাটগাইয়া জাবেদ বলেছেন: ভুল কিছু বললাম নাকি?

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৪

জল ফড়িং বলেছেন: না ঠিকই বলেছেন। অনেক মজা লাগলো শেষের কথাটা শুনে, কিন্তু এইটাই বাস্তবতা

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৬

চাটগাইয়া জাবেদ বলেছেন: ওহ! প্রথমে ভাবছি হয়তো ভুল কিছু বলেছিলাম। হতে পারে হয়তো শুনতে খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তব!

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৪

গ্রিন জোন বলেছেন: তুলনার চিন্তাটা করলেন ক্যামনে.......ভাই সানিকে দেখবেন কম ক্ইরা........

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৪

চাটগাইয়া জাবেদ বলেছেন: তাইলে আপনিও বলতে চান, সানির যা ইজ্জত আছে আমাদের ইসির তাউ নাই! আপনারা সব রাগাকার :P

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১১

দোলাভাই বলেছেন: চেতনা রে চেতনা................সব চেতনা.......।লে হালোয়া......লেটে পুটে খা...........।

হাসিনার বেয়াই ষেন কার ছেলে..................................নুরু রে নুরু....................।সব চেতনা........

হা হা হা হা হা হা................মজাই মজা................।

০২ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:১৯

চাটগাইয়া জাবেদ বলেছেন: লে হালোয়া......লেটে পুটে খা...........। দোলাভাই এর চেতনাটাও লেটে পুটে খা! :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.