নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমেই জনগণ বিএনপিকে প্রত্যাহার করেছে :D =p~

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৬

বিএনপি পৌর নির্বাচনে অংশগ্রহন করে প্রমান করল যে গত ২০১৪ সালের ৫ জানুয়ারি সংসদ নির্বাচনে অংশ গ্রহন না করে ভুল করে নাই। তবে, এ পৌর নির্বাচনে বিএনপি অংশগ্রহন করে দেশের মানুষের সামনে আরো একবার প্রমান করে দিল এ সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন কখনো কখনোও সম্ভব না!

আর আমরা জনগণতো দেখিছি কত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। অবশ্যই বিএনপি অংশগ্রহণ না করলে সেটা দেখতাম না। তো বিএনপি কোন দিকেই ভুল করে নাই!

আর এদিকে আগামী দুই একদিনের মধ্যে আমাদের মাননীয়া প্রধানমন্ত্রীর যে কোন অনুষ্ঠানের ভাষণে বা বক্তব্যতে বলতে পারে-
২০১৪ সালের ৫ই জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের মত পৌরসভা নির্বাচনেও সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষভাবে ভোটের মাধ্যমেই জনগণ বিএনপিকে প্রত্যাহার করেছে।

প্রধানমন্ত্রীর বক্তব্য আমি আগেই বলে দিলাম আর কি :D =p~

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩০

কলাবাগান১ বলেছেন: বাংলাদেশে ১০০% শুদ্ধ নির্বাচন কখনই দেখে নাই...... বিশেষ করে স্হানীয় সরকার নির্বাচনে। ০% থেকে যদি ৯০% শুদ্ধতায় উন্নতি হয়, তাও মন্দের ভাল

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৩

চাটগাইয়া জাবেদ বলেছেন: তা আপনার সাথে আমিও একমত, কিন্তু অতীতের থেকে বিগত কয়েক বছরের নির্বাচন মোটেও শুদ্ধ না!

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০১

চাঁদগাজী বলেছেন:


২ নং মন্তব্যটি আমার নয়, আমার 'নিক' ও প্রো-পিক হ্যাক করে, আমার নামে কমেন্ট করছে; আমি সামুকে জানিয়েছি। ১০/১২ টা নিক থেকে, আমার পোস্ট ব্যবহার করে সামুতে ফ্লাডিং করছে কয়েকজন।


৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০০

চাটগাইয়া জাবেদ বলেছেন: চাঁদগাজী চিনতে পারছি, ওটা আপনি না, আপনার মিতা 'ডট চাঁদগাজী ডট' ;)
আপনাকে এখন আর কোন পোস্টের বিষয় নিয়ে মন্তব্য করতে হবে না। এখন শুধু ডট চাঁদগাজী ডট যেখানে মন্তব্য করে সেখানে দিয়ে বলবেন অমুক নাম্বার মন্তব্যটা আপনার না :P :D

চাঁদগাজী ভাই, আপনারে পাইছে কিন্তু এবার, সহজে ছাড়ছে না ডট চাঁদগাজী ডট এ আপনাকে :P :(

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫৫

চাটগাইয়া জাবেদ বলেছেন: চাঁদগাজী ভাই চিন্তা করবেন না, আপনার 'নিক' ও প্রো-পিক হ্যাক করা .চাঁদগাজী. এর মন্তব্য মুছে ফেলা হয়েছে!

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১২

সরলপাঠ বলেছেন: সারাদিনে টিভি আর পত্রিকার রিপোর্ট থেকে যতটুকু বুঝতে পারলাম নির্বাচন ১৫% সুষ্ঠু হয়েছে।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০১

চাটগাইয়া জাবেদ বলেছেন: ১৫% ভাগ একটু বেশী হয়ে গেল না?

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯

হাসান নাঈম বলেছেন: আপনার সাহস তো কম না - প্রধানমন্ত্রীর বক্তব্য ফাঁস করে দেন!
http://www.somewhereinblog.net/blog/nhasanbd/30098046

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫১

চাটগাইয়া জাবেদ বলেছেন: আমি প্রধানমন্ত্রীর বক্তব্য সচিব ;) :D

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

মিথুন আহমেদ বলেছেন: এখন থেকে এটাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সংজ্ঞা । খবরদার এই সংজ্ঞা কেউ পরিবর্তনের চেষ্টা করবেন না । এই সংজ্ঞার বিরুদ্ধে কেউ কোন কথা বলবেন না। অবাধ !!!!!! সুষ্ঠু !!!!!!! নিরপেক্ষ !!!!!!!! হা হা হা হা

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫২

চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম, এখন থেকে এটাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সংজ্ঞা বলে আমাগো মিডিয়া মানিয়া লইয়াছে!!

৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬

দোলাভাই বলেছেন: ৫৭ ধারা ..............।

হাসিনার বেয়াই ষেন কার ছেলে..................................নুরু রে নুরু....................।
সব চেতনা........

হা হা হা হা হা হা................মজাই মজা................।

০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০

চাটগাইয়া জাবেদ বলেছেন: ৫৭ ধারা থেকে বাঁচতে মন্তব্য প্রদান থেকে দূরে থাকুন ;) :D

৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

দোলাভাই বলেছেন: ডর লাগে ভাই.......৫৭ ধারা.........................কিনতু জানতে মন চায়......নুরু টা কে..........। কে নুরু

০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

চাটগাইয়া জাবেদ বলেছেন: ডর লাগলে কম্বলের ভিতরে ডুকে পড়েন, তাইলে আর লাগবে না ;)
নুরু টা কে আমি কি করে বলবো? নুরুটার কথাই তো আপনি নিজেই প্রথমে বলেছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.