| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাটগাইয়া জাবেদ
প্রবাসী মন!
ভুমিকম্প এমনই একটা দুর্যোগ যা নিবারন করার মতো কোন প্রযুক্তি আজো পর্যন্ত মানুষ আবিষ্কার করতে পারে নাই এবং কোনদিন পারবেও না। এমনকি ভুমিকম্পের পূর্বাভাষ পাওয়ার মতো কোন প্রযুক্তিও মানুষ আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই এবং কোনদিন পারবেও না!
এতএব, আমরা মানুষেরই কৃতকর্মের ফল এ ভুমিকম্প। ভুমিকম্প একটি কেয়ামতের আলামত! কোরান নাজিল হওয়ার পূর্বেকার অবাধ্য জাতি সমূহকে আল্লাহপাক গজব দিয়ে ধ্বংস করেছেন। সে সবের অধিকাংশ গজবই ছিল ভুমিকম্প!
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: সত্য এবং বাস্তবও কিন্তু
২|
০৫ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:০৪
কলাবাগান১ বলেছেন: পৃথিবীর সকল বিজ্ঞানাগার বন্ধ করা হউক। বিশেষ করে ভূমিকম্প রিলেটেড গবেষনা!!!!!!!!!!!
কবে কখন ঘূর্নিঝড় হবে তা বিজ্ঞানীরা কোনদিন আগাম বলতে পারবে না বলে এক ধর্মান্ধ ও বলেছিল
কিন্তু পাগলের প্রলাপ বলে বিজ্ঞানীরা ঠিকই তাদের গবেষনা বজায় রেখেছিল।
আরেক দল ধর্মান্ধ বলেছিল যে পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: বিজ্ঞানীকে বলুন না ভূমিকম্পকে মোকাবিলা করতে? দেখি তারা কত্ত বড় বিজ্ঞানী!!
৩|
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫
কলাবাগান১ বলেছেন: আপনার কমেন্টের পর মনে হয় হার্ভাড/এমআইটি/ইউএস জিয়োলজিক্যাল সার্ভিসে যারা ভূমিকম্প নিয়ে গবেষনা করছেন, তারা তা বন্ধ করে দিবে...। কি দরকার এত গবেষনার যা জীবনেও জানা যাবে না???
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: জানা যাবে, জাস্ট ধারণা, হয়তো তার চেয়েও বেশী কিছু না!
৪|
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০২
যোগী বলেছেন: হে আল্লাহ তোমার এই বান্দা কতই না মূর্খ।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম! চিন্তা করতেছি আপনাদের সুবিধারতে ব্লগ নিক নেমও মূর্খ মানব রেখে দেব ![]()
৫|
০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪
টোকাই রাজা বলেছেন: হাছা ![]()
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:১২
চাটগাইয়া জাবেদ বলেছেন: মূর্খতো কই হাছাই!!!!
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:২৭
ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর বর্ননা