নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
পাঁচ বোনকে বঞ্চিত করে সব সম্পত্তি নিজের নামে লিখে নেয়ার জন্য বৃদ্ধ বাবাকে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল ছেলে। বাবা রাজি না হওয়ায় এক পর্যায়ে তাকে গলা টিপে ধরে খুন করার চেষ্টা করে। গলা টিপে ধরে ছেলে বলে, ‘সম্পত্তি লিখে দে, না হয় তোকে মেরে ফেলব’। স্বামীকে বাঁচাতে গিয়ে ছেলের মারধরের শিকার হয়েছে মা-ও।
কি ? ভাবছেন কোন বাংলা সিনেমার কাহিনী বলেছি ? আরে না, এটা বাংলা সিনেমার কাহিনী না, এটা বাস্তব জীবনের কাহিনী! বাংলা সিনেমার কাহিনীকেও হার মানিয়েছে এটা!
আগে যা টিভি বা সিনেমায় দেখতাম এখন তা বাস্তবে দেখছি। তাইতো মনে হয় মানুষ এখন আর সিনেমা দেখে না, কারণ বাস্তব জীবনে যদি সিনেমার ঘটনা ঘটে বা দেখতে পাই, তাহলে তিন ঘণ্টা টিভির সামনে বসে বা টাকা খরচ ও সময় নষ্ট করে হলে গিয়ে সিনেমা দেখার প্রয়োজন কি? ঐ কুলাঙ্গার সন্তানের ঘটনাটা শুনে সত্যিই এ অনুভূতি সেরাম হইছে গেছে!
ঘটনাটা ঘটেছে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার তিন নম্বর ওয়ার্ডের ওয়াজেদিয়া এলাকায় জমির কন্ট্রাক্টরের বাড়িতে।
ঘটনার বিস্তারিত এখানেই
০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: বাবাকে হত্যার চেষ্টাকারী মো.সোলায়মান (৩৫) নামে ওই যুবককে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রেফতার করেছে নগরীর বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করেছেন বাবা মো.আব্দুল হক (৭১)।
ওসি তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে আব্দুল হকের মামলা গ্রহণ করেন। এরপর সোলায়মানকে সন্ধ্যায় নগরীর টেক্সটাইল মোড় থেকে গ্রেফতার করে পুলিশ।
সোলায়ামানকে বুধবার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মহসিন।
২| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
নুরএমডিচৌধূরী বলেছেন: দোলাভাই ত
তাই
মেয়ে দোলাভাই হয়ত
কিছু মনে করবেন না দোলাভাই
সরি
০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
চাটগাইয়া জাবেদ বলেছেন: চৌধুরী ভাই, মেয়ে দোলাভাই এটা আবার কি রকম দোলাভাই? আজকেই প্রথম শুনলাম
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০
নুরএমডিচৌধূরী বলেছেন: ভাই একুশের চোখ কে খবর দিন
আর শালার বেটা কোথায় আছে ঠিকানা টা লিখে দিন
দেখেন কি করি
লিখা পড়ে মরমাহত না হয়ে পারলাম না