|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 চাটগাইয়া জাবেদ
চাটগাইয়া জাবেদ
	প্রবাসী মন!

ব্লগের সবাইরে মনে করিয়ে দিচ্ছি যে, আজ ৮ ফেব্রুয়ারী প্রপোজ দে থুক্কু ডে!  আজ অনলাইনে ছাড়াও ব্যাপক হারে প্রপোজ করা হবে। অনেকে দুচিন্তায় আছেন ক্যামনে কি করবেন? নো চিন্তা তাদের জন্য নিয়ে এসেছি প্রপোজ করার ইস্টাইল গুলো, তো জেনে নিন এবং সিদান্ত নিন কোন ইস্টাইলে করবেন  
 
#ব্ল্যাকমেইল স্টাইলঃ
আমি তোমাকে ভালবাসি। তুমি হ্যাঁ বললে তো ভালো। কিন্তু না বললে তখন অন্য মেয়ে খুঁজতে হবে। আর সেটা তোমার বোন ও হতে পারে!!   
 
#ডাইরেক্ট স্টাইলঃ
শোনো মেয়ে, আমি কোনো রকম ভূমিকা-টূমিকা না করে একেবারে সোজাসুজিভাবে তোমাকে একটা কথা বলে দিতে চাই। – আমি তোমাকে ভালোবাসি   
 
#মাস্তানি স্টাইলঃ
ওই মাইয়া, ভালবাসা দিবি কি- না, বল!(চাকু/বন্দুক দেখিয়ে   )
  )
#যুক্তিবাদী স্টাইলঃ
আমি তোমার ছোট ভাইকে ভালোবাসি। তোমার ছোট ভাই তোমাকে ভালোবাসে। অতএব, যুক্তিবিদ্যার নিয়মে কি হয়? বাকিটা তুমিই বল!!   
 
#চালাক স্টাইলঃ
তুমি কি জানো, আমাদের জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন টা কি?   
 
#রসিক স্টাইলঃ
Excuse me! আমি তোমাকে প্রপোজ করতে চাই। please অনুমতি দাও   
 
#হিজড়া স্টাইলঃ
এই দুষ্টু মেয়ে। তুমি এ কি জাদু করলা? তোমাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়। আবার তোমাকে না দেখলে অস্থিরতা মরে যাই। তুমি কি জানো? আমি তোমাকে অনেননননননননন….ক ভালোবাসি   
 
#ডিজুস স্টাইলঃ
Hi,whatsup sweet heart ? , wanna be maa lavaa,actually I am in love with u ! 
#ভীতু স্টাইলঃ
ইয়ে মানে!! ইয়ে মানে !!! আমি মানে ! আমি মানে তোমাকে ,……। ( আর বলা হয় না )
#গায়ক স্টাইলঃ
গানের গলা ভালো হলে একটা গান গেয়ে বলতে পারেন… “এত ভেবে কি হবে? ভেবে কি করেছে কে কবে? ভাবছি না আর, যা হবে হবার। এত দিন বলিনি, তুমি জানতো আমি এমনি…… ভালবাসি !!”
#দেবদাস স্টাইলঃ
কেউ আমাকে ভালবাসে না। এ জীবন আমি রাখবনা। তোমার কাছে বিষ হবে? আমায় বিষ দাও। আমায় বিষ দাও। (কান্নায় ভেঙ্গে পড়ুন)
#কাব্যিক স্টাইলঃ
কবি কবি ভাব থাকলে ২ লাইন কবিতার মাধ্যমে প্রপোজ করতে পারেন !! আশা করি এই টুকলিফাই এর যুগে কবিতার অভাবহবে না!!
#অনুভূতিহীন স্টাইলঃ
তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এখন তুমি আমাকে পছন্দ না করলেও আমি পাঁচতলা থেকে লাফ দিবো না, বিষ খেয়েও মরবো না। যদি আমাকে তোমার পছন্দ হয়, তাহলে বল। তো আপনি কোন স্টাইলে করবেন?
বিঃ দ্রঃ- বিফলে মূল্য ফেরত না হলেও, আশা রাখছি ১০০% কাজ করবে  এবং প্রপোজ নিজ দায়িত্বে কইরেন। প্রপোজকালীন কোন প্রকার গণ্ডগোলের জন্য আমি দায়ী নহে! আগেই বলে দিলুম
 এবং প্রপোজ নিজ দায়িত্বে কইরেন। প্রপোজকালীন কোন প্রকার গণ্ডগোলের জন্য আমি দায়ী নহে! আগেই বলে দিলুম  
 ৩২ টি
    	৩২ টি    	 +৫/-০
    	+৫/-০  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:১৮
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:১৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: ঠিক বলেছেন! আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে এসব নাই! তারা/আমরা অগ্রিম ডেভেলপমেন্টে ভুগছি!(যদিও আমি এসবে বিশ্বাসী নয়, শুধুমাত্র ফান পোস্ট হিসাবেই করা)
২|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  ভোর ৪:২৯
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  ভোর ৪:২৯
চাঁদগাজী বলেছেন: 
ভালো লাগলে, ভালোবাসলে মানুষ অনুভব করতে পারে; জিং জিং খেলার উদ্দেশ্য থাকলে মুখে অনেক মাখন-বাক্য বলতে হয়।
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:২২
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:২২
চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম! সব নাট্যমি করা! অবশ্যই প্রথম মন্তব্য বহাল থাকিল 
৩|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  ভোর ৫:৫৫
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  ভোর ৫:৫৫
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:২৩
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:২৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: সব গেম রে ভাউ গেম  
  
৪|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:০১
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৮:০১
অভ্রনীল হৃদয় বলেছেন: হাহাহা। মজা পেলাম। যদিও বা পুরনো পোস্ট।
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:২৭
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:২৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: পুরান চাউল ভাতে বাড়ে  
 
তাই পুরান বলেই মজা পাই ছেন, নাইলে ভজা পাইতেন  
৫|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:১৬
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:১৬
অগ্নি কল্লোল বলেছেন: মজা পেলাম।
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:৩০
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:৩০
চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনে মজা পাইছেন শুনে আমিও মজা পাইছি  
৬|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:১৭
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:১৭
অগ্নি কল্লোল বলেছেন: আরেকটা কথা। প্রেমের নামে যে নষ্টামি চলে আমি তার পক্ষে নই।।
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:৩৪
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:৩৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: আমিও প্রেমের নামে যে নষ্টামি চলে তার পক্ষে নই! আসলে এখনকার তো প্রেম মানেই নষ্টামি(সব না, তবে বেশীরভাগ!) তাছাড়া প্রপোজ কি আজকের দিনে(৮ ফেব্রুয়ারী) করতে হবে বলে কথা নাকি? আগে বা পরে কি করা যায় না? সব নষ্টামি!(যদিও আমি এসবে বিশ্বাসী নয়, শুধুমাত্র ফান পোস্ট হিসাবেই করা। অবশ্যই পোস্টের ধরণ দেখেই বুঝেছেন আশা করি!)
৭|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:১৮
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:১৮
মোস্তফা সোহেল বলেছেন: যাক প্রপোজের অনেক নিয়ম জানতে পারলাম ।
মজা পাইছি অনেক । ধন্যবাদ
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:৩৭
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:৩৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। তবে এ নিয়মে করতে যাইয়েন না, এটা শুধুমাত্র ফান পোস্ট  
৮|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৩৬
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:৩৬
আলী বলেছেন: সব শালাই তলে তলে টেম্পু চালায়
নাম পরে লিটনের
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:৪৭
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:৪৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: ফ্ল্যাট'টা লিটনের বলে তাই  
  
৯|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৫৮
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:৫৮
আরণ্যক রাখাল বলেছেন: জে, আপনার ফর্মুলা খাটাইতেও পারি  
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:৫১
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:৫১
চাটগাইয়া জাবেদ বলেছেন: প্রপোজ নিজ দায়িত্বে কইরেন। প্রপোজকালীন কোন প্রকার গণ্ডগোলের জন্য আমি দায়ী নহে! আগেই বলে দিলুম! 
অগ্রিম শুভ কামনা, কেমন হইছে জানাইয়েন।
১০|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:১০
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:১০
নিমগ্ন বলেছেন: এইসপ ঠিক নাহ   
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:৫৩
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:৫৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ, এইসপ এক্কেবারে ঠিক নাহ 
১১|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:২৪
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:২৪
লিও কোড়াইয়া বলেছেন: আমি তোমার ছোট ভাইকে ভালোবাসি। তোমার ছোট ভাই তোমাকে ভালোবাসে। অতএব, যুক্তিবিদ্যার নিয়মে কি হয়? বাকিটা তুমিই বল!!   ) [/si
) [/si
যুক্তি দিয়ে জাতি অন্য কিছু বুঝলে কতৃপক্ষ দায়ী নয়!
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:৫৪
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:৫৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: অত্তদূর বুঝতে বা বুঝাইতে না যাইলেই চলব 
১২|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৩৮
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৩৮
উল্টা দূরবীন বলেছেন: একটা একটা করে করা উচিত। বলা যায় না কোনটা কামে লাগে।
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:৫৬
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:৫৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: ভুলেও সব একজনরে বলতে যাইয়েন না, তাইলে কিন্তু একটাও মাটিতে পরবে না কইলাম  
  
১৩|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:২৪
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:২৪
রূপক বিধৌত সাধু বলেছেন: সময় থাকতে বুদ্ধি হয়নি ।
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৩:০০
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৩:০০
চাটগাইয়া জাবেদ বলেছেন: সাধু দা, কার ?  আমার নাকি তাদের? নাকি আপনার?  
১৪|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:২৭
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:২৭
হাসান মাহবুব বলেছেন: 
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৩:০২
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৩:০২
চাটগাইয়া জাবেদ বলেছেন:  
   (কোন কথা নাই, শুধুই হাসি
   (কোন কথা নাই, শুধুই হাসি  )
 )
১৫|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:২৬
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:২৬
মাহবুবুল আজাদ বলেছেন: বিনুদিত
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:৫৪
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:৫৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: এমুন দিনুদন কে আর দিবে গিবনে  
  
১৬|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৩৩
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:৩৩
মিতু রহমান বলেছেন: এইসব ডে ফে'র হিড়িক ভালো লাগে না আসলে। ব্ল্যাকমেইল স্টাইলটা অন্য স্টাইলের চেয়ে ভালো, কাজ হইতে পারে। যদিও প্রপোজের জন্য আলাদা দিনের দরকার দেখি না।
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:৫৭
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:৫৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: অরে বাবা তাই নাকি! তাইলে নেন, আবারো মনে করিয়ে দিলুম 
#ব্ল্যাকমেইল স্টাইলঃ আমি তোমাকে ভালবাসি। তুমি হ্যাঁ বললে তো ভালো। কিন্তু না বললে তখন অন্য মেয়ে খুঁজতে হবে। আর সেটা তোমার বোন ও হতে পারে!!
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  ভোর ৪:২৮
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  ভোর ৪:২৮
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের সংস্কৃতিতে এসব থাকার কথা নয়; হরমোনযুক্ত ফার্মের মুরগী খেয়ে আপনারা অগ্রিম ডেভেলপমেন্টে ভুগছেন।